About Us

পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর লিখতেই হবে।

ডিজিটাল মাধ্যমে পড়াশোনার অগ্রগতি ক্রমবর্ধমান। আজ বাংলার ছাত্রছাত্রীদের পড়াশোনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল platform।

ইন্টারনেটে প্রচুর প্রশ্ন – উত্তরের ওয়েবসাইট থাকলেও সেগুলির অধিকাংশই নির্দিষ্ট কয়েকটি বিষয়েই সীমাবন্ধ আবার বহুক্ষেত্রে এই ওয়েবসাইটগুলিতে নজরে আসে অসংখ্য ভুল।

WBPorashona.com বাংলার ছাত্রছাত্রীদের জন্য সব বিষয়ের ডিজিটাল প্রশ্ন – উত্তর সহায়িকা।

WBPorashona.com-এর উদ্দেশ্য পাঠ্য বিষয়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরে পরীক্ষার নম্বর বৃদ্ধিতে সহায়ক হওয়া।

এই ওয়েবসাইটের মাধ্যমে তোমারা পাবে নিয়মিত প্রশ্ন – উত্তর আলোচনা একেবারে বিনামূল্যে।

WBPorashona.com হয়ে উঠুক তোমাদের পরীক্ষা প্রস্তুতির বিশ্বস্ত বন্ধু।


WBPorashona.com is a Question – Answer portal for Bengali medium students. WBPorashona is owned and managed by ECD Education LLP