ছন্দে শুধু কান রাখো – প্রশ্ন উত্তর | Chonde Sudhu Kan Rakho Kobita – Question Answer | সপ্তম শ্রেণী | Bengali

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
chonde-sudhu-kan-rakho-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – ছন্দে শুধু কান রাখো | Chonde Sudhu Kan Rakho Kobita

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য অজিত দত্ত রচিত বাংলা কবিতা ‘ছন্দে শুধু কান রাখো’ – থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ছন্দ আছে – ক) জোছনাতে খ) পূর্ণিমাতে গ) ভোররাতে
উত্তর – ছন্দ আছে – ক) জোছনাতে।

২। “ছন্দ আছে জোছনাতে।”- ‘জোছনা’ শব্দের অর্থ – ক) সূর্যের আলো খ) চন্দ্রের আলো গ) নক্ষত্রের আলো ঘ) লন্ঠনের আলো
উত্তর – “ছন্দ আছে জোছনাতে।”- ‘জোছনা’ শব্দের অর্থ – খ) চন্দ্রের আলো।

৩। ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতার কবি হলেন – ক) মধুসূদন দত্ত খ) অজিত দত্ত গ) মৃদুল দাশগুপ্ত ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর – ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতার কবি হলেন – খ) অজিত দত্ত।

৪। কীসের ছন্দ শুনলে ভালো ছড়া লেখা যাবে? ক) নদীর স্রোতের খ) সমুদ্রের ঢেউয়ের গ) মেঘের গর্জনের ঘ) বাতাসের কম্পনের
উত্তর – ক) নদীর স্রোতের ছন্দ শুনলে ভালো ছড়া লেখা যাবে।

৫। “কেউ লেখেনি আর কোথাও।”- কি লেখার কথা এখানে বলা হয়েছে? ক) গদ্য খ) পদ্য গ) ছড়া ঘ) গল্প
উত্তর – “কেউ লেখেনি আর কোথাও।”- এখানে গ) ছড়া লেখার কথা বলা হয়েছে।

৬। “চিনবে তারা” – ক) পৃথিবীটাকে খ) ভুবনটাকে গ) জীবনটাকে ঘ) জগৎটাকে
উত্তর – “চিনবে তারা”- খ) ভুবনটাকে।

৭। “ছন্দ বাজে”- ক) ঘড়ির কাঁটায় খ) মোটর চাকায় গ) নদীর স্রোতে ঘ) ঝড়-বাদলে
উত্তর – “ছন্দ বাজে”- খ) মোটর চাকায়।

৮। “চিনবে তারা ভুবনটাকে।”- ক) ঝিঁঝির ডাকে ঘোর রাতে খ) ছন্দ সুরের সংকেতে গ) দিনদুপুরে পাখির ডাকে ঘ) রাতদুপুরে প্যাঁচার ডাকে
উত্তর – “চিনবে তারা ভুবনটাকে।”- খ) ছন্দ সুরের সংকেতে।

৯। “মনের মাঝে জমবে মজা/জীবন হবে…” – ক) গদ্যময় খ) পদ্যময় গ) ছন্দময় ঘ) কোনোটিই নয়
উত্তর – “মনের মাঝে জমবে মজা/জীবন হবে…”- খ) পদ্যময়।

১০। ছন্দে বাঁধা – ক) ঘড়ির কাঁটা খ) নদীর স্রোত গ) পাখির ডাক ঘ) রাত্রি-দিন
উত্তর – ছন্দে বাঁধা – ঘ) রাত্রি-দিন।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। “ছন্দ আছে জ্যোছনাতে”- জ্যোছনাতে কিভাবে ছন্দ আছে?
উত্তর – জ্যোছনার মধ্যে যে অপরূপ স্নিগ্ধতা আছে তার মধ্যেই জ্যোছনার ছন্দ আছে।

২। “দ্বন্দ্ব ভুলে মন না দিলে”- ‘দ্বন্দ্ব’ শব্দটির অর্থ লেখো।
উত্তর – ‘দ্বন্দ্ব’ শব্দটির অর্থ হল বিবাদ।

৩। দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে?
উত্তর – দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না।

৪। “মনের মাঝে শুনতে পাও”- কবি মনের মধ্যে কি শোনার কথা বলেছেন?
উত্তর – কবি মনের মধ্যে নদীর স্রোতের ছন্দ শুনতে পাওয়ার কথা বলেছেন।

৫। সকল ছন্দ কিভাবে শোনা যায়?
উত্তর – সকল ছন্দ শোনা যায় কান আর মনের সাহায্যে।

৬। কবি কোন কথায় কান না দিতে বলেছেন?
উত্তর – ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি মন্দ কথায় কান না দিতে বলেছেন।

৭। জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়?
উত্তর – জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ পাড়ি দেয়।

৮। “মনের মাঝে জমবে মজা।”- কিভাবে এই মজা জমবে?
উত্তর – কান পেতে আর মন দিয়ে ছন্দ ও সুর শুনে জীবন ও পৃথিবীকে চিনলে মনের মধ্যে মজা জমে উঠবে।

৯। ছন্দে কান রাখলে জীবন কেমন হবে?
উত্তর – ছন্দে কান রাখলে জীবন পদ্যময় হবে।

১০। “জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পাড়ি।”- উদ্ধৃতাংশে ‘তাল’ শব্দটির অর্থ কি?
উত্তর – ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতাটির উদ্ধৃতাংশে ‘তাল’ শব্দটির অর্থ মিল, এখানে জলের ছন্দের সঙ্গে গতি মিলিয়ে নৌকা-জাহাজের চলার কথা বলা হয়েছে।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel