চুম্বক – প্রশ্ন উত্তর | Class 7 Science Chapter 1.3 | Question Answer

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
chumbak-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বিজ্ঞান| অধ্যায় – চুম্বক | Magnet (Chumbak)

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের ভৌত পরিবেশে – চুম্বক অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। একটি ঝুলন্ত দণ্ডচুম্বকের উত্তর মেরু যে দিকটি নির্দেশ করে সেটি হল – ক) ভৌগলিক উত্তর মেরু খ) চুম্বকীয় উত্তর মেরু গ) ভৌগলিক দক্ষিণ মেরু ঘ) চুম্বকীয় দক্ষিণ মেরু
উত্তর – একটি ঝুলন্ত দণ্ডচুম্বকের উত্তর মেরু যে দিকটি নির্দেশ করে সেটি হল – খ) চুম্বকীয় উত্তর মেরু।

২। চুম্বক আকর্ষণ করে না – ক) লোহা খ) নিকেল গ) রবার ঘ) কোবাল্ট
উত্তর – চুম্বক আকর্ষণ করে না – গ) রবার।

৩। ATM কার্ডে থাকে – ক) নৌকম্পাস খ) চুম্বকিত স্ট্রিপ গ) তড়িৎচুম্বক ঘ) কোনোটিই নয়
উত্তর – ATM কার্ডে থাকে – খ) চুম্বকিত স্ট্রিপ।

৪। প্রাকৃতিক চুম্বক – ক) গোলাকার খ) দণ্ডাকার গ) নির্দিষ্ট আকারবিহীন ঘ) বলয়াকার
উত্তর – প্রাকৃতিক চুম্বক – গ) নির্দিষ্ট আকারবিহীন।

৫। তড়িৎচুম্বক ব্যবহৃত হয় যে যন্ত্রে তা হল – ক) ইলেকট্রিক বেল খ) লাউডস্পিকার গ) রেডিয়ো ঘ) সবকটিতেই
উত্তর – তড়িৎচুম্বক ব্যবহৃত হয় যে যন্ত্রে তা হল – ক) ইলেকট্রিক বেল।


আরো পড়ো → নোটবই প্রশ্ন উত্তর

৬। চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হল – ক) শুধু আকর্ষণীয় ধর্মের পরীক্ষা খ) শুধু বিকর্ষণী ধর্মের পরীক্ষা গ) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা ঘ) চুম্বক আবেশের পরীক্ষা
উত্তর – চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হল – খ) শুধু বিকর্ষণী ধর্মের পরীক্ষা।

৭। নীচের কোন বক্তব্যটি সঠিক? ক) তড়িৎপ্রবাহমাত্রা বাড়ালে তড়িৎচুম্বক হ্রাস পায় খ) কোবাল্ট একটি অচৌম্বক পদার্থ গ) আবেশের পূর্বে আকর্ষণ হয় ঘ) একক মেরুবিশিষ্ট চুম্বক অস্তিত্ববিহীন
উত্তর – সঠিক বক্তব্যটি হল – ঘ) একক মেরুবিশিষ্ট চুম্বক অস্তিত্ববিহীন

৮। একটি দণ্ডচুম্বককে ভেঙে তিনটি টুকরো করা হল – ক) শুধু প্রান্তের টুকরো দুটিতেই চুম্বকত্ব থাকবে খ) শুধু মাঝখানের টুকরোটিতেই চুম্বকত্ব থাকবে
গ) তিনটি টুকরোতেই চুম্বকত্ব থাকবে ঘ) কোনো টুকরোতেই আর চুম্বকত্ব থাকবে না
উত্তর – একটি দণ্ডচুম্বককে ভেঙে তিনটি টুকরো করা হল – গ) তিনটি টুকরোতেই চুম্বকত্ব থাকবে।

৯। মেরুজ্যোতির কারণ – ক) পৃথিবীর পরিবেশের দূষণ খ) পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি গ) পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয় ঘ) পৃথিবী একটা বিরাট চুম্বক– তার প্রভাব
উত্তর – মেরুজ্যোতির কারণ – ঘ) পৃথিবী একটা বিরাট চুম্বক– তার প্রভাব।

১০। একটি চৌম্বক পদার্থ হল – ক) কাচ খ) কোবাল্ট গ) কাগজ ঘ) বরফ
উত্তর – একটি চৌম্বক পদার্থ হল – খ) কোবাল্ট।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। চৌম্বক পদার্থ কাকে বলে?
উত্তর – চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে।

২। দুটি চৌম্বক পদার্থের নাম লেখো।
উত্তর – দুটি চৌম্বক পদার্থ হল – লোহা ও নিকেল।

৩। তড়িৎপ্রবাহ বন্ধ করে দিলে তড়িৎচুম্বকের কি পরিবর্তন ঘটে?
উত্তর – তড়িৎপ্রবাহ বন্ধ করে দিলে তড়িৎচুম্বকের চুম্বক ধর্ম প্রকাশ পায় না।

৪। একটা চুম্বককে সমান 5টি টুকরো করা হলে মোট কটা মেরু তৈরি হবে?
উত্তর – একটা চুম্বককে সমান 5টি টুকরো করা হলে 5টি চুম্বক পাওয়া যাবে। এর ফলে 5টি উত্তর মেরু ও 5টি দক্ষিণ মেরু অর্থাৎ মোট 10টি মেরু সৃষ্টি হবে।


আরো পড়ো → নদী প্রশ্ন উত্তর [সপ্তম শ্রেণি]

৫। ইলেকট্রিক কলিং বেল কোন জাতীয় চুম্বক ব্যবহৃত হয়?
উত্তর – ইলেকট্রিক কলিং বেল তড়িৎচুম্বক ব্যবহৃত হয়।

৬। ভ্যান-অ্যালেন বিকিরণ বলয় কোথায় তৈরি হয়?
উত্তর – পৃথিবীর মেরু অঞ্চল ঘিরে ভ্যান-অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয়।

৭। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়?
উত্তর – চুম্বকের বিকর্ষণ ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়।

৮। একটি কাঁচা লোহার পেরেকে অন্তরিত পরিবাহী তার জড়িয়ে তার মধ্য দিয়ে তড়িৎ পাঠালে কি চুম্বক পাওয়া যাবে?
উত্তর – একটি কাঁচা লোহার পেরেকে অন্তরিত পরিবাহী তার জড়িয়ে তার মধ্য দিয়ে তড়িৎ পাঠালে তড়িৎচুম্বক পাওয়া যাবে।

৯। কিভাবে বোঝা যাবে চুম্বকের দিক্‌দর্শী ধর্ম আছে?
উত্তর – একটি দণ্ডচুম্বকের মাঝবরাবর পাকহীন সুতো বেঁধে ঝুলিয়ে দিলে দেখা যাবে সেটি সর্বদা উত্তর-দক্ষিণ মুখ করে থাকে। এভাবেই বোঝা যায় চুম্বকের দিক্‌দর্শী ধর্ম আছে।

১০। চিকিৎসাক্ষেত্রে তড়িৎচুম্বকের একটি ব্যবহার লেখো।
উত্তর – চিকিৎসাক্ষেত্রে তড়িৎচুম্বকের একটি ব্যবহার হল – চোখের ভিতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা এক বিশেষ তড়িৎচুম্বক যন্ত্র ব্যবহার করেন।

আরো পড়ো → আলো প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel