
শ্রেণি – সপ্তম| বিভাগ – বিজ্ঞান| অধ্যায় – পরিবেশবান্ধব শক্তি | Poribesh Bandhab Shakti
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের ভৌত পরিবেশে – চুম্বক অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে – ক) সৌরশক্তি থেকে খ) চন্দ্রশক্তি থেকে গ) তারামণ্ডলের শক্তি থেকে ঘ) জীবাশ্ম জ্বালানি থেকে
উত্তর – বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে ঘ) জীবাশ্ম জ্বালানি থেকে।
২। সৌরশক্তির তড়িৎশক্তিতে রূপান্তর ঘটে – ক) সৌর কোশে খ) সোলার কুকারে গ) প্রেসার কুকারে ঘ) ইলেকট্রিক মোটরে
উত্তর – ক) সৌর কোশে সৌরশক্তির তড়িৎশক্তিতে রূপান্তর ঘটে।
৩। পরিবেশ দূষিত হয় না যে প্রকার বিদ্যুৎ উৎপাদনে, তা হল – ক) বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে খ) তেল থেকে তাপবিদ্যুৎ গ) পারমাণবিক বিদ্যুৎ ঘ) কয়লা থেকে তাপবিদ্যুৎ
উত্তর – পরিবেশ দূষিত হয় না যে প্রকার বিদ্যুৎ উৎপাদনে, তা হল ক) বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে।
৪। কয়লা বা জ্বালানি তেলে আবদ্ধ থাকে – ক) বায়ুশক্তি খ) সৌরশক্তি গ) তড়িৎশক্তি
উত্তর – কয়লা বা জ্বালানি তেলে আবদ্ধ থাকে খ) সৌরশক্তি।
৫। অপুর্ননবীকরণযোগ্য শক্তির উৎস হল – ক) বায়ু খ) জীবাশ্ম জ্বালানি গ) জল ঘ) সূর্য
উত্তর – অপুর্ননবীকরণযোগ্য শক্তির উৎস হল খ) জীবাশ্ম জ্বালানি।
আরো পড়ো → স্মৃতিচিহ্ন কবিতার প্রশ্ন উত্তর
৬। অপেক্ষাকৃত কম দূষণ ঘটায় – ক) কয়লা খ) পেট্রোলিয়াম গ) জৈবগ্যাস।
উত্তর – অপেক্ষাকৃত কম দূষণ ঘটায় – গ) জৈবগ্যাস।
৭। একটি পরিবেশবান্ধব শক্তির উৎস হল – ক) কয়লা খ) পেট্রোল গ) সৌরশক্তি ঘ) ডিজেল
উত্তর – একটি পরিবেশবান্ধব শক্তির উৎস হল গ) সৌরশক্তি।
৮। কয়লা ও খনিজ তেল হল একপ্রকার – ক) জৈব জ্বালানি খ) জীবাশ্ম জ্বালানি গ) পারমাণবিক জ্বালানি ঘ) পুর্ননবীকরণযোগ্য জ্বালানি।
উত্তর – কয়লা ও খনিজ তেল হল একপ্রকার – খ) জীবাশ্ম জ্বালানি।
৯। পেট্রোলিয়ামের থেকে পাওয়া যায় না – ক) ন্যাপথলিন খ) LPG গ) কেরোসিন ঘ) বায়োগ্যাস
উত্তর – পেট্রোলিয়ামের থেকে ঘ) বায়োগ্যাস পাওয়া যায় না।
১০। নীচের কোনটি পরিবেশবান্ধব শক্তি নয়? – ক) সৌরশক্তি খ) মাটির নীচের তাপশক্তি গ) জৈবশক্তি ঘ) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
উত্তর – ঘ) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি, পরিবেশবান্ধব শক্তি নয়।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। সাধারনভাবে সকল শক্তির প্রাথমিক উৎস কি?
উত্তর – সাধারণভাবে সকল শক্তির প্রাথমিক উৎস সূর্য।
২। খনিজ তেলের উৎস কি?
উত্তর – খনিজ তেলের উৎস মৃত সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম।
৩। কয়লা কি জাতীয় জীবাশ্ম?
উত্তর – কয়লা উদ্ভিদজাতীয় জীবাশ্ম।
আরো পড়ো → নগর, বণিক ও বাণিজ্য অধ্যায়ের প্রশ্ন উত্তর
৪। জৈব গ্যাস কি থেকে উৎপন্ন হয়?
উত্তর – জৈব গ্যাস মূলত জৈব বর্জ্য বা জৈব উৎসজাত দ্রব্য থেকে উৎপন্ন হয়।
৫। একটি অপ্রচলিত পরিবেশবান্ধব শক্তির উৎসের নাম লেখো।
উত্তর – একটি অপ্রচলিত পরিবেশবান্ধব শক্তির উৎস হল জৈব বর্জ্য বা জৈব উৎসজাত জৈব গ্যাস।
৬। কয়লা ও পেট্রোলিয়ামকে কোন ধরণের জ্বালানি বলে?
উত্তর – কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়।
৭। পরিবেশবান্ধব শক্তি বলতে কি বোঝ?
উত্তর – যেসব শক্তিগুলি পরিবেশের ক্ষতিসাধন করে না এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করে তাদের পরিবেশবান্ধব শক্তি বলে।
৮। পরিবেশবান্ধব শক্তির চারটি উদাহরণ দাও।
উত্তর – চারটি পরিবেশবান্ধব শক্তির উদাহরণ হল – সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবশক্তি এবং জোয়ারভাঁটার শক্তি।
৯। গৃহস্থালির জঞ্জাল, আখের ছিবড়ে পচিয়ে কি গ্যাস পাওয়া যায়?
উত্তর – গৃহস্থালির জঞ্জাল, আখের ছিবড়ে পচিয়ে জৈব গ্যাস পাওয়া যায়।
১০। সৌরশক্তির একটি ব্যবহার লেখো।
উত্তর – সৌরশক্তি থেকে উৎপন্ন তড়িৎশক্তি দ্বারা আলো জ্বালানো যায়।
আরো পড়ো → তড়িৎ প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।