
শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – নিরুদ্দেশ [Niruddes ]
প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির বাংলা বিভাগ থেকে নিরুদ্দেশ গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।
প্রশ্ন – নিরুদ্দেশ গল্পের বিষয়বস্তু আলোচনা করো।
প্রেমেন্দ্র মিত্রের আলোচ্য ‘নিরুদ্দেশ’ গল্পটি ‘সামনে চড়াই’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
নিরুদ্দেশ গল্পের সারসংক্ষেপ
এই গল্পটিতে লক্ষণীয় বিষয় তিনটি – ক) লেখকের কথনভঙ্গির কবিত্ব, খ) গল্পের প্লটের দ্বিবিধ চরিত্র এবং গ) দ্বিধা-দ্বন্দ্বময় সমাপ্তি
পুরো গল্পটিতে দুটি নিরুদ্দেশের কাহিনি আছে। প্রথমটির কথক লেখক নিজে আর দ্বিতীয়টির কথক সোমেশ। প্রথম গল্পটিতে কিছুটা গাঢ় রসের পারিবারিক মান-অভিমানের ছাপ আছে। তবে তাতে হাসির যোগান নেই একেবারেই। অনেকে এই কাহিনির মধ্যে কমেডি আর ট্র্যাজেডি এই দুই ভাগ আছে বলে মনে করেন কিন্তু তা সম্পূর্ণ সঠিক নয়। কমেডি এই গল্পের কোথাও নেই।
প্রথম গল্পের মধ্যে যে সাধারণ সাদামাটা ছবি আছে তা থেকে ব্যতিক্রম হয়ে উঠছে পরের গল্পটি। নিরুদ্দেশের কোনো অস্তিত্ব থাকে না। যে শোভন একদিন একটি পরিবারে ছিল, তার নিজের পরিবার ছিল সেটা, সেই শোভন নিরুদ্দেশ হওয়ার পর পরিবারের থেকে সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু সাধারণ গল্পের থেকে এটা এখানেই আলাদা হয়ে যায় সে সেই ছিন্ন সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগে না।
তার পরিবারের স্মৃতি থেকে সত্যই নিরুদ্দেশ হয়ে যায় শোভন। অথচ সে নিজ অস্তিত্ব নিয়ে বিদ্যমান। পরিবারের কাছে কিছু বাস্তব ঘটনায় বলা ভালো তার মৃত্যুর ঘটনায় মানসিকভাবে তার বাবাও পর্যন্ত বিশ্বাস করেছে যে সে মৃত। অথচ সত্যই শোভন মারা যায়নি।
এই পরিস্থিতিতে শোভনের ব্যক্তিগত পরিচয় হিসেবে কী রইল? তার মৃত্যুর খবর প্রচারিত। তার পরিবারে সে অস্বীকৃত। অথচ জীবন নিয়ে প্রাণ নিয়ে তার শরীরটা বেঁচে আছে। কিন্তু তার এই অস্তিত্বের কী অর্থ রইল? এই চরম করুণ সংকটে নিয়ে ফেলেন লেখক আমাদের। বিখ্যাত সাহিত্যিক আলব্যেয়ার কাম্যু যে অস্তিত্বের সংকটের প্রশ্ন তুলেছিলেন বিশ্বযুদ্ধের বীভৎসার পরে সেই সংকট এই গল্পে শোভনকেও গ্রাস করেছে। একটা নেই-সর্বস্ব জীবনের দিকে পরিণতি ঘটেছে তার।
আরো পড়ো → নিরুদ্দেশ গল্পের প্রশ্ন উত্তর আলোচনা
এই দুটি গল্প একে অপরের পরিপূরক এবং বিপ্রতীপ। তবে গল্পের শেষে সোমেশই যে শোভন হতে পারে এমন সম্ভাবনার রেশ লেখক পাঠক মনে ছড়িয়ে দেন। হতে পারে সোমেশ তার নিজের অভিজ্ঞতার কথাই শোভনের চরিত্রে আরোপ করেছে। আর সর্বোপরি প্রেমেন্দ্র মিত্রের অন্যান্য গল্পের কথনভঙ্গির মতো এখানেও কবিত্বপূর্ণ পটভূমি রচনা হয়েছে। তাঁর শব্দচয়ন, পরিবেশ রচনার কৌশল গদ্যের মধ্যেও কবিতার স্বাদ এনে দেয়।
‘নিরুদ্দেশ’ গল্পটি আমাদের এক কঠোর বাস্তবের সামনে এনে দাঁড় করায় যেখানে সামান্য তুচ্ছ কিছু fact বা ঘটনার কাছে সম্পর্ক মিথ্যে হয়ে যায়, পারিবারিক পরিচয় মিথ্যে হয়ে যায়।
নবম শ্রেণির প্রশ্ন উত্তর → বাংলা | ইতিহাস | ভূগোল | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করো।