শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – বিশ শতকে ইউরোপ
শুরু হল নতুন বিভাগ – প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে পঞ্চম অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।
প্রশ্নঃ রুশ বিপ্লব বা বলসেভিক বিপ্লবের কারণগুলি উল্লেখ করো।
উত্তরঃ আধুনিক বিশ্বের একটি অন্যতম উল্লেখ্য ঘটনা হল 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলসেভিক বিপ্লব। রাশিয়ায় বলশেভিক দলের নেতৃত্বে নভেম্বর মাসে এই বিপ্লব ঘটেছিল বলে একে নভেম্বর বিপ্লব বলা হয়। এই বিপ্লবের প্রধান কারণগুলি আলোচনা করা হল।
সামজিক বৈষম্য
মুষ্টিমেয় কিছু ধনী অভিজাত পরিবার দ্বারা বৈষম্যমূলক রুশ সমাজ নিয়ন্ত্রিত হত। এই অভিজাত শ্রেণির কাছেই দেশের জমি কুক্ষিগত ছিল, ফলে কৃষক এবং শ্রমিক শ্রেণি সামাজিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। ক্রমশ ধনীরা আরো ধনী এবং কৃষক – শ্রমিকরা আরো দরিদ্র হতে শুরু করে।
কৃষকদের অবস্থা
রাশিয়ার কৃষকদের অবস্থা ছিল শোচনীয়, 1861 খ্রিষ্টাব্দে ভূমিদাসদের মুক্তি হলেও, তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি, জমির মালিকানা থেকে তারা ছিলেন বঞ্চিত। কৃষক সম্প্রদায় রাষ্ট্র, স্থানীয় জমিদার এবং ‘মির’দের নানাবিধ কর প্রদানে বাধ্য হতেন। দরিদ্র কৃষকরা সামান্য জমির মালিক ছিলেন, অধিকাংশ ক্ষেত্রে তারা এই স্বল্প জমি কোনো ধনী মালিককে দিয়ে, সেই জমিতে মজুরের কাজ করতে বাধ্য হতেন।
শ্রমিকদের অবস্থা
রুশ সরকার বিদেশী শিল্পপতিদের স্বার্থরক্ষা করলেও, শ্রমিক স্বার্থ ও সুরক্ষায় তাদের কোনো নজর ছিলনা। শ্রমিকরা স্বল্প মজুরীতে অধিক সময়ের জন্য কাজ করতে বাধ্য হতেন এবং তাদের অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে হতো।
স্বৈরাচারী জারতন্ত্র
রাশিয়া বিংশ শতকের শুরুতে মধ্যযুগীয় স্বৈরাচারী জারতন্ত্রে আটকে ছিল। রাজাই ছিলেন একছত্র অধিপতি। বলসেভিক দলের নেতৃত্বে শ্রমিক ও কৃষক সম্প্রদায় উপলব্ধি করে যে, জারতন্ত্রের উচ্ছেদ না ঘটলে তাদের অবস্থার কোনো উন্নতি হবে না।
সামরিক ব্যর্থতা
বিশ শতকের শুরুতে রাশিয়া জাপানের কাছে পরাজিত হয়। এমনকি প্রথম বিশ্বযুদ্ধেও রাশিয়া ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকে। এই সামরিক ব্যর্থতা রুশ জনমানসে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
অর্থনৈতিক দুরাবস্থা
বিপ্লবের আগে রাশিয়ার অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। 1914 খ্রিষ্টাব্দে রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় 5400 মিলিয়ন রুবল। রাশিয়ার শিল্পে বিদেশী পুঁজিপতিদের একছত্র আধিপত্য স্থাপিত হয়।
আরো পড়ো → বিশ শতকে ইউরোপ প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।