স্বর্ণপর্ণী প্রশ্ন উত্তর | Swarnaparni Question Answer | WBBSE Class 9

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
Swarnaparni-Question-Answer
শ্রেণি – নবম | বিভাগ – বাংলা | স্বর্ণপর্ণী – প্রশ্ন উত্তর – Swarnaparni Question Answer

এই পর্বে রইল নবম শ্রেণির বাংলা বিভাগের প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণী গল্প থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। লুপ্তস্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কু কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন – (ক) রিমেমব্রেন (খ) লুমিনিম্যাক্স (গ) সমনোলিন (ঘ) মিরাকিউরল
উত্তর- লুপ্তস্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কু (ক) রিমেমব্রেন আবিষ্কার করেন।

২। প্রোফেসর শঙ্কু কলকাতার যে কলেজে পড়াতেন, তা হল – (ক) বেথুন কলেজ (খ) প্রেসিডেন্সী কলেজ (গ) সেন্ট জেভিয়ার্স কলেজ (ঘ) স্কটিশচার্চ কলেজ
উত্তর- প্রোফেসর শঙ্কু কলকাতার যে কলেজে পড়াতেন, তা হল – (ঘ) স্কটিশচার্চ কলেজ

৩। কোন প্রাচীন শাস্ত্রে ‘স্বর্ণপর্ণী’–র উল্লেখ পাওয়া যায়? (ক) উপনিষদ (খ) বেদ (গ) চরকসংহিতা (ঘ) মনুসংহিতা 
উত্তর- (গ) চরকসংহিতা শাস্ত্রে ‘স্বর্ণপর্ণী’ –র উল্লেখ পাওয়া যায়।

৪। স্বর্ণপর্ণীর পাতা দিয়ে প্রথম কার অসুখ সারান প্রোফেসর শঙ্কু? (ক) হাইনরিখ স্টাইনার (খ) উকিল জয়গোপাল মিত্র (গ) ফ্রয়লাইন ফ্রিৎসনার (ঘ) জেরেমি সন্ডার্স
উত্তর- স্বর্ণপর্ণীর পাতা দিয়ে প্রথম (খ) উকিল জয়গোপাল মিত্রের অসুখ সারান প্রোফেসর শঙ্কু।

৫। জেরেমি সণ্ডার্সের কী অসুখ হয়েছিল? (ক) যকৃতে ক্যানসার (খ) ব্রেন টিউমার (গ) জণ্ডিস (ঘ) এপিলেপসি
উত্তর- জেরেমি সণ্ডার্সের (ক) যকৃতে ক্যানসার অসুখ হয়েছিল।

৬। প্রোফেসর শঙ্কু বন্ধু সণ্ডার্সের সঙ্গে লণ্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? (ক) ১৬ জুন ১৯৩৭ (খ) ২৫ অক্টোবর, ১৯৩৭ (গ) ১৬ নভেম্বর, ১৯৩৭ (ঘ) ২৫ নভেম্বর ১৯৩৭
উত্তর- প্রোফেসর শঙ্কু বন্ধু সণ্ডার্সের সঙ্গে লণ্ডলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন- (খ) ২৫ অক্টোবর, ১৯৩৭।

৭। প্রোফেসর শঙ্কু যে জাহাজে চড়ে ইংল্যাণ্ডে পাড়ি দিয়েছিলেন, তা হল – (ক) এস এস খাইবার (খ) এস এস ইণ্ডিয়ানা (গ) এস এস এথিনা (ঘ) এস এস অ্যাশিয়ান
উত্তর- প্রোফেসর শঙ্কু যে জাহাজে চড়ে ইংল্যাণ্ডে পাড়ি দিয়েছিলেন, তা হল (গ) এস এস এথিনা।

৮। স্বর্ণপর্ণীর কেমিক্যাল অ্যানালাইসিসে চোখ বুলিয়ে শঙ্কুর মনে হয়েছিল এর মধ্যে প্রাপ্ত উপাদানগুলির সাথে মিল আছে – (ক) রসুনের (খ) আদার (গ) পেঁয়াজের (ঘ) গোলমরিচের
উত্তর- স্বর্ণপর্ণীর কেমিক্যাল অ্যানালাইসিসে চোখ বুলিয়ে শঙ্কুর মনে হয়েছিল এর মধ্যে প্রাপ্ত উপাদানগুলির সাথে মিল আছে- (ক) রসুনের।

৯। ‘পাওয়ার ম্যাড’ বলে কাকে ইঙ্গিত করা হয়েছে? (ক) গোয়রিংকে (খ) গেস্টাপোকে (গ) আনটনকে (ঘ) হিটলারকে
উত্তর- ‘পাওয়ার ম্যাড’ বলে (ঘ) হিটলারকে ইঙ্গিত করা হয়েছে।

১০। পিগম্যালিয়ন নাটকটির লেখক হলেন- (ক) শেক্সপিয়র (খ) বার্নার্ড শ (গ) জন ফিটস (ঘ) ও হেনরি
উত্তর- পিগম্যালিয়ন নাটকটির লেখক হলেন- (খ) বার্নার্ড শ।


আরো পড়ো → ব্যোমযাত্রীর ডায়রি প্রশ্ন উত্তর

১১। হাইনরিখ স্টাইনার যে বিষয়ের অধ্যাপক – (ক) বাংলা (খ) সংস্কৃত (গ) ইতিহাস (ঘ) দর্শন
উত্তর- হাইনরিখ স্টাইনার (খ) সংস্কৃত বিষয়ের অধ্যাপক।

১২। জার্মানির গুপ্ত পুলিশবাহিনী হল- (ক) গেস্টাপো (খ) হিমলার (গ) রিবেনট্রপ (ঘ) ব্ল্যাক
উত্তর- জার্মানির গুপ্ত পুলিশবাহিনী হল- (ক) গেস্টাপো।

১৩। ‘ডাক্তার’- কে জার্মান ভাষায় কী বলে? (ক) ভিজেনশাফটলের (খ) আর্টস্ট (গ) ফ্রয়লাইন (ঘ) ড্র্যুসে 
উত্তর- ‘ডাক্তার’- কে জার্মান ভাষায় কী বলে- (খ) আর্টস্ট।

১৪। মিসেস ফিৎসনার শঙ্কুর কাছে কি রোগের ওষুধ চেয়েছিলেন- (ক) ঘুমের (খ) বাতের ব্যাথার (গ) সর্দির (ঘ) পাগলামির
উত্তর- মিসেস ফিৎসনার শঙ্কুর কাছে (গ) সর্দির ওষুধ চেয়েছিলেন।

১৫। ‘স্বস্তিক’ চিহ্নকে নাৎসিরা বলে- (ক) ভাসটিকা (খ) সভাটিকা (গ) সভটিকা (ঘ) ভাটিকাস
উত্তর- ‘স্বস্তিক’ চিহ্নকে নাৎসিরা বলে-(খ) সভাটিকা।
wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। প্রোফেসর শঙ্কুর জন্মদিন কবে?
উত্তর – প্রোফেসর শঙ্কুর জন্মদিন 16 জুন।

২। টিকড়ীবাবা কে?
উত্তর – টিকড়ীবাবা একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন সাধু, তিনি উশ্রী নদীর ধারের একটি গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন।

৩। ‘স্বর্ণপর্ণী’ গল্প অনুসারে স্বর্ণপর্ণী কোথায় পাওয়া যায়?
উত্তর – কসৌলি থেকে তিন ক্রোস উত্তরে ভাঙা চামুন্ডা মন্দিরের পিছনের জঙ্গলে থাকা ঝর্নার পাশে স্বর্ণপর্ণী জন্মায়।

৪। ‘স্বর্ণপর্ণী’ প্রথমে কীভাবে ব্যবহৃত হত?
উত্তর – প্রথমে স্বর্ণপর্ণীর শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হত।

৫। প্রোফেসর শঙ্কু স্বর্ণপর্ণী বড়ির কী নাম দিয়েছিলেন?
উত্তর – প্রোফেসর শঙ্কু স্বর্ণপর্ণী বড়ির নাম দিয়েছিলেন ‘মিরাকিউরল’।

৬। “এই ভণিতার পরেই বজ্রাঘাত।” ‘বজ্রাঘাত’ কীসের?
উত্তর – বন্ধু জেরেমি সন্ডার্সের স্ত্রী ডরথির চিঠিতে প্রোফেসর শঙ্কু যকৃতের ক্যানসারের খবর পান – এটিই প্রোফেসর শঙ্কুর কাছে বজ্রাঘাতের সমতুল ছিল।

৭। ‘হ্যাম্পস্টেড হিথ’ কী?
উত্তর – ‘হ্যাম্পস্টেড হিথ’ লন্ডনের একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান, এখান থেকে কবি কিটসের বাড়ি মাত্র 10 মিনিটের হাঁটা পথ।

৮। হাইনরিখ স্টাইনারের পরিচয় কী?
উত্তর – হাইনরিখ স্টাইনার বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার অধ্যাপক এবং ভারততাত্ত্বিক। হাইনরিখ স্টাইনার নতুনভাবে বেদ, উপনিষদ জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন।

৯। গেস্টাপো কে বা কী?
উত্তর – জার্মানিতে হিটলালসের শাসনকালে গুপ্ত বাহিনীর নাম ছিল গেস্টাপো।

১০। হের গোয়রিং এর কী অসুখ ছিল?
উত্তর – গ্ল্যান্ডের অসুখের জন্য হের গোয়রিং-এর ওজন ছিল একশো সত্তর কিলো, তিনি প্রচণ্ড ঘামতেন।


আরো পড়ো → কর্ভাস প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel