
শ্রেণি – সপ্তম| বিভাগ – ভূগোল | অধ্যায় – ভূমিরূপ (ভূমিরূপ) | Class 7 Chapter 4
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ভূগোল বিভাগের ভূমিরূপ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। গ্রস্ত উপত্যকা দেখা যায় যে পর্বতে – ক) ভঙ্গিল খ) স্তূপ গ) আগ্নেয় ঘ) ক্ষয়জাত
উত্তর – গ্রস্ত উপত্যকা দেখা যায় খ) স্তূপ পর্বতে।
২। পর্বতের উচ্চতা হল – ক) 900 মিটারের বেশি খ) 900 মিটারের কম গ) 500 মিটারের কম ঘ) 300 মিটারের কম
উত্তর – পর্বতের উচ্চতা হল – ক) 900 মিটারের বেশি।
৩। ভঙ্গিল পর্বত প্রধানত যে শিলা দিয়ে গঠিত তার নাম – ক) পাললিক শিলা খ) আগ্নেয় শিলা গ) রূপান্তরিত শিলা ঘ) গ্রানাইট শিলা
উত্তর – ভঙ্গিল পর্বত প্রধানত যে শিলা দিয়ে গঠিত তার নাম – ক) পাললিক শিলা।
৪। হিমালয় একটি – ক) ভঙ্গিল পর্বত খ) স্তূপ পর্বত গ) আগ্নেয় পর্বত ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর – হিমালয় একটি – ক) ভঙ্গিল পর্বত।
৫। দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে – ক) উপত্যকা খ) শৃঙ্গ গ) ভাঁজ ঘ) অ্যান্টিক্লাইন
উত্তর – দুটি পর্বতের মাঝের নিচু অংশকে ক) উপত্যকা বলে।
আরো পড়ো → কার দৌড় কদ্দুর গল্পের প্রশ্ন উত্তর
৬। শিলাস্তরে ফাটলের ফলে সৃষ্টি হয় – ক) ভঙ্গিল পর্বত খ) স্তূপ পর্বত গ) আগ্নেয় পর্বত ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর – শিলাস্তরে ফাটলের ফলে সৃষ্টি হয় – খ) স্তূপ পর্বত।
৭। পর্বতের আকৃতি – ক) ত্রিকোণাকার খ) চৌকাকার গ) টেবিলাকৃতি ঘ) বৃত্তাকার
উত্তর – পর্বতের আকৃতি – ক) ত্রিকোণাকার।
৮। বিস্তৃত অঞ্চল জুড়ে শিলাস্তরে ঢেউ-এর মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে বলে – ক) ভঙ্গিল পর্বত খ) স্তূপ পর্বত গ) আগ্নেয় পর্বত ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর – বিস্তৃত অঞ্চল জুড়ে শিলাস্তরে ঢেউ-এর মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে ক) ভঙ্গিল পর্বত বলে।
৯। যেখানে বিভিন্ন পর্বতশ্রেণি পরস্পর মিলিত হয়, তাকে বলে – ক) পর্বতগ্রন্থি খ) পর্বতশ্রেণি গ) পর্বতশৃঙ্গ ঘ) মাউন্ট
উত্তর – যেখানে বিভিন্ন পর্বতশ্রেণি পরস্পর মিলিত হয়, তাকে ক) পর্বতগ্রন্থি বলে।
১০। জাপানের ফুজিয়ামা হল একটি – ক) ভঙ্গিল পর্বত খ) স্তূপ পর্বত গ) আগ্নেয় পর্বত ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর – জাপানের ফুজিয়ামা হল একটি গ) আগ্নেয় পর্বত।
শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ভূমিরূপ তৈরি হয় পৃথিবীর …………… ও …………… শক্তির দ্বারা।
উত্তরঃ ভূমিরূপ তৈরি হয় পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির দ্বারা।
২। পৃথিবীর সর্ববৃহৎ পর্বতবেষ্টিত মালভূমি হল ……………।
উত্তরঃ পৃথিবীর সর্ববৃহৎ পর্বতবেষ্টিত মালভূমি হল তিব্বত মালভূমি।
৩। জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি …………… পর্বতের উদাহরণ।
উত্তরঃ জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ।
৪। মালভূমির উপরিভাগ …………… প্রকৃতির।
উত্তরঃ মালভূমির উপরিভাগ চ্যাপ্টা ও সমতল প্রকৃতির।
৫। সাইবেরিয়ার ঠাণ্ডা বাতাস ভারতে আসতে পারে না …………… অবস্থানের জন্য।
উত্তরঃ সাইবেরিয়ার ঠাণ্ডা বাতাস ভারতে আসতে পারে না হিমালয় পর্বতশ্রেণির অবস্থানের জন্য।
আরো পড়ো → দিল্লী সুলতানি [অধ্যায় 4] প্রশ্ন উত্তর
৬। পৃথিবীর ছাদ বলা হয় …………… মালভূমিকে।
উত্তরঃ পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে।
৭। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল ……………।
উত্তরঃ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিজ।
৮। স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে ……………।
উত্তরঃ স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে মালভূমি।
৯। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল ……………।
উত্তরঃ ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল আরাবল্লি।
১০। নদী উপত্যকা দ্বারা বিভক্ত মালভূমিকে …………… বলে।
উত্তরঃ নদী উপত্যকা দ্বারা বিভক্ত মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। পর্বত কাকে বলে?
