শ্রেণি – সপ্তম| বিভাগ – ভূগোল | অধ্যায় – পৃথিবীর পরিক্রমণ | Prithibir Porikromon
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের ভৌত পরিবেশ – তাপ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| পৃথিবীর কক্ষপথটি – ক) বৃত্তাকার খ) উপবৃত্তাকার গ) রৈখিক ঘ) চৌকাকার
উত্তর – পৃথিবীর কক্ষপথটি – খ) উপবৃত্তাকার।
২। যে বছর লিপইয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিনের সংখ্যা হয় – ক) 365 দিন খ) 366 দিন গ) 368 দিন ঘ) 367 দিন
উত্তর – যে বছর লিপইয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিনের সংখ্যা হয় – খ) 366 দিন।
৩| পৃথিবীর দ্বারা সূর্যকে পরিক্রমণের নাম পৃথিবীর – ক) আহ্নিক গতি খ) বার্ষিক গতি গ) সৌরদিন ঘ) নাক্ষত্র দিন
উত্তর – পৃথিবীর দ্বারা সূর্যকে পরিক্রমণের নাম পৃথিবীর – খ) বার্ষিক গতি।
৪| সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয় – ক) নিরক্ষীয় খ) মেরু গ) মরু ঘ) ক্রান্তীয় অঞ্চলে
উত্তর – সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয় – ক) নিরক্ষীয় অঞ্চলে।
৫| এক চান্দ্রমাস হয় প্রায় – ক) 27 খ) 28 গ) 29 ঘ) 30 দিনে
উত্তর – এক চান্দ্রমাস হয় প্রায় – খ) 28 দিনে।
আরো পড়ো → ছন্দে শুধু কান রাখো প্রশ্ন উত্তর
৬| পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে – ক) দিন ও রাত হয় খ) জোয়ারভাটা হয় গ) ঋতু পরিবর্তন হয় ঘ) বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়
উত্তর – পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে গ) ঋতু পরিবর্তন হয়।
৭| ‘মহাবিষুব’ যে তারিখে হয়, সেটি হল – ক) 21 মার্চ খ) 22 মার্চ গ) 23 মার্চ ঘ) 23 জুন
উত্তর – ‘মহাবিষুব’ যে তারিখে হয়, সেটি হল – ক) 21 মার্চ।
৮| পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে বলে – ক) বিষুব খ) কর্কটসংক্রান্তি গ) মকরসংক্রান্তি ঘ) বড়দিন
উত্তর – পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে বলে – ক) বিষুব।
৯| বড়োদিন দক্ষিণ গোলার্ধে – ক) গ্রীষ্ম খ) শীত গ) শরৎ ঘ) বসন্ত কালে পালিত হয়
উত্তর – বড়োদিন দক্ষিণ গোলার্ধে ক) গ্রীষ্মকালে পালিত হয়।
১০| অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে – ক) গ্রীষ্ম খ) শীত গ) শরৎ ঘ) বসন্ত ঋতুতে হয়
উত্তর – অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে – খ) শীত ঋতুতে হয়।
শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| 366 দিনের বছর হলে সেই বছরকে …………… বলা হয়।
উত্তর – 366 দিনের বছর হলে সেই বছরকে অধিবর্ষ বলা হয়।
২| পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই পৃথিবীর ……………।
উত্তর – পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই পৃথিবীর কক্ষপথ।
৩| …………… তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়।
উত্তর – 3 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়।
৪| চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ বা পরিক্রমণ করে প্রায় …………… দিনে।
উত্তর – চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ বা পরিক্রমণ করে প্রায় 28 দিনে।
৫| আয়ন কথাটির অর্থ হল ……………।
উত্তর – আয়ন কথাটির অর্থ হল পথ।
৬| …………… দিনে এক সৌরবছর হয়।
উত্তর – 365 দিনে এক সৌরবছর হয়।
৭| …………… অঞ্চলে সারা বছর গ্রীষ্ম ঋতুই বিরাজ করে।
উত্তর – নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্ম ঋতুই বিরাজ করে।
৮| পৃথিবীর …………… গতির ফলে ঋতু পরিবর্তন হয়।
উত্তর – পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়।
৯| শীতকালে দিনের দৈর্ঘ্য …………… হয়।
উত্তর – শীতকালে দিনের দৈর্ঘ্য ছোটো হয়।
১০| 22 ডিসেম্বরকে …………… বলা হয়।
উত্তর – 22 ডিসেম্বরকে মকরসংক্রান্তি বলা হয়।
আরো পড়ো → ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা প্রশ্ন উত্তর
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| পৃথিবীর কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
উত্তর – পৃথিবীর কক্ষতলের সাথে 66 ডিগ্রি কোণে অবস্থান করে।
২| পৃথিবীর চারিদিকে চাঁদের একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে কি বলা হয়?
উত্তর – পৃথিবীর চারিদিকে চাঁদের একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে চান্দ্রমাস বলা হয়।
৩| পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি?
উত্তর – পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি।
৪| সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব সবচেয়ে কম হলে সেই অবস্থানকে কি বলে?
উত্তর – সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব সবচেয়ে কম হলে সেই অবস্থানকে অনুসূর বলে।
৫| যে দিন (21 জুন) সূর্য কর্কটক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে কি বলে?
উত্তর – যে দিন (21 জুন) সূর্য কর্কটক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে কর্কটসংক্রান্তি বলে।
৬| সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে কি বলে?
উত্তর – সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে অপসূর বলে।
আরো পড়ো → তাপ সপ্তম শ্রেণি – প্রশ্ন উত্তর
৭| উত্তর গোলার্ধে যে দিন দৈর্ঘ্য সবথেকে বড়ো এবং রাত সবচেয়ে ছোটো হয় সেই দিনটিকে কি বলা হয়।
উত্তর – উত্তর গোলার্ধে যে দিন দৈর্ঘ্য সবথেকে বড়ো এবং রাত সবচেয়ে ছোটো হয় সেই দিনটিকে কর্কটসংক্রান্তি বলা হয়।
৮| যে দিন (22 ডিসেম্বর) সূর্য মকরক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে কি বলে?
উত্তর – যে দিন (22 ডিসেম্বর) সূর্য মকরক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে মকরসংক্রান্তি বলে।
৯| কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়?
উত্তর – শরৎ ও বসন্ত ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়।
১০| কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়?
উত্তর – গ্রীষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায়।
১১| কোন ঋতুতে পুকুরগুলো জলে ভরতি থাকে?
উত্তর – বর্ষা ঋতুতে পুকুরগুলো জলে ভরতি থাকে।
১২| 25 ডিসেম্বর ‘বড়োদিন’-এ দক্ষিণ গোলার্ধে গরম না ঠাণ্ডা?
উত্তর – 25 ডিসেম্বর ‘বড়োদিন’-এ দক্ষিণ গোলার্ধে গরম।
১৩| জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি?
উত্তর – জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি।
১৪| কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে?
উত্তর – বর্ষা ও শরৎ ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে।
১৫| সূর্যের বার্ষিক আপাত গতির অপর নাম কি?
উত্তর – সূর্যের বার্ষিক আপাত গতির অপর নাম রবিমার্গ।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।