হারিয়ে হাওয়া কালি কলম প্রবন্ধের নামকরণের সার্থকতা | WBBSE Class 10 Bengali

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
hariye-jaoa-kali-kolom-namkoroner-sarthokota
শ্রেণি – দশম | বিভাগ –  দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – হারিয়ে যাওয়া কালি কলম

প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির বাংলা প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।

প্রশ্নঃ হারিয়ে হাওয়া কালি কলম প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো।

শ্রীপান্থ রচিত ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে, প্রাবন্ধিক স্মৃতি তর্পণ করেছেন কালি ও কলমের। ‘হারিয়ে যাওয়া’ এই দুটি শব্দ অতীতকে মনে করায়। কালের স্বাভাবিক নিয়মে একটি সময় পরিবর্তিত হয়ে নতুন সময় আসে, আর পুরানো কাল হারিয়ে যায় ইতিহাসের পাতায়। প্রাবন্ধিকের প্রিয় কালি কলমের সাথেও যেন একই ঘটনা ঘটেছে।

প্রবন্ধের মাধ্যমে পাঠককে তিনি কলমের ইতিহাসের সফর করিয়েছেন, তিনি একাধারে যেমন আমাদের নিয়ে গিয়েছেন প্রাচীন মিশরে, যেখানে সুমেরীয় বা ফিনিসিয়রা নল-খাগড়া কিংবা হাড়কে কলম হিসাবে ব্যবহার করতেন। আবার অন্যদিকে তিনি আমাদের বলেছেন হালফিলের ঝর্না কলমের গল্প।

প্রাবন্ধিক কলম ভালোবাসেন, তাঁর কলমের প্রতি ভালোবাসা প্রবন্ধের প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে। প্রাবন্ধিক তাঁর ছোটবেলার গল্প শুনিয়েছেন, যেখানে লেখালিখি ছিল ছোটখাট অনুষ্ঠানসম কারণ কালি এবং কলম দুটিই সেই সময়ে তৈরি করে নিতে হত। সময়ের হাত ধরে কালির কলম ব্যবহার করা ছেড়ে সবাই যখন ডট পেনে মন দিয়েছেন, প্রাবন্ধিক তাতে দুঃখ পেয়েছেন। কিন্তু কালের নিয়ম তিনিও অগ্রাহ্য করতে পারেননি, তাই ‘কালি খেকো কলমের ভক্ত’ প্রাবন্ধিক ডট পেনের কাছে আত্মসমর্পণ করেছেন।

তিনি এটাও জানেন যে কলমের দিনও একসময় ফুরোবে, তার স্থান নেবে যন্ত্র – কম্পিউটার। কিন্তু তাতে লেখা – লিখির মাধুর্য থাকবে কিনা, তাই নিয়ে সন্দিহান থেকে গেছেন।

সব মিলিয়ে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি যেন একপ্রকার কালি ও কলমের স্মৃতিচারনা। তাই আমরা বলতে পারি ‘হারিয়ে যাওয়া – কালি কলম’ নামটি সার্থক এবং যুক্তিসঙ্গত।

আরো পড়ো → ইতিহাসচর্চায় উপাদান হিসাবে বঙ্গদর্শনের গুরুত্ব

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel