
শ্রেণি – সপ্তম| বিভাগ – ইতিহাস| অধ্যায় – মুঘল সাম্রাজ্য | Mughal Empire (Chapter 4)
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ইতিহাস বিষয় থেকে মুঘল সাম্রাজ্য অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। বারো ভুঁইয়াদের অন্যতম ছিলেন – ক) মালিক অম্বর খ) ইশা খান গ) তাহমস্প ঘ) আদিল শাহ
উত্তর – বারো ভুঁইয়াদের অন্যতম ছিলেন – খ) ইশা খান।
২। ঘোড়ার মাধ্যমে ডাকযোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন – ক) বাবর খ) আকবর গ) শেরশাহ ঘ) হুমায়ুন
উত্তর – ঘোড়ার মাধ্যমে ডাকযোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন – গ) শেরশাহ।
৩। পানিপথের প্রথম যুদ্ধ বাবর পরাজিত করেন – ক) ইব্রাহিম লোদিকে খ) হিমুকে গ) সংগ্রাম সিংহকে ঘ) শের খানকে
উত্তর – পানিপথের প্রথম যুদ্ধ বাবর পরাজিত করেন – ক) ইব্রাহিম লোদিকে।
৪। সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন – ক) বাবর খ) আকবর গ) হুমায়ুন ঘ) শেরশাহ
উত্তর – সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন – ঘ) শেরশাহ।
৫। মনসব বলতে বোঝানো হয় – ক) জমিদারি খ) ওয়াতন গ) গাজি ঘ) মুঘল প্রশাসনিক পদ
উত্তর – মনসব বলতে বোঝানো হয় – ঘ) মুঘল প্রশাসনিক পদ।
আরো পড়ো → কার দৌড় কদ্দুর প্রশ্ন উত্তর
৬। উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করার তৈমুরীয় নীতি ভেঙেছিলেন – ক) বাবর খ) আকবর গ) হুমায়ুন ঘ) শেরশাহ
উত্তর – উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করার তৈমুরীয় নীতি ভেঙেছিলেন – গ) হুমায়ুন।
৭। সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশ বা ‘সুবা’তে ভাগ করার প্রথা কে শুরু করেন? ক) আকবর খ) হুমায়ুন গ) বাবর ঘ) শেরশাহ
উত্তর – সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশ বা ‘সুবা’তে ভাগ করার প্রথা গ) বাবর শুরু করেন।
৮। খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন – ক) ইব্রাহিম লোদি খ) নসরৎ শাহ গ) রানা সঙ্গ ঘ) রানা প্রতাপ সিংহ
উত্তর – খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন – গ) রানা সঙ্গ।
৯। শেরশাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন – ক) ইসলাম শাহ খ) আকবর গ) হুমায়ুন ঘ) হিমু
উত্তর – শেরশাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন – ক) ইসলাম শাহ।
১০। ভারত মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন – ক) বাবর খ) আকবর গ) হুমায়ুন ঘ) ঔরঙ্গজেব
উত্তর – ভারত মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন – খ) আকবর।
সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। আকবরের রাজসভায় একজন রত্নের নাম ছিল …………… ।
উত্তর – আকবরের রাজসভায় একজন রত্নের নাম ছিল বীরবল।
২। ঘর্ঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন …………… (রানা সঙ্গ/ইব্রাহিম লোদি/নসরৎ শাহ)।
উত্তর – ঘর্ঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরৎ শাহ।
৩। উদয় সিংহের ছেলে রানা প্রতাপ সিংহ ছিলেন …………… (গোলকুন্ডার/বিজাপুরের/মেওয়াড়ের) রানা।
উত্তর – উদয় সিংহের ছেলে রানা প্রতাপ সিংহ ছিলেন মেওয়াড়ের রানা।
৪। বিল্বগ্রামের যুদ্ধ হয়েছিল …………… (১৫৩৯/১৫৪০/১৫৪১) খ্রিস্টাব্দে।
উত্তর – বিল্বগ্রামের যুদ্ধ হয়েছিল ১৫৪০ খ্রিস্টাব্দে।
৫। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল …………… (বাবর ও রানা প্রতাপ সিংহ/হুমায়ুন ও উদয় সিংহ/আকবর ও রানা প্রতাপ সিংহ)।
উত্তর – হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর ও রানা প্রতাপ সিংহ।
আরো পড়ো → দিল্লী সুলতানি অধ্যায়ের প্রশ্ন উত্তর
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। নবরত্ন কাদের বলা হত?
উত্তর – আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে নয়জনকে একত্রে বলা হত নবরত্ন।
২। বারো ভুঁইয়া নামে কারা পরিচিত ছিলেন?
উত্তর – জাহাঙ্গিরের সময়ে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগান বিদ্রোহীরা একসঙ্গে বারো ভুঁইয়া নামে পরিচিত ছিলেন।
৩। কারা কিভাবে বাংলাকে পোর্তুগিজ জলদস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষা করে?
উত্তর – মুঘলরা চট্টগ্রাম বন্দর দখল করে বাংলাকে পোর্তুগিজ জলদস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষা করে।
৪। ‘আকবরনামা’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর – আবুল ফজল ‘আকবরনামা’ গ্রন্থটি রচনা করেন।
৫। আকবরের আমলে একজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর – আকবরের আমলে একজন ঐতিহাসিক হলেন আবুল ফজল।
আরো পড়ো → নদী অধ্যায়ের প্রশ্ন উত্তর
৬। শেরশাহ কোন বংশীয় শাসক ছিলেন?
উত্তর – শেরশাহ শূর বংশীয় শাসক ছিলেন।
৭। আকবর কত বছর বয়সে সম্পূর্ণভাবে সাম্রাজ্যের দায়িত্ব নেন?
উত্তর – আকবর ১৮ বছর বয়সে সম্পূর্ণভাবে সাম্রাজ্যের দায়িত্ব নেন।
৮। রাজস্থানের ভাষায় ‘ওয়াড়’ শব্দের অর্থ কি?
উত্তর – রাজস্থানের ভাষায় ‘ওয়াড়’ শব্দের অর্থ একটি বিশেষ অঞ্চল।
৯। দীন-ই-ইলাহি কি?
উত্তর – সুলহ-ই-কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দীন-ই-ইলাহি।
১০। ‘মনসব’ কথাটির অর্থ কি?
উত্তর – ‘মনসব’ কথাটির অর্থ হল পদমর্যাদা।
আরো পড়ো → চুম্বক অধ্যায়ের প্রশ্ন উত্তর
১১। কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুণ্ডা অঞ্চল দুটি জয় করেন?
উত্তর – মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুণ্ডা অঞ্চল দুটি জয় করেন।
১২। ঔরঙ্গজেব কত বছর রাজত্ব করেছিলেন?
উত্তর – ঔরঙ্গজেব ১৬৫৮-১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় ৪৯ বছর রাজত্ব করেছিলেন।
১৩। ১৬৭৯ খ্রিস্টাব্দে রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর – ১৬৭৯ খ্রিস্টাব্দে মাড়ওয়ারের রাঠোর রাজপুতদের সঙ্গে মুঘলদের রাঠোর যুদ্ধ হয়েছিল।
১৪। জায়গিরদার কে ছিলেন?
উত্তর – যিনি জায়গির পেতেন তিনি ছিলেন জায়গিরদার।
১৫। জায়গিরদারি ব্যবস্থা কাকে বলা হত?
উত্তরঃ মানসবদারদের বেতন বাবদ রাজস্বের বরাত দান অর্থাৎ জায়গিরদান ব্যবস্থাকে বলা হত জায়গিরদারি ব্যবস্থা।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।