শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – দিন ফুরোলে | Din Furole
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতার প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন _____ শূন্যস্থানের সঠিক শব্দটি হল – ক) মেঘ খ) প্রকৃতি গ) ঈশ্বর ঘ) মানুষ
উত্তর – আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন গ) ঈশ্বর।
২। “আমরা কি আর দেখতে পাব ভাবছো?” – আমরা কি দেখতে পাব না? ক) ঈশ্বরকে খ) আকাশ জোড়া লক্ষ রঙের দৃশ্য গ) একশো রঙের দৃশ্য ঘ) ঈশ্বরের রঙের বাক্সের ভিতরটা
উত্তর – আমরা খ) আকাশ জোড়া লক্ষ রঙের দৃশ্য দেখতে পাব না।
৩। “কেই বা খুলে দেখছে…” ক) রঙের দৃশ্য খ) রঙের বাক্স গ) ধানের গুচ্ছ ঘ) রঙের আলো
উত্তর – “কেই বা খুলে দেখছে…” – খ) রঙের বাক্স।
৪। বাপ মায়েরা যাবেই তবে – ক) ঘাবরাচ্ছো খ) খাচ্ছো গ) মুচ্ছো ঘ) দুচ্ছো।
উত্তর – বাপ মায়েরা যাবেই তবে গ) মুচ্ছো।
৫। আঁধার ফেলে ঘরের দিকে উড়ছে – ক) ঘুড়ি খ) পাখি গ) মাঝি ঘ) উরোজাহাজ
উত্তর – আঁধার ফেলে ঘরের দিকে উড়ছে খ) পাখি।
আরো পড়ো → পটলবাবু ফিল্মস্টার গল্পের প্রশ্ন উত্তর আলোচনা
৬। “এক গঙ্গা জল” – ‘এক গঙ্গা’ বলতে বোঝায় – ক) এক ঘটি জল খ) পুরো গঙ্গার জল গ) প্রচুর পরিমাণ জল ঘ) এক গেলাস জল।
উত্তর – “এক গঙ্গা জল” – ‘এক গঙ্গা’ বলতে বোঝায় গ) প্রচুর পরিমাণ জল।
৭। মা বলবে – কি কুচ্ছিৎ – ক) হাত দুটো খ) মুখটা গ) মাথাটা ঘ) ঠ্যাং দুটো
উত্তর – মা বলবে – কি কুচ্ছিৎ ঘ) ঠ্যাং দুটো।
৮। “নিজের নিজের মন খারাপের গর্তে” – মন খারাপের গর্ত বলা হয়েছে – ক) মাঠকে খ) প্রাসাদকে গ) নিজেদের গৃহকে ঘ) বিদ্যালয়কে
উত্তর – “নিজের নিজের মন খারাপের গর্তে” – মন খারাপের গর্ত বলা হয়েছে গ) নিজেদের গৃহকে।
৯। বালকেরা দিন শেষে যায় – ক) মাঠে খ) শিক্ষকের গৃহে গ) মন খারাপের গর্তে ঘ) বিদ্যালয়ে
উত্তর – বালকেরা দিন শেষে যায় – গ) মন খারাপের গর্তে।
১০। ‘দিন ফুরোলে’ কবিতার পঙ্খতি সংখ্যা – ক) ১৬টি খ) ১৮টি গ) ২০টি ঘ) ২২টি
উত্তর – ‘দিন ফুরোলে’ কবিতার পঙ্খতি সংখ্যা ক) ১৬টি
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। সূয্যি ডুবে যাওয়ায় কথকরা ‘দুচ্ছাই’ বলেছে কেন?
উত্তর – সন্ধ্যা নামলেই মাঠে খেলতে থাকা ছোটোদের অর্থাৎ কথকদের নিজের নিজের ঘরে বা মনখারাপ করার গর্তে ফিরে যেতে হয়, তাই সূয্যি ডুবে যাওয়ায় কথকরা অত্যন্ত বিরক্তি ও আক্ষেপের সঙ্গে ‘দুচ্ছাই’ বলেছে।
২। কে এক্ষুনি আকাশজুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন?
উত্তর – ঈশ্বর এক্ষুনি আকাশজুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন।
৩। বাপ – মায়েরা কি হয়ে মুচ্ছো যাবেন?
উত্তর – সন্ধের পর ছেলেমেয়েরা তাদের নিজেদের বাড়ি ফিরে না এলে তাদের জন্য দুশ্চিন্তা করতে করতেই বাপ – মায়েরা মুচ্ছো যাবেন।
৪। পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়?
উত্তর – পাখিরা ধান খেত থেকে নিজেদের বাসায় ফিরে যায়।
৫। কথকরা কেন ‘এক গঙ্গা জল দিয়ে’ পা ধুচ্ছে?
উত্তর – ‘দিন ফুরোলে’ কবিতার কথকরা অর্থাৎ বাচ্ছার খেলার মাঠ থেকে ফেরার পর ‘এক গঙ্গা জল দিয়ে’ পা ধুচ্ছে কারণ মাঠের কাদা, পা থেকে পুরোপুরি ধুয়ে না ফেললে মা রেগে যাবেন।
৬।‘আমরা কি আর দেখতে পাবো ভাবছ’ – কোন্ দৃশ্য দেখতে না পাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর – ‘দিন ফুরোলে’ কবিতায় আকাশ সৃষ্টি হওয়া রঙের দৃশ্য না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে।
আরো পড়ো → মুঘল সাম্রাজ্যের সংকট অধ্যায়ের প্রশ্ন উত্তর
৭। “…মন খারাপের গর্তে” – মন খারাপের কারণ কি?
উত্তর – মাঠ থেকে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে ছেলেদের বাড়ি ফিরতে হচ্ছে বলেই ছেলেদের এই মন খারাপ।
৮। ‘দিন ফুরোলে’ কবিতাটিতে ছোটো ছেলেমেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর – ‘দিন ফুরোলে’ কবিতাটিতে ছোটো ছেলেমেয়েদের পাখির সারির সঙ্গে তুলনা করা হয়েছে।
৯। ‘দিন ফুরোলে’ কবিতায় বাবা কি বলবেন?
উত্তর – ‘দিন ফুরোলে’ কবিতায় বাবা বলবেন যে, বাচ্ছারা দিন শেষ হয়ে গেলেও মাঠ ছাড়ে না।
১০। ‘একগঙ্গা জল’ ক্তহার অর্থ কি?
উত্তর – ‘একগঙ্গা জল’ কথার অর্থ গঙ্গা নদীর সমান জল, তবে ‘দিন ফুরোলে’ কবিতায় একগঙ্গা জল অনেক পরিমাণ জল বোঝাতে ব্যবহার করা হয়েছে।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।




