ঘেটো কাকে বলে | টিকা | WBBSE Class 9 History

মাধ্যমিকে নম্বর বাড়ানোর উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
gheto-ki-class-9-history
শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – শিল্পবিপ্লব ও উপনিবেশবাদ  [shilpa biplab]

প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে শিল্পবিপ্লব অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।

প্রশ্ন – ঘেটো কাকে বলে?

উত্তর – অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে ইউরোপে শিল্পবিপ্লব শুরু হয়। শিল্পবিপ্লবের ফলে শ্রমিকের চাহিদা বেড়ে গেলে গ্রাম অঞ্চল থেকে শ্রমিকরা শহরের দিকে চলে আসে। এর ফলে শহরে স্থানের অভাব দেখা দেয় এবং ‘ঘেটো’ নামে বিভিন্ন বস্তি গড়ে ওঠে।

ঘেটো কাকে বলে?

ইউরোপের বিভিন্ন দেশের শিল্পঅঞ্চলের যে বিশেষ অংশে ধর্মীয় সংখ্যালঘু এবং অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষেরা বসবাস করে তাকে ঘেটো বলা হত।

ঘেটো নামের উৎস

‘ঘেটো’ শব্দটি সর্বপ্রথম ইতালির ভেনিস শহরের একটি নির্দিষ্ট অঞ্চল যেখানে ইহুদীরা বসবাস করত, সেই অঞ্চলকে বোঝানো হত। কিন্তু পরবর্তী সময়ে বহিরাগত অধ্যুষিত অঞ্চলকে ঘেটো বলা হত।

class-9-to-the-point-ebook

ঘেটোর জীবনযাত্রা

বলাই বাহুল্য ঘেটোর জীবনযাত্রা ছিল অস্বাস্থ্যকর। দারিদ্র্যের কারণে ঘেটোর জনগণ ঘিঞ্জি পরিবেশে বাস করতে বাধ্য হত। শুধু তাই নয় ঘেটোয় বসবাসকারী মানুষরা অনৈতিক জীবনযাপনে অভস্ত্য ছিল।

নবম শ্রেণির প্রশ্ন উত্তর → বাংলা | ইতিহাস | ভূগোল | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান  

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করো।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook