
শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – ফরাসী বিপ্লব
প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে প্রথম অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।
প্রশ্নঃ ফরাসী বিপ্লবে দার্শনিকদের ভূমিকা।
উত্তর – সামাজিক পটপরিবর্তনে চিন্তাবিদদের সর্বদাই একটা শক্তিশালী ভূমিকা থাকে, ফরাসী বিপ্লবের ক্ষেত্রেও দার্শনিকদের ভুমিকা ছিল অনস্বীকার্য।
সপ্তদশ শতকের শুরু থেকেই ফ্রান্সে দার্শনিক ও লেখকরা সচেষ্ট হয়ে ওঠেন, এরা মূলত ভ্রান্ত সমাজনীতি, ধর্মীয় গোঁড়ামি, দৈব রাজতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে আঘাত করেন। এদের মধ্যে মন্তেস্কু, রুশো এবং ভলতেয়ার এই তিন দার্শনিক ছিলেন বিশেষ ভাবে উল্লেখ্য।
আরো পড়ো → নেপোলিয়নের রাশিয়া অভিযান (টিকা)
মন্তেস্কু (Montesquieu) | ১৬৮৯ – ১৭৫৫
ফরাসী দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা খ্যাতিমান ছিলেন মন্তেস্কু।
খ) ক্ষমতা বিভাজনকে বিশ্লেষন করে তিনি বলেছিলেন যে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য শাসন ব্যবস্থায় বিচার বিভাগ, আইন প্রণয়ন এবং কার্যনির্বাহী বিভাগকে পৃথক করতে না পারলে, স্বাধীনতাকে সুনিশ্চিত করা যাবে না। তিনি ধন বন্টন ও ভোটাধিকারের কথা বলেন।
ভলতেয়ার (Voltaire) । ১৬৯৪ – ১৭৭৮
ঐতিহাসিক রাইকারের মতে ফরাসী দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা দীপ্তমান ছিলেন ভলতেয়ার। দার্শনিক, সাহিত্যিক ও ঐতিহাসিক ভলতেয়ার তাঁর জীবিত কালে ২০,০০০ পত্রাবলী ও ২০০০ এর উপর বই লিখেছিলেন। তাঁর লেখাগুলিতে ধর্মীয় গোঁড়ামি বাতিল করে ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতার কথা বার বার লক্ষ্য করা যায়।
ক) তাঁর আক্রমণের প্রধান লক্ষ্য ছিল চার্চ এবং ধর্মের সঙ্গে যুক্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কার। তাঁর মতে গির্জা হল প্রগতি ও শিল্প বিরোধী। তিনি গির্জাকে ‘বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত’ বলে উল্লেখ করেন।
গ) ভলতেয়ারই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি ফ্রান্সে বিপ্লবের ভবিষ্যৎ বানী করেছিলেন।
নবম শ্রেণির প্রশ্ন উত্তর → বাংলা | ইতিহাস | ভূগোল | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
রুশো (Jean-Jacques Rousseau) । ১৭১২ – ১৭৭৮
রুশো যে শুধুমাত্র একজন দার্শনিক ছিলেন তাই নয়, তিনি একজন গীতিকার, সাহিত্যিক, শিল্পী ও রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তাঁর কাজ জ্যাকোবিনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৭৯৪ সালে রুশোকে ফ্রান্সের জাতীয় নায়কদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
ক) ‘ঝড়ের পাখি’ ও ‘ফরাসী বিপ্লবের জনক’ নামে পরিচিত জেন জেকুইস রুশো ছিলেন জনপ্রিয়তম দার্শনিক ও রাষ্ট্র বিজ্ঞানী।
গ) তিনি সামাজিক বৈষম্য ও শ্রেণী শোষনহীন সুস্থ, সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন।
ফরাসী বিপ্লবে দার্শনিকদের প্রভাব
ঐতিহাসিকদের মধ্যে ফরাসী বিপ্লবে দার্শনিকদের প্রভাব সম্পর্কে বিবাদ আছে।
ঐতিহাসিকদের একদল, যেমন Morse Stephens মনে করেন যে “ফরাসী দার্শনিকদের দার্শনিক তত্ত্ব ফরাসী বিপ্লবের কারণ হিসেবে মোটেই বিবেচ্য নয়”। আবার, ঐতিহাসিক Taine এর মতে, “ফরাসী বিপ্লবের উৎস খুঁজতে হবে ফরাসী দার্শনিকদের রচনায়।”
- ফরাসী দার্শনিকগণ সরাসরি বিপ্লবের সমর্থনে তাদের মত ব্যক্ত করেননি, এছাড়া তাদের মধ্যে আদর্শগত পার্থক্যও ছিল। দার্শনিকদের রচনার সঙ্গে সাধারণ মানুষের সরাসরি পরিচয় না থাকলেও তাদের মূল বক্তব্য সংবাদপত্র ও সাময়িক পত্র পত্রকাদির মাধ্যমে পৌছে যেত জনগণের কাছে । ১৭৭৭ খ্রিঃ ফ্রান্সে প্রকাশিত পত্র পত্রিকার সংখ্যা ৩৫টি হলেও বিপ্লবের সময় ১৭৮৯ খ্রিঃ সেই সংখ্যা বেড়ে হয় ১৬৯।
- দার্শনিকদের চিন্তাধারা ফরাসীদের মানসিক বিকাশে সাহায্য করেছিল।
- সাইমন স্যামা তাঁর ‘দ্য সিটিজেন’ গ্রন্থে বলেন যে, গণসংগীত, কাহিনি ও নাটক, ব্যঙ্গচিত্র প্রভৃতি মাধ্যমে সাধারণ মানুষের চেতনার পরিবর্তন ঘটে।
আরো পড়ো – নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।