নদী প্রশ্ন উত্তর |Class 7 Geography Nodi | Chapter 5 Question Answer

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
nodi-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – ভূগোল | অধ্যায় – নদী (Nodi) | Class 7 Chapter 5

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ভূগোল বিভাগের নদী অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি – ক) বাড়ে খ) কমে গ) ক্ষয় হয় ঘ) একই থাকে
উত্তর – নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি – ক) বাড়ে।

২। পার্বত্য অঞ্চলের নদীগুলিতে জল থাকে – ক) সারাবছর খ) শীতকালে গ) গ্রীষ্মকালে ঘ) শরৎকালে
উত্তর – পার্বত্য অঞ্চলের নদীগুলিতে জল থাকে – ক) সারাবছর।

৩। গঙ্গার প্রধান উপনদী হল – ক) সোন খ) ঘর্ঘরা গ) যমুনা ঘ) গন্ডক
উত্তর – গঙ্গার প্রধান উপনদী হল – গ) যমুনা।

৪। নদীতে জলের পরিমাণ কম থাকে – ক) মোহানায় খ) উৎপত্তিস্থলে গ) মধ্যপ্রবাহে ঘ) নিম্নপ্রবাহে
উত্তর – নদীতে জলের পরিমাণ কম থাকে – ঘ) নিম্নপ্রবাহে।

৫। নদী যেখানে মেশে তাকে বলা হয় – ক) নদী উপত্যকা খ) মোহানা গ) আববাহিকা ঘ) কোনোটিই নয়
উত্তর – নদী যেখানে মেশে তাকে বলা হয় – খ) মোহানা।


আরো পড়ো → নোটবই প্রশ্ন উত্তর

৬। আন্তর্জাতিক নদী একাধিক – ক) শহরের খ) রাজ্যের গ) দেশের ঘ) মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়
উত্তর – আন্তর্জাতিক নদী একাধিক – গ) দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

৭। গঙ্গানদীর উৎপত্তি – ক) হ্রদ খ) জলাশয় গ) হিমবাহ ঘ) পর্বত থেকে
উত্তর – গঙ্গানদীর উৎপত্তি – গ) হিমবাহ থেকে।

৮। গঙ্গার একটি শাখানদী হল – ক) ভাগীরথী-হুগলী খ) যমুনা-সোন গ) নর্মদা-তাপ্তী ঘ) কোশী-ঘর্ঘরা
উত্তর – গঙ্গার একটি শাখানদী হল – ক) ভাগীরথী-হুগলী।

৯। উৎস থেকে মোহানা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, তাকে বলে -ক) নদী উপত্যকা খ) ধারণ অববাহিকা গ) জলবিভাজিকা ঘ) কোনোটিই নয়
উত্তর – উৎস থেকে মোহানা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, তাকে ক) নদী উপত্যকা বলে।

১০। ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে – ক) গুয়াহাটি খ) বেঙ্গালুরু গ) এলাহাবাদ ঘ) পাঞ্জাব অবস্থিত
উত্তর – ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে – গ) এলাহাবাদ অবস্থিত।

শূন্যস্থান পূরণ করো

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। মূলনদী থেকে যে নদী বেরিয়ে যায়, তাকে …………… বলে।
উত্তর – মূলনদী থেকে যে নদী বেরিয়ে যায়, তাকে শাখানদী বলে।

২। যে নদীতে সারাবছর জল থাকে, তাকে বলে …………… নদী।
উত্তর – যে নদীতে সারাবছর জল থাকে, তাকে বলে নিত্যবহ নদী।

৩। নদীর উৎপত্তিস্থলকে নদীর …………… বলে।
উত্তর – নদীর উৎপত্তিস্থলকে নদীর উৎস বলে।

৪। …………… নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা।
উত্তর – আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা।

৫। যমুনা হল …………… নদীর উপনদী।
উত্তর – যমুনা হল গঙ্গার নদীর উপনদী।


আরো পড়ো → দিল্লী সুলতানি [অধ্যায় 4] প্রশ্ন উত্তর

৬। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে …………… বলে।
উত্তর – পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে।

৭। নীলনদের দৈর্ঘ্য হল প্রায় …………… কিমি।
উত্তর – নীলনদের দৈর্ঘ্য হল প্রায় 6650 কিমি।

৮। ভারতের …………… একটি অন্তর্বাহিনী নদী।
উত্তর – ভারতের লুনি একটি অন্তর্বাহিনী নদী।

৯। ভূমির ঢাল কমে গেলে নদীর গতিবেগ ……………।
উত্তর – ভূমির ঢাল কমে গেলে নদীর গতিবেগ কমে

১০। পর্বতের উৎস অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা নদীরূপে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে …………… অববাহিকা বলে।
উত্তর – পর্বতের উৎস অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা নদীরূপে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে ধারণ অববাহিকা বলে।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। আন্তর্জাতিক নদী কাকে বলে?
উত্তর – যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে আন্তর্জাতিক নদী বলে।

২। পশ্চিমবঙ্গের কোথায় খাড়ি দেখতে পাওয়া যায়?
উত্তর – পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাড়ি দেখতে পাওয়া যায়।

৩। কোনো বড়ো নদী থেকে উৎপন্ন ছোটো নদীকে কি বলে?
উত্তর – কোনো বড়ো নদী থেকে উৎপন্ন ছোটো নদীকে শাখানদী বলে।

৪। নিম্নপ্রবাহে নদীর প্রধান কাজ কি?
উত্তর – নিম্নপ্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়।

৫। যে নদীতে সারাবছর জল থাকে, তাকে কি বলা হয়?
উত্তর – যে নদীতে সারাবছর জল থাকে, তাকে নিত্যবহ নদী বলা হয়।


আরো পড়ো → আলো প্রশ্ন উত্তর

৬। সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর – সুমেরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল।

৭। অন্তর্বাহিনী নদী কাকে বলে?
উত্তর – যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে ওই দেশেরই কোনো জলাশয়ে পড়ে, তাকে অন্তর্বাহিনী নদী বলে।

৮। আঁকাবাঁকা নদীর গতিপথকে কি বলে?
উত্তর – আঁকাবাঁকা নদীর গতিপথকে মিয়েন্ডার বলে।

৯। গঙ্গার দুটি উপনদীর নাম লেখো।
উত্তর – গঙ্গার দুটি উপনদীর নাম যমুনা ও সোন।

১০। ঘোড়ার খুরের মতো হ্রদ কি নামে পরিচিত?
উত্তর – ঘোড়ার খুরের মতো হ্রদ অশ্বক্ষুরাকৃতি নামে পরিচিত।

১১। যে নদী প্রধান নদীতে মিলিত হয়, তাকে কি বলে?
উত্তর – যে নদী প্রধান নদীতে মিলিত হয়, তাকে উপনদী বলে।

১২। শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত কি নামে পরিচিত?
উত্তর – শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত ক্যানিয়ন নামে পরিচিত।

১৩। নদী কাকে বলে?
উত্তর – প্রাকৃতিক উপায়ে সৃষ্ট ঢাল বরাবর প্রবাহিত জলধারাকে নদী বলে।

১৪। আদর্শ নদী কাকে বলে?
উত্তর – যে নদীর গতিপথে তিনটি প্রবাহ স্পষ্টভাবে লক্ষ করা যায়, তাকে আদর্শ নদী বলে।

১৫। মোহনা কি?
উত্তর – নদী যেখানে সমুদ্র বা হ্রদে এসে মেশে সেই স্থানকে মোহানা বলে।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel