
শ্রেণি – সপ্তম| বিভাগ – ভূগোল | অধ্যায় – শিলা ও মাটি (Shila o Mati) | Class 7 Geography Chapter 6
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ভূগোল বিভাগের শিলা ও মাটি অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। প্রাথমিক শিলার একটি উদাহরণ – (ক) গ্রানাইট (খ) বেলেপাথর (গ) শেল (ঘ) মারবেল
উত্তর – প্রাথমিক শিলার একটি উদাহরণ হল (ক) গ্রানাইট।
২। আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল – (ক) বেলেপাথর (খ) ব্যাসল্ট (গ) কোয়ার্টজাইট (ঘ) চুনাপাথর
উত্তর – আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল (খ) ব্যাসল্ট।
৩। একটি পাললিক শিলার উদাহরণ – (ক) বেলেপাথর (খ) মারবেল পাথর (গ) গ্রানাইট
উত্তর – একটি পাললিক শিলার উদাহরণ হল (ক) বেলেপাথর।
৪। কোন শিলায় স্তর থাকে – (ক) গ্রানাইট (খ) ব্যাসল্ট (গ) চুনাপাথর (ঘ) মারবেল
উত্তর – (গ) চুনাপাথর শিলায় স্তর থাকে।
৫। কোনটি খনিজ পদার্থ নয় – (ক) নুন (খ) বিটনুন (গ) ফটকিরি (ঘ) ডিটারজেন্ট
উত্তর – (ঘ) ডিটারজেন্ট খনিজ পদার্থ নয়।
আরো পড়ো → মেঘচোর গল্পের প্রশ্ন উত্তর
৬। তাজমহল কোন শিলায় গঠিত – (ক) আগ্নেয় (খ) রূপান্তরিত (গ) পাললিক
তাজমহল (গ) পাললিক শিলায় গঠিত।
৭। মাটি সৃষ্টিতে কোনটি পরোক্ষ প্রভাব ফেলে – ক) জলবায়ু খ) শিলা গ) ভূপ্রকৃতি ঘ) খনিজ
উত্তর – গ) ভূপ্রকৃতি মাটি সৃষ্টিতে কোনটি পরোক্ষ প্রভাব ফেলে।
৮। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা – ক) খুব কম খ) কম গ) মাঝারি ঘ) বেশি।
উত্তর – উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা ঘ) বেশি।
৯। জলধারণক্ষমতা খুব কম দেখা যায় ক) পলিমাটিতে খ) বেলেমাটিতে গ) এঁটেল মাটিতে ঘ) কৃষ্ণ মাটিতে।
উত্তর – জলধারণক্ষমতা খুব কম দেখা যায় খ) বেলেমাটিতে।
১০। রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় তৈরি হয় – ক) শিলা খ) মাটি গ) হিউমাস ঘ) খনিজ।
উত্তর – রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় তৈরি হয় খ) মাটি।
শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। উৎপত্তি অনুসারে শিলাকে ________ ভাগে ভাগ করা যায়।
উত্তর – উৎপত্তি অনুসারে শিলাকে তিন ভাগে ভাগ করা যায়।
২। ভূপৃষ্ঠে আগ্নেয় শিলা প্রতিনিয়ত ________ ও চূর্ণবিচূর্ণ হয়ে বালি, কাঁকর ও নুড়িতে পরিণত হচ্ছে।
উত্তর – ভূপৃষ্ঠে আগ্নেয় শিলা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত ও চূর্ণবিচূর্ণ হয়ে বালি, কাঁকর ও নুড়িতে পরিণত হচ্ছে।
৩। প্রধানত ________ শিলা থেকেই অন্য সব শিলার উৎপত্তি হয়।
উত্তর – প্রধানত আগ্নেয় শিলা থেকেই অন্য সব শিলার উৎপত্তি হয়।
৪। মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে ________ বলে।
উত্তর – মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে রেগোলিথ বলে।
৫। জীবের মৃত্যুর পর জীবদেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে ________ বস্তু উৎপন্ন হয়।
উত্তর – জীবের মৃত্যুর পর জীবদেহ পচে গেলে মাটির সঙ্গে মিশে জৈব বস্তু উৎপন্ন হয়।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। পৃথিবী সৃষ্টির আদিকালে কোন শিলার উৎপত্তি হয়েছিল?
উত্তর – প্রথমিক শিলা বা আগ্নেয় শিলা পৃথিবী সৃষ্টির আদিকালে উৎপত্তি হয়েছিল।
২। একটি পাললিক শিলার উদাহরণ দাও।
উত্তর – একটি পাললিক শিলার উদাহরণ হল চুনাপাথর।
৩। কোন শিলায় স্তর দেখা যায় না?
উত্তর – আগ্নেয় ও রূপান্তরিত শিলায় স্তর দেখা যায় না।
৪। একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও।
উত্তর – মারবেল শিলা হল একটি রূপান্তরিত শিলার উদাহরণ।
৫। সিমেন্ট কারখানায় কোন ধরণের পাথর ব্যবহার করা হয়?
উত্তর – সিমেন্ট কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়।
আরো পড়ো → মুঘল সাম্রাজ্য অধ্যায়ের প্রশ্ন উত্তর
৬। মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো।
উত্তর – মাটি সৃষ্টির অন্যতম একটি উপদান হল জলবায়ু।
৭। নদীর ভাসমান পলি নদীর দু-ধারে সঞ্চিত হলে কোন ধরণের মাটির সৃষ্টি করে?
উত্তর – নদীর ভাসমান পলি নদীর দু-ধারে সঞ্চিত হয়ে পলিমাটি সৃষ্টি হয়।
৮। কোন মাটিতে বালি ও কাদাকণার পরিমাণ প্রায় সমান।
উত্তর – দো-আঁশ মাটিতে বালি ও কাদাকণার পরিমাণ প্রায় সমান।
৯। কোন মাটির জলধারণক্ষমতা বেশি?
উত্তর – এঁটেল মাটির জলধারণক্ষমতা বেশি।
১০। কোন মাটিতে বালির ভাগ কাদাকণার থেকে অনেক বেশি হয়?
উত্তর – বেলে মাটিতে বালির ভাগ কাদাকণার থেকে অনেক বেশি হয়।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।