
শ্রেণি – সপ্তম| বিভাগ – ইতিহাস| অধ্যায় – দিল্লী সুলতানি | Delhi Sultani (Chapter 4)
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ইতিহাস বিষয় থেকে দিল্লী সুলতানি অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনের মধ্যবর্তী ষাট বছর শাসন করেছিলেন – ক) পাঁচজন সুলতান খ) দশজন সুলতান গ) পনেরোজন সুলতান ঘ) কুড়িজন সুলতান
উত্তর – ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনের মধ্যবর্তী ষাট বছর শাসন করেছিলেন খ) দশজন সুলতান।
২। শাসক হয়েও সুলতান উপাধি নেননি – ক) বহলোল লোদি খ) রাজিয়া গ) খিজির খান ঘ) ইলতুৎমিশ
উত্তর – শাসক হয়েও সুলতান উপাধি নেননি – গ) খিজির খান।
৩। ইবন বতুতা ভারতে এসেছিলেন – ক) গিয়াসউদ্দিন তুঘলক-এর আমলে খ) মহম্মদ-বিন তুঘলক-এর আমলে গ) ফিরোজ শাহ তুঘলক-এর আমলে
উত্তর – ইবন বতুতা ভারতে এসেছিলেন – খ) মহম্মদ-বিন তুঘলক-এর আমলে।
৪। পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় – ক) ১৪৭০ খ্রিস্টাব্দে খ) ১৫২৬ খ্রিস্টাব্দে গ) ১৬০৫ খ্রিস্টাব্দে ঘ) ১৬৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় – খ) ১৫২৬ খ্রিস্টাব্দে।
৫। ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল – ক) সুলতান খ) আমির গ) খলিফা ঘ) আলিম
উত্তর – ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল – গ) খলিফা।
আরো পড়ো → কার দৌড় কদ্দুর গল্পের প্রশ্ন উত্তর
৬। মুসলমান শাসকরা অ-মুসলমান প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতেন তা হল – ক) তীর্থকর খ) ধর্মকর গ) জিজিয়া কর ঘ) তুরুষ্ক দন্ড
উত্তর – মুসলমান শাসকরা অ-মুসলমান প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতেন তা হল – গ) জিজিয়া কর।
৭। ভারতবর্ষে প্রথম জিজিয়া কর চালু হয় -ক) দিল্লিতে খ) বাংলায় গ) সিন্ধু প্রদেশে ঘ) মিরাটে
উত্তর – ভারতবর্ষে প্রথম জিজিয়া কর চালু হয় – গ) সিন্ধু প্রদেশে।
৮। বিজাপুর ও গোলকুন্ডা সুলতানি তৈরি হয়েছিল – ক) বাহমনি শাসন থেকে খ) বিজয়নগর শাসন থেকে গ) ইলিয়াস শাহি শাসন থেকে ঘ) খলজি শাসন থেকে
উত্তর – বিজাপুর ও গোলকুন্ডা সুলতানি তৈরি হয়েছিল – ক) বাহমনি শাসন থেকে।
৯। বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় – ক) ১৫৩০ খ্রিস্টাব্দে খ) ১৫৩৪ খ্রিস্টাব্দে গ) ১৫৩৮ খ্রিস্টাব্দে ঘ) ১৫৪২ খ্রিস্টাব্দে
উত্তর – বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় – গ) ১৫৩৮ খ্রিস্টাব্দে।
১০। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল – ক) বিজাপুর খ) গোলকুন্ডা গ) হাম্পি ঘ) বিদর
উত্তর – বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল – গ) হাম্পি।
সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। খলিফা ইলতুৎমিশকে …………… পাঠিয়ে সুলতান হিসেবে কর্তৃত্বের অনুমোদন করেছিলেন।
উত্তর – খলিফা ইলতুৎমিশকে দুরবাশ ও খিলাত পাঠিয়ে সুলতান হিসেবে কর্তৃত্বের অনুমোদন করেছিলেন।
২। আলাউদ্দিন খলজির সময়ে দিল্লি …………… আক্রান্ত হয়।
উত্তর – আলাউদ্দিন খলজির সময়ে দিল্লি দু-বার আক্রান্ত হয়।
৩। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন ……………।
উত্তর – ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতানা রাজিয়া।
৪। শেষ লোদি সুলতানের নাম …………… (বহলোল লোদি/সিকান্দর লোদি/ইব্রাহিম লোদি)।
উত্তর – শেষ লোদি সুলতানের নাম ইব্রাহিম লোদি।
৫। সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হত …………… (সুবা/আলিম/ইকতা)।
উত্তর – সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হত ইকতা।
আরো পড়ো → ভূমিরূপ প্রশ্ন উত্তর
৬। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয় …………… (কৃষ্ণা/কাবেরী/তুঙ্গভদ্রা)।
উত্তর – বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয় তুঙ্গভদ্রা।
৭। বিজয়নগরের রাজধানীর নাম ……………।
উত্তর – বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি।
৮। গুলবর্গা (হাসনাবাদ) ছিল দাক্ষিণাত্যের …………… (বিজয়নগর/বাহমণি/বিজাপুর) রাজ্যের রাজধানী।
উত্তর – গুলবর্গা (হাসনাবাদ) ছিল দাক্ষিণাত্যের বাহমণি রাজ্যের রাজধানী।
৯। রাজা …………… (কৃষ্ণদেব রায়/প্রথম হরিহর/দ্বিতীয় দেবরায়)-এর রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল।
উত্তর – রাজা কৃষ্ণদেব রায়-এর রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল।
১০। ১৩৩৬ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করে …………… (সঙ্গম/সালুভ/তুলুভ) বংশ।
উত্তর – ১৩৩৬ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করে সঙ্গম বংশ।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান কারা ছিলেন?
উত্তর – ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান ছিলেন সুলতান রাজিয়া ও গিয়াসউদ্দিন বলবন।
২। ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তর – ইবন বতুতা উত্তর আফ্রিকার মরক্কো দেশের তাঞ্জিয়ার শহরের অধিবাসী ছিলেন।
৩। ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন?
উত্তর – ইবন বতুতা মহম্মদ-বিন-তুঘলকের সময় ভারতে এসেছিলেন।
৪. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তর – সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম খিজির খান।
৫। আরবি ভাষায় ‘সুলতান’ শব্দের অর্থ কি?
উত্তর – আরবি ভাষায় ‘সুলতান’ শব্দের অর্থ কর্তৃত্ব, ক্ষমতা ইত্যাদি।
আরো পড়ো → আলো প্রশ্ন উত্তর
৬। চেঙ্গিজ খান কবে ভারত আক্রমণ করেন?
উত্তর – চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেন ১২২১ খ্রিস্টাব্দে।
৭। ইকতা কি?
উত্তর – সুলতানি আমলে প্রদেশগুলিকে বলা হত ইকতা।
৮। খরাজ কি?
উত্তর – খরাজ হল কৃষিজমির ওপর আরোপ করা একটি কর।
৯। দোয়াব অঞ্চল কোনটি?
উত্তর – গঙ্গা-যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলটি হল দোয়াব অঞ্চল।
১০। ছোটো ইকতার শাসক কি দায়িত্ব পালন করতেন?
উত্তর – ছোটো ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন।
১১। বাহমনি রাজ্যের ভাঙনের পর যে পাঁচটি স্বাধীন সুলতানির উদ্ভব ঘটে সেগুলির নাম কি?
উত্তর – বাহমনি রাজ্যের ভাঙনের পর যে পাঁচটি স্বাধীন সুলতানির উদ্ভব ঘটে সেগুলি হল – আহমেদনগর, বিজপুর, বেরার, গোলকুন্ডা এবং বিদর।
১২। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর – বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসউদ্দিন ইলিয়াস শাহ।
১৩। কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয়?
উত্তর – শ্রীচৈতন্যের নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয়।
১৪। কে বাহমনি রাজ্যের গৌরব বৃদ্ধি করেন?
উত্তর – মামুদ গাওয়ান বাহমনি রাজ্যের গৌরব বৃদ্ধি করেন।
১৫। কোন রাজ্যের হিন্দু রাজারা নিজেদের সুলতান বলতেন?
উত্তর – বিজয়নগর রাজ্যের হিন্দু রাজারা নিজেদের সুলতান বলতেন।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।