চিরদিনের কবিতার প্রশ্ন উত্তর | Chirodiner Question Answer|সপ্তম শ্রেণী | Bengali

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook
chirodiner-kobita-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় –  চিরদিনের | Chirodiner

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতার প্রশ্ন উত্তর  আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘চিরদিনের’ কবিতাটির উৎস হল – ক) ছাড়পত্র খ) ঘুম নেই গ) মিঠে কড়া ঘ) আবোল তাবোল
উত্তর – ‘চিরদিনের’ কবিতাটির উৎস হল – খ) ঘুম নেই।

২। “পথ দেয় পায়ে পায়ে…” – কারা পথ দেয়? ক) জোড়া দিঘি খ) বুড়ো বটতলা গ) সবুজ মাঠেরা ঘ) জোড়ামন্দির
উত্তর – “পথ দেয় পায়ে পায়ে…” – গ) সবুজ মাঠেরা পথ দেয়।

৩। নীরব এখানে অমর – ক) কিষাণ পাড়া খ) জেলে পাড়া গ) কুমোর পাড়া
উত্তর – নীরব এখানে অমর – ক) কিষাণ পাড়া।

৪। গ্রামে রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? ক) ঠাকুমার গল্পে খ) বিচিত্র ধবনিতে গ) সান্ধ্য শাঁখে ঘ) প্রদীপ জ্বেলে
উত্তর – গ্রামে রাত্রিকে গ) সান্ধ্য শাঁখে স্বাগত জানানো হয়।

৫। সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? ক) জোড়া দিঘির পাড়ে খ) বুড়ো বটতলায় গ) কুমোর পাড়ায় ঘ) চণ্ডীমণ্ডপে
উত্তর – সন্ধ্যায় খ) বুড়ো বটতলায় জনমত তৈরি হয়।


আরো পড়ো → পরিবেশবান্ধব শক্তি প্রশ্ন উত্তর

৬। ‘কিষাণ’ শব্দের অর্থ – ক) কামার খ) কুমোর গ) কৃষক
উত্তর – ‘কিষাণ’ শব্দের অর্থ গ) কৃষক।

৭। “____________ আজ বিদ্রোহ বুঝি করে।” ক) বসন্তে খ) হেমন্তে গ) বর্ষায়
উত্তর – গ) বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে।

৮। ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে – ক) শহরে খ) মহানগরে গ) লাজুক গাঁয়ে
উত্তর – ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে গ) লাজুক গাঁয়ে।

৯। ‘চিরদিনের’ কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ – ক) ১৯৭৬ খ্রিস্টাব্দের খ) ১৯৪৩ খ্রিস্টাব্দের গ) ১৯৫০ খ্রিস্টাব্দের
উত্তর – ‘চিরদিনের’ কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ খ) ১৯৪৩ খ্রিস্টাব্দের।

১০। গোয়ালে ইশারা পাঠায় – ক) সবুজ ঘাস খ) সবুজ মাঠ গ) শ্যাওলা ঘ) বৃক্ষ
উত্তর – গোয়ালে ইশারা পাঠায় – ক) সবুজ ঘাস।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ব্যাস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে?
উত্তর – ব্যাস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক পায়ে গিয়ে থেমে গেছে।

২। তালের সারি কোথায় আছে?
উত্তর – জোড়া দিঘির পাড়ে তালের সারি রয়েছে।

৩। রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়?
উত্তর – সন্ধ্যাবেলায় শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়।

৪। সকালের আগমন কিভাবে ঘোষিত হয়?
উত্তর – সকালের আগমন পাখির গানের মধ্যে দিয়ে ঘোষিত হয়।

৫। গ্রামের পাশের মজা নদী কি করে?
উত্তর – গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে?

wbporashona-to-the-point-ebook

৬। ‘সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত’ – কোথায় জনমত গড়ে ওঠে?
উত্তর – গ্রামের প্রাচীন বটতলায় সন্ধ্যাবেলার জনমত গড়ে ওঠে।

৭। জোড়া দিঘির পাড়ে কি দেখা যায়?
উত্তর – জোড়া দিঘির পাড়ে তালের সারি দেখা যায়।

৮। ‘পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা।’ – এখানে ‘পথ নেই’ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন?
উত্তর – গ্রামে কোনো তৈরি করা রাস্তা নেই। তার বদলে আছে সবুজ মাঠের মধ্যে দিয়ে মেঠো পথ বা আলপথ। এখানে ‘পথ নেই’ বলতে কবি সেই কথায় বুঝিয়েছেন।

৯। কিষানকে কে ঘরে পাঠায়?
উত্তর – কিষানকে ঘরে পাঠায় আলপথ।

১০। গ্রামের অমর কিষানপাড়া কিরকম থাকে?
উত্তর – গ্রামের অমর কিষানপাড়া নীরব থাকে।


আরো পড়ো → স্মৃতিচিহ্ন কবিতার প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel