
শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – চতুর্থ
প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।
প্রশ্ন – আফ্রিকার ব্যবচ্ছেদ টিকা
আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশে কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও, ঊনবিংশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইউরোপিয়ানদের কাছে আফ্রিকা অপরিচিত ছিল। এই কারণে এই মহাদেশটিকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হত। ১৮৮১ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলি আফ্রিকা দখলের জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়।
বার্লিন সম্মেলন
১৮৮৫ খ্রিষ্টাব্দে বার্লিন সমাবেশে ইউরোপীয় দেশগুলি একত্রিত হয়ে হয়ে আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় –
ক) বৃহত্তর কঙ্গো এলাকায় বেলজিয়ামের আধিপত্য থাকবে।
খ) কোনো দেশ, আফ্রিকার কোনো অংশ দখল করলে তা অন্যান্য দেশকে জানাতে হবে।
গ) যে অংশ দখল করা হবে, তা ঐ দখলকারী দেশের প্রভাবাধীন বলে বিবেচিত হব।
দেশগুলির আফ্রিকা দখল
ফ্রান্স
ফরাসীরা পশ্চিম দিক থেকে আফ্রিকার দখল নিয়েছিল। সেনেগাল, মালি, নাইজের, আলজিরিয়া প্রভৃতি অঞ্চল ফ্রান্সের দখলে যায়।
ব্রিটেন
সুদান, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা, কেপ কলোনি প্রভৃতি অংশ ব্রিটেনের দখলে যায়। দক্ষিণ আফ্রিকার দখল নিয়ে ব্রিটিশরা বুয়োরদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে।
জার্মানি
আফ্রিকার পূর্ব এবং দক্ষিন অংশ জার্মানদের দখলে যায়।
ইটালি
সোমালিল্যান্ড সহ বেশ কিছু অঞ্চলে ইটালির অধিকার প্রতিষ্ঠিত হয়।
ডাচ
নাটাল, ট্রান্সভাল এবং অরেঞ্জ নদীর উপত্যকা অঞ্চলে ডাচদের আধিপত্য বিস্তৃত হয়। পরবর্তী সময়ে ডাচদের অঞ্চল এবং ব্রিটিশ অঞ্চল নিয়ে ‘ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা’ গড়ে ওঠে।
পর্তুগাল
পশ্চিম আফ্রিকার অ্যাঙ্গোলা এবং পূর্ব আফ্রিকার মোজাম্বিক পর্তুগালের দখলে যায়।
স্পেন
স্পেন আফ্রিকার রিও-ডি-ওরো সহ কিছু স্থান দখল করে।
এইভাবে কোনো যুদ্ধ ছাড়া, বার্লিন সম্মেলনের 30 – 40 বছরের মধ্যে ইউরোপীয় দেশগুলি আলোচনার মাধ্যমে আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
নবম শ্রেণির প্রশ্ন উত্তর → বাংলা | ইতিহাস | ভূগোল | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে