2025 মাধ্যমিক সাজেশন | বিষয় ভূগোল| Madhyamik Suggestion Geography

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
madhyamik-suggestion-Geography-2025

মাধ্যমিক 2025 পরীক্ষার কথা মাথায় রেখে আমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য প্রকাশ করলাম মাধ্যমিক সাজেশন 2025। এই পর্বে ভূগোল বিষয়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হল।

Madhyamik Geography Suggestion 2025

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

১| নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা কর।

২| হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো।

৩| গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে সুন্দরবনের জলবায়ুর কি পরিবর্তন হচ্ছে?

৪| শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো।

madhyamik-mock-test

বায়ুমণ্ডল

১| আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য নিরূপণ করো।

২| বায়ুমণ্ডলের উপাদান গুলি কি কি? তাদের মধ্যে যে কোনো তিনটি উপাদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।

৩| ওজোনস্তর ধ্বংসের কারণ ও তার প্রভাবগুলি আলোচনা কর।

৪| টীকা লেখঃ ওজোন গহ্বর, এল নিনো, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, ঘূর্ণবাত, জেট বায়ু

৫| বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা কর।

৬| ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য আলোচনা কর।

৭| বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করে তাদের ব্যাখ্যা দাও।

৮| চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ব্যাখ্যা কর।

বারিমন্ডল

১| তেজ কোটাল বা ভরা কোটাল এবং মরা কোটাল কীভাবে হয় তা চিত্রসহ বর্ণনা করো।

২| চিত্রসহ জোয়ারভাটার সৃষ্টি বর্ণনা কর।

৩| জোয়ারভাটার ফলাফল আলোচনা কর।

৪| টীকা লেখঃ ভরা কোটাল, মগ্নচড়া।


আরো পড়ো → মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর

বর্জ্য ব্যবস্থাপনা

১| বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি আলোচনা কর।

২| জলদূষণে বর্জ্যের প্রভাব লেখ।

৩| বর্জ্য কম্পস্টিং পদ্ধতির তিনটি সুবিধা আলোচনা কর।

৪| e-বর্জ্য সম্পর্কে আলোচনা কর।

৫| বিষাক্ত বর্জ্য কি?

to-the-point-ebook

ভারত – প্রাকৃতিক ভূগোল

১| ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো।

২| ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো।

৩| পার্থক্য লেখঃ পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমি, উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদী, কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজন।

৪| টীকা লেখঃ দাক্ষিণাত্য মালভূমি, বহুমুখী নদী পরিকল্পনা, জল সংরক্ষণ, করমন্ডল উপকূল, মৌসুমি বিস্ফোরণ, মৃত্তিকা সংরক্ষণ, ঝুম চাষ, ম্যানগ্রোভ অরণ্য।

৫| ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা কর।

৬| ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা কর।

৭| ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।

৮| মৃত্তিকা ক্ষয় কি ও তার প্রভাবগুলি আলোচনা কর।

৯| ভারতের বনাঞ্চল ধ্বংসের কারণ ও তার প্রভাব আলোচনা কর।


আরো পড়ো → 2025 মাধ্যমিক বাংলা সাজেশন

ভারত – অর্থনৈতিক ভূগোল

১| ভারতীয় কৃষির সমস্যা ও তাদের সমাধানগুলি আলোচনা কর।

২| ভারতে চা চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা কর।

৩| ভারতে ধান চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা কর।

৪| ভারতে কফি চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা কর।

৫| উত্তর পশ্চিম ভারতে সবুজ বিপ্লব ঘটার কারণ ও তার সুফলগুলি আলোচনা কর।

৬| পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্প বেশি ঘটার কারণগুলি কি?

৭| ভারতীয় শিল্পের রুগ্ন অবস্থার কারণ আলোচনা কর।

৮| পেট্রোকেমিক্যাল শিল্পকে ‘উদীয়মান শিল্প’ কেন বলা হয়?

৯| ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণগুলি আলোচনা কর।

১০| অপরিকল্পিত নগরায়ণের সমস্যাগুলি কি কি?

১১| জলপথকে উন্নয়নের ‘জীবনরেখা’ বলা হয় কেন?

১২| ‘ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে বন্দরের সংখ্যা বেশি’- ব্যাখ্যা করো।


আরো পড়ো → 2025 মাধ্যমিক ইতিহাস সাজেশন

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

১| ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি?

২| উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা কর।

৩| দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।

৪| সূর্যসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য লেখ।

ছাত্রছাত্রীদের প্রতি আমাদের বার্তা

2025 সালের মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এই সকল বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি। Team WBPorashona বিশ্বাস করে যে এই প্রশ্নগুলি আগামী মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে সফল হতে তোমাদের সাহায্য করবে।

তবে আমরা এও মনে করিয়ে দিতে চাই যে পরীক্ষা প্রস্তুতির জন্য পাঠ্য বই খুব ভালোভাবে অধ্যয়ন করা একান্ত আবশ্যক।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel