শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – পটলবাবু ফিল্মস্টার | Patol Babu Filmstar
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার গল্পের প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। পটলবাবু গোড়ায় একটি দোকান দিয়েছিলেন – ক) কাঁচা আনাজের খ) মনিহারির গ) চায়ের
উত্তর – পটলবাবু গোড়ায় একটি খ) মনিহারির দোকান দিয়েছিলেন।
২। পটলবাবু ফিল্মে অভিনয়ের সুযোগ পাওয়ার আগে কতবার চাকরি ছেড়েছিলেন? ক) একবার খ) দুই-বার গ) পাঁচবার ঘ) দশবার
উত্তর – পটলবাবু ফিল্মে অভিনয়ের সুযোগ পাওয়ার আগে খ) দুই-বার চাকরি ছেড়েছিলেন।
৩।পটলবাবুর বয়স কত? ক) ৫০ বছর খ) ৫২ বছর গ) ৫১ বছর ঘ) ৫৩ বছর
উত্তর – পটলবাবুর বয়স খ) ৫২ বছর।
৪। ফ্যারাডে হাউসে পটলবাবুকে কখন যেতে বলা হয়েছিল? ক) সাড়ে সাতটায় খ) সাড়ে আটটায় গ) নটায় ঘ) সাড়ে নটায়
উত্তর – ফ্যারাডে হাউসে পটলবাবুকে খ) সাড়ে আটটায় যেতে বলা হয়েছিল।
৫। ফিল্মে পটলবাবুর পার্ট কি ছিল – ক) একজন ব্যবসায়ীর খ) একজন পথচারীর গ) একজন অফিসারের ঘ) একজন পুলিশের।
উত্তর – ফিল্মে পটলবাবুর পার্ট ছিল খ) একজন পথচারীর।
আরো পড়ো → রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর
৬। সিনেমায় যে সময়ের সিনে পটলবাবুকে অভিনয় করতে হবে, তা ছিল – ক) গরমকাল খ) বসন্তকাল গ) বর্ষাকাল ঘ) শীতকাল
উত্তর – সিনেমায় ঘ) শীতকাল সময়ের সিনে পটলবাবুকে অভিনয় করতে হয়েছিল।
৭। একভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে কে এগিয়ে এসেছিলেন? ক) ভবেশ খ) যোগেশ গ) নরেশ
উত্তর – একভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে গ) নরেশ এগিয়ে এসেছিলেন।
৮। যার পরিচালিত চিত্রে পটলবাবু অভিনয় করতে গিয়েছিলেন, তিনি হলেন – ক) বরেন দত্ত খ) বরেন মল্লিক গ) বরেন চৌধুরী
উত্তর – যার পরিচালিত চিত্রে পটলবাবু অভিনয় করতে গিয়েছিলেন, তিনি হলেন – খ) বরেন মল্লিক।
৯। রবিবার সকালে শ্যামাসঙ্গীত হয় – ক) করালীবাবুর বাড়িতে খ) কমলবাবুর বাড়িতে গ) বরেনবাবুর মন্দিরে ঘ) পাড়ার মন্দিরে
উত্তর – রবিবার সকালে শ্যামাসঙ্গীত হয় – ক) করালীবাবুর বাড়িতে।
১০। পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন? ক) গগন পাকরাশি খ) বরেন মল্লিক গ) চঞ্চলকুমার ঘ) শীতলাকান্ত হালদার
উত্তর – পটলবাবুর নাট্যগুরু ছিলেন – ক) গগন পাকরাশি।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে, সেদিন ছুটির দিন ছিল কেন?
উত্তর – পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে, সেদিন রবীন্দ্র – জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছুটি ছিল।
২। বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাশ গুলিয়ে গেল পটলবাবুর?
উত্তর – পটলবাবুর কাছে হঠাৎ ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে, একথা ভাবার কারণে বাজারে গিয়ে পটলবাবুর বাজারের ফরমাশ গুলিয়ে গিয়েছিল।
৩। থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কি ছিল?
উত্তর – থিয়েটারের প্রথম পার্টে পটলবাবু মৃত সৈনিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।
৪। উনিশশো চৌত্রিশ সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এসেছিলেন কেন?