উত্তর – বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি, তাকে পর্বত বলে।
২। কোন পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্ট হয়?
উত্তর – আগ্নেয় পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্ট হয়।
৩। পাত বা প্লেট কি?
উত্তর – ভূত্বক যে অনেকগুলি ছোটো, বড়ো খন্ড নিয়ে গঠিত সেই খণ্ডগুলিকে পাত বা প্লেট বলা হয়।
৪। একটি আগ্নেয় পদার্থের উদাহরণ দাও।
উত্তর – একটি আগ্নেয় পদার্থের উদাহরণ জাপানের ফুজিয়ামা।
৫। দুটি ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে গিয়ে কোন পর্বত সৃষ্টি করে?
উত্তর – দুটি ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে গিয়ে স্তূপ পর্বত সৃষ্টি করে।
আরো পড়ো → আলো প্রশ্ন উত্তর
৬। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উত্তর – ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল আরাবল্লি।
৭। মালভূমি কি?
উত্তর – যে ভূমিরূপের উপরিভাগ প্রায় সমতল ও পার্শ্বদেশ খাড়াভাবে নীচে নেমে গেছে, তাকে মালভূমি বলে।
৮। ভূপৃষ্ঠের উঁচু অংশ যেখানে অনেকগুলি পর্বতশ্রেণি বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মেশে, তাকে কি বলা হয়?
উত্তর – ভূপৃষ্ঠের উঁচু অংশ যেখানে অনেকগুলি পর্বতশ্রেণি বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মেশে, তাকে পর্বতগ্রন্থি বলা হয়।
৯। দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখো।
উত্তর – দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম হল আন্দিজ।
১০। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উত্তর – ভারতের বৃহত্তম মালভূমির নাম দাক্ষিণাত্য মালভূমি।
১১। নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির প্রভাবে ভূপৃষ্ঠে যে ক্ষয় ও সঞ্চয় কার্য হয়, সেটি কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত?
উত্তর – নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির প্রভাবে ভূপৃষ্ঠে যে ক্ষয় ও সঞ্চয় কার্য হয়, সেটি বহির্জাত শক্তির দ্বারা নিয়ন্ত্রিত।
১২। ভারতের উচ্চতম মালভূমির উদাহরণ দাও।
উত্তর – ভারতের উচ্চতম মালভূমির উদাহরণ লাদাখ মালভূমি।
১৩। ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।
উত্তর – ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ – হিমালয় পর্বত।
১৪। কোন ভূ-অভ্যন্তরস্থ শক্তির প্রভাবে শিলাস্তর ভাঁজের সৃষ্টি হয়?
উত্তর – ভূ-অভ্যন্তরস্থ অন্তর্জাত শক্তির প্রভাবে শিলাস্তর ভাঁজের সৃষ্টি হয়।
১৫। দুটি পর্বতের মাঝের নিচু অংশ, যেখান দিয়ে নদী প্রবাহিত হয়, তাকে কি বলে?
উত্তরঃ দুটি পর্বতের মাঝের নিচু অংশ, যেখান দিয়ে নদী প্রবাহিত হয়, তাকে উপত্যকা বলে।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।