
শ্রেণি – সপ্তম| বিভাগ – ইতিহাস| অধ্যায় – নগর, বণিক ও বাণিজ্য | Nogor, Bonik o Banijjo (Chapter 6)
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় নগর, বণিক ও বাণিজ্য অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। শেরশাহের শাসনকালে তাঁর রাজধানী ছিল যমুনার পশ্চিম দিকে অবস্থিত শহর – ক) কিলা-ই-কুহনা খ) কিলা রাই পিথোরা গ) দীনপনাহ ঘ) জাহানপনাহ
উত্তর – শেরশাহের শাসনকালে তাঁর রাজধানী ছিল যমুনার পশ্চিম দিকে অবস্থিত শহর – ক) কিলা-ই-কুহনা।
২। আলাউদ্দিন খলজি কোথায় কেল্লা নির্মাণ করেন? ক) সিরি-তে খ) আগ্রা-তে গ) কিলা রাই পিথোরা-তে ঘ) ফিরোজাবাদ-এ
উত্তর – আলাউদ্দিন খলজি ক) সিরি-তে কেল্লা নির্মাণ করেন।
৩। ১৫০৫ খ্রিস্টাব্দে আগ্রা শহরের ভিকাশ ঘটান সুলতান – ক) আলাউদ্দিন খলজি খ) সিকন্দর লোদি গ) ফিরোজ শাহ তুঘলক ঘ) মহম্মদ-বিন-তুঘলক
উত্তর – ১৫০৫ খ্রিস্টাব্দে আগ্রা শহরের ভিকাশ ঘটান সুলতান – খ) সিকন্দর লোদি।
৪। কার লেখায় সুলতান ইলতুৎমিশের আমলের দিল্লির কথা জানা যায়? ক) বারনি খ) আলবেরুনি গ) ইসামি ঘ) আবুল ফজল
উত্তর – গ) ইসামি-র লেখায় সুলতান ইলতুৎমিশের আমলের দিল্লির কথা জানা যায়।
৫। তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন – ক) গিয়াসউদ্দিন তুঘলক খ) মহম্মদ-বিন-তুঘলক গ) ফিরোজ শাহ তুঘলক ঘ) কায়কোবাদ
উত্তরঃ তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন – ক) গিয়াসউদ্দিন তুঘলক।
আরো পড়ো → মেঘচোর গল্পের প্রশ্ন উত্তর
৬। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল – ক) গঙ্গা নদী খ) যমুনা নদী গ) ব্রহ্মপুত্র নদ ঘ) সিন্ধু নদ
উত্তর – দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল – খ) যমুনা নদী।
৭। কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন – ক) কুতুবউদ্দিন আইবক খ) গিয়াসউদ্দিন বলবন গ) শাহজাহান ঘ) বলবনের পৌত্র কায়কোবাদ
উত্তর – কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন – ঘ) বলবনের পৌত্র কায়কোবাদ।
৮। কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করে? ক) তুর্কি খ) আফগান গ) মঙ্গোল ঘ) আরব
উত্তর – গ) মঙ্গোল বাগদাদ শহরের অনেক ক্ষতি করে।
৯। ‘চিরাগ-ই-দিল্লি’ কথাটির অর্থ হল -ক) দিল্লির তোরণ খ) দিল্লির প্রদীপ গ) দিল্লির জলাধার ঘ) দিল্লির বাজার
উত্তর – ‘চিরাগ-ই-দিল্লি’ কথাটির অর্থ হল – খ) দিল্লির প্রদীপ।
১০। মধ্যযুগে বাংলার এক গুরুত্বপূর্ণ শহর ছিল – ক) মুরশিদাবাদ খ) পাবনা গ) দিল্লি ঘ) গৌড়
উত্তর – মধ্যযুগে বাংলার এক গুরুত্বপূর্ণ শহর ছিল – ক) মুরশিদাবাদ।
সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। চিরাগ-ই-দিল্লি বলা হয় ……………(শেখ নাসিরউদ্দিন / সেলিম চিশতি / মইনুদ্দিন চিশতি)-কে।
উত্তর – চিরাগ-ই-দিল্লি বলা হয় শেখ নাসিরউদ্দিন-কে।
২। দিল্লির দুর্গ ও শহরের নালাগুলিকে বলা হত …………… (চাঁদনি চক / নেহর-ই-বিহিশত / মোতিঝিল)।
উত্তর – দিল্লির দুর্গ ও শহরের নালাগুলিকে বলা হত নেহর-ই-বিহিশত।
৩। দাক্ষিণাত্যের …………… (আটক / রোহটাক / আসিরগড়) দুর্গ মুঘল সম্রাট আকবর দখল করেছিলেন।
উত্তর – দাক্ষিণাত্যের আসিরগড় দুর্গ মুঘল সম্রাট আকবর দখল করেছিলেন।
৪। সুলতান ফিরোজ শাহ শহরে জল আনার জন্য …………… কেটেছিলেন।
উত্তর – সুলতান ফিরোজ শাহ শহরে জল আনার জন্য খাল কেটেছিলেন।
৫। গঙ্গার একটি শাখানদী ছিল ……………।
উত্তর – গঙ্গার একটি শাখানদী ছিল যমুনা।
আরো পড়ো → মুঘল সামজ্র্যের প্রশ্ন উত্তর
৬। সেলিম চিশতির স্মৃতিধন্য …………… (সিকরি / বুন্দেলখন্ড / আজমের) গ্রামে আকবর তৈরি করেন মুঘলদের নতুন রাজধানী ফতেপুর সিকরি।
উত্তর – সেলিম চিশতির স্মৃতিধন্য সিকরি গ্রামে আকবর তৈরি করেন মুঘলদের নতুন রাজধানী ফতেপুর সিকরি।
৭। সুলতানি আমলে দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল …………… (নদী / খাল / হৌজ)।
উত্তর – সুলতানি আমলে দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল হৌজ।
৮। …………… (টালি এবং ইট / সিমেন্ট এবং টালি / শ্বেতপাথর) ব্যবহার করে বাংলায় সুলতানি এবং মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হত।
উত্তর – টালি এবং ইট ব্যবহার করে বাংলায় সুলতানি এবং মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হত।
৯। ১৩৯৮ দিল্লি আক্রমণ করেন …………… (নাদির শাহ / তৈমুর লঙ / সুলতান মামুদ)।
উত্তর – ১৩৯৮ দিল্লি আক্রমণ করেন তৈমুর লঙ।
১০। ‘দিল্লি এখনও অনেক দূর’-এই উক্তির বক্তা হলেন …………… (খাজা মইনুদ্দিন চিশতি / সেলিম চিশতি / নিজামউদ্দিন আউলিয়া)।
উত্তর – ‘দিল্লি এখনও অনেক দূর’-এই উক্তির বক্তা হলেন নিজামউদ্দিন আউলিয়া।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। মধ্যযুগের যে-কোনো শহরের নাম লেখো।
উত্তর – মধ্যযুগের যে-কোনো শহরের নাম হল দিল্লি ও আগ্রা।
২। দিল্লির নাম ‘হজরত-ই-দিল্লি’ হয় কেন?
উত্তর – সুফিসাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠার কারণে দিল্লির নাম হয় ‘হজরত-ই-দিল্লি’।
৩। বলবনের আমলে তৈরি হয় একটি শহরতলির নাম কি?
উত্তর – বলবনের আমলে তৈরি হয় একটি শহরতলির নাম হল গিয়াসপুর।
৪। কুতুবউদ্দিন আইবক কোন শহরটিকে কেন্দ্র করে দিল্লি শহরটির প্রতিষ্ঠা করেন?
উত্তর – কুতুবউদ্দিন আইবক কিলা রাই পিথোরা শহরটিকে কেন্দ্র করে দিল্লি শহরটির প্রতিষ্ঠা করেন।
৫। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কাদের শাসন প্রতিষ্ঠিত হয়?
উত্তর – খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কুতুবউদ্দিন আইবকের প্রচেষ্টায় সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়।
৬। ‘শাহজাহানাবাদ’ কি?
উত্তর – ১৬৩৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক প্রতিষ্ঠিত একটি শহর হল ‘শাহজাহানাবাদ’।
৭। কার রাজত্বকালে আগ্রা ভারতের রাজধানী হিসেবে গড়ে উঠেছিল?
উত্তর – ১৫০৫ খ্রিস্টাব্দে সুলতান সিকান্দর লোদির রাজত্বকালে আগ্রা ভারতের রাজধানী হিসেবে গড়ে উঠেছিল।
৮। কোন পরিকল্পনার ফিরোজাবাদ গড়ে তোলা হয়?
উত্তর – ফিরোজ তঘুলক শহরে জলের সমস্যা মেটানোর জন্য যমুনা নদীর পাড় বরাবর ফিরোজাবাদ শহরটি গড়ে তোলেন।
৯। উত্তর ভারতে কোনটি রাজপুত শাসকদের শহর ছিল?
উত্তর – উত্তর ভারতে রাজপুত শাসকদের শহর ছিল কিলা রাই পিথোরা।
১০। চাঁদনি চক বলতে মুঘল আমলে কোন অঞ্চলকে বোঝানো হত?
উত্তর – লালকেল্লা থেকে জাহান আরা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মুঘল আমলে চাঁদনি চক বলা হত।
আরো পড়ো → শিলা ও মাটি অধ্যায়ের প্রশ্ন উত্তর
১১। ‘কিলা মুবারক’ অন্য কি নামে পরিচিত?
উত্তর – ‘কিলা মুবারক’ লালকেল্লা নামে পরিচিত।
১২। কিলোঘড়ি শহরে কাদের বসবাস ছিল?
উত্তর – কিলোঘড়ি শহরে আমির ও সর্দার শ্রেণির মানুষ এবং তাদের সঙ্গে গায়ক ও বাজনাদার মানুষজনের বসবাস ছিল।
১৩। মহাভারতে উল্লিখিত কোন নগরকে আধুনিক দিল্লি নগরীর আদিরূপ বলে মনে করা হয়?
উত্তর – মহাভারতে উল্লিখিত ইন্দ্রপ্রস্থ নগরকে আধুনিক দিল্লি নগরীর আদিরূপ বলে মনে করা হয়।
১৪। প্রাচীন বাংলার একটি নগরের নাম লেখো।
উত্তর – প্রাচীন বাংলার একটি নগরের নাম হল পান্ডুয়া।
১৫। খ্রিস্টীয় দ্বাদশ শতকে কারা দিল্লি দখল নেয়?
উত্তর – খ্রিস্টীয় দ্বাদশ শতকে চৌহান রাজপুতরা দিল্লি দখল নেয়।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।