উত্তর – উনিশশো চৌত্রিশ সালে কলকাতার ‘হাডসন এন্ড কিম্বালি’ কোম্পানিতে একটা বেশি মাইনের চাকরি এবং তার সাথে থাকার জন্য নেপাল ভটচাজ্যি লেনের বাড়ি পেয়ে যাওয়ার কারণে পটলবাবু সস্ত্রীক কলকাতায় বসবাস করতে এসেছিলেন।
৫।পটলবাবুর কেন পাড়ায় থিয়েটারের দল গড়া আর হল না?
উত্তর – ‘হাডসন এন্ড কিম্বালি’ কোম্পানির নয় বছরের চাকরি হঠাৎ করে চলে যাওয়ায় পটলবাবুর থিয়েটারের দল গড়া হয়নি।
৬। পটলবাবু তাঁর সময়নিষ্ঠার প্রমাণ দেওয়ার জন্য কোন উদাহরণ দিতে ভালোবাসতেন?
উত্তর – পটলবাবু নিজের সময়নিষ্ঠার প্রমান দিতে ন-বছরের মধ্যে একটি দিনের জন্য ‘হাডসন এন্ড কিম্বালি’ কোম্পানির চাকরিতে লেট না হওয়ার উদাহরণ দিতে ভালোবাসতেন।
৭। ‘পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল’ – পটলবাবু এমন লজ্জা পেলেন কেন?
উত্তর – অভিনয়প্রেমী পটলবাবুর কাছে যখন নরেশবাবু জানতে চাইলেন যে চলচ্চিত্রে অভিনয় করতে তাঁর কোনো আপত্তি আছে কিনা তখন পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল।
৮। “গগন পাকরাশি আজ তাঁকে দেখলে সত্যিই খুশি হতেন।” – তিনি খুশি হতেন কেন?
উত্তর – পটলবাবু যেভাবে ছোট একটি চরিত্র অভিনয়ের মাধ্যমে সার্থক করে তুলেছেন, পটলবাবুর নাট্যগুরু গগন পাকরাশি তা চোখের সামনে দেখতে পেলে সত্যিই খুশি হতেন।
৯।সিনেমায় অভিনয় করার জন্য কীরকম লোক দরকার ছিল?
উত্তর – সিনেমায় অভিনয় করার জন্য বছর পঞ্চাশ বয়সের একজন বেঁটেখাটো, মাথায় টাকওয়ালা লোক দরকার ছিল।
১০। পটলবাবু কত বছর বয়সে সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান?
উত্তর – পটলবাবু বাহান্ন বছর বয়সে সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান।
আরো পড়ো → মুঘল সাম্রাজ্যের সংকট অধ্যায়ের প্রশ্ন উত্তর
১১। পটলবাবুর প্রকৃত নাম কি?
উত্তর – পটলবাবুর প্রকৃত নাম ছিল শীতলাকান্ত রায়।
১২। নরেশ দত্ত পটলবাবু কোথায় দেখা করতে বলেছিলেন?
উত্তর – নরেশ দত্ত পটলবাবুকে মিশন রো আর বেন্টিক স্ট্রীটের মোড়ের লেকের ফ্যারাডে হাউসের সামনে দেখা করতে বলেছিলেন।
১৩। পটলবাবু যে ফিল্মে অভিনয় করার সুযোগ পান সে সিনেমার পরিচালক কে ছিলেন?
উত্তর – পটলবাবু যে ফিল্মে অভিনয় করার সুযোগ পান সে সিনেমার পরিচালক ছিলেন বরেন মল্লিক।
আরো পড়ো → শিলা ও মাটি অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
১৪। অভিনয়ের সময় পটলবাবুর হাতে কোন পত্রিকা ছিল?
উত্তর – অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল ‘যুগান্তর’ পত্রিকা।
১৫। অভিনয়ে পটলবাবুর ডায়ালগ কি ছিল?
উত্তর – জীবনের প্রথম চলচ্চিত্র অভিনয়ে পটলবাবুর ডায়ালগ ছিল একটি মাত্র শব্দ – আঃ।
আরো পড়ো → দিন ফুরোলে কবিতার প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।




