তাপ সপ্তম শ্রেণি – প্রশ্ন উত্তর | Tap Class 7 – Question Answer | বিজ্ঞান

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
tap-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বিজ্ঞান| অধ্যায় – তাপ | Tap

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের ভৌত পরিবেশ – তাপ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় – ক) ব্যারোমিটার খ) ক্যালোরিমিটার গ) অক্সানোমিটার ঘ) থার্মোমিটার
উত্তর – উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় – ঘ) থার্মোমিটার।

২| ফুটন্ত জলের ওপরের বাষ্পে ফারেনহাইট থার্মোমিটারের পারদকুন্ডকে রাখা হলে, পারদসূত্র যে পাঠ দেখায় তা হল – ক) 32°C  খ) 64°C      গ) 100°C ঘ) 212°C
উত্তর – ফুটন্ত জলের ওপরের বাষ্পে ফারেনহাইট থার্মোমিটারের পারদকুন্ডকে রাখা হলে, পারদসূত্র যে পাঠ দেখায় তা হল – গ) 100°C।

৩| তাপ হল একপ্রকার – ক) তরল খ) গ্যাস গ) শক্তি ঘ) বাষ্প
উত্তর – তাপ হল একপ্রকার – গ) শক্তি।

৪| জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104°F। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে – ক) 40.1 খ) 40.6 গ) 40 ঘ) 42
উত্তর – জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104°F। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে – গ) 40।

৫| একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1° ও সবচেয়ে বেশি উষ্ণতা 99° মাপা যায়। ওই থার্মোমিটারে 1° করে মোট কটি ঘর পাওয়া যাবে? ক) 100 খ) 99 গ) 101 ঘ) 98
উত্তর – একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1° ও সবচেয়ে বেশি উষ্ণতা 99° মাপা যায়। ওই থার্মোমিটারে 1° করে মোট ক) 100 টি ঘর পাওয়া যাবে।


আরো পড়ো → ছন্দে শুধু কান রাখো প্রশ্ন উত্তর

৬| CGS পদ্ধতিতে তাপের একক – ক) কিলোগ্রাম খ) নিউটন গ) জুল ঘ) ক্যালোরি
উত্তর – CGS পদ্ধতিতে তাপের একক – ঘ) ক্যালোরি।

৭| লীন তাপ পদার্থের – ক) উষ্ণতা বাড়ায় খ) উষ্ণতা কমায় গ) অবস্থান্তর ঘটায় ঘ) কোনো পরিবর্তন ঘটায় না
উত্তর – লীন তাপ পদার্থের গ) অবস্থান্তর ঘটায়।

৮| পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম – ক) বাষ্পীভবন খ) ঘনীভবন গ) কঠিনীভবন ঘ) গলন
উত্তর – পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম – গ) কঠিনীভবন

৯| পদার্থের তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় পরিবর্তনের নাম – ক) বাষ্পীভবন খ) ঘনীভবন গ) কঠিনীভবন ঘ) গলন
উত্তর – পদার্থের তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় পরিবর্তনের নাম – ক) বাষ্পীভবন।

১০| পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম – ক) বাষ্পীভবন খ) ঘনীভবন গ) কঠিনীভবন ঘ) গলন
উত্তর – পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম – খ) ঘনীভবন।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| পদার্থের কোন ধর্মের জন্য সেই পদার্থকে থার্মোমিটারের তরল হিসেবে ব্যবহার করা যায়?
উত্তর – তাপ প্রয়োগে প্রায় সব পদার্থের আয়তন প্রসারণ হয়। এই ধর্মের জন্য কোনো তরল পদার্থ থার্মোমিটারে ব্যবহার করা হয়।

২| সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর – কোনো উষ্ণতার পাঠ সেলসিয়াস স্কেলে C এবং ফারেনহাইট স্কেলে F হলে উভয়ের মধ্যে সম্পর্ক হল .

৩| 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনের মধ্যে কোনটি বড়ো?
উত্তর – 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বড়ো। কারণ, 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন = 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন।
∴ 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন = ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন।

৪| ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তর – ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক 212°F।

৫| ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত?
উত্তর – ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান 212°F।


আরো পড়ো → ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা প্রশ্ন উত্তর

৬| লীন তাপ কাকে বলে?
উত্তর – যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয়, তাকে লীন তাপ বলে।

৭| তাপের একক কি?
উত্তর – CGS পদ্ধতিতে তাপের একক ক্যালোরি (cal) ও SI-তে জুল (joule বা J)।

৮| বরফ গলনের লীন তাপ কত?
উত্তর – CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি/গ্রাম।

৯| কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে?
উত্তর – কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে।

১০| এমন পদার্থের উদাহরণ দাও যা তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়।
উত্তর – কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি কঠিন পদার্থ তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel