মেঘচোর – প্রশ্ন উত্তর | Megh Chor Question-Answer|সপ্তম শ্রেণী | Bengali

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
meghchor-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – মেঘচোর | Meghchor

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নোটবই থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘মেঘ-চোর’ গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল – ক) বিজয় খ) সুজয় গ) দিক্‌বিজয় ঘ) গিদ্রাগজ
উত্তর – ‘মেঘ-চোর’ গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল – গ) দিক্‌বিজয়।

২। পুরন্দর তাঁর তৈরি অ্যালয়টিকে কোথায় রেখেছিলেন? ক) একটি এয়ারটাইট বাক্সে খ) একটি ধাতব বাক্সে গ) একটি ফাইবার গ্লাসের বাক্সে ঘ) কাপড়ের প্যাকেটে
উত্তর – পুরন্দর তাঁর তৈরি অ্যালয়টিকে গ) একটি ফাইবার গ্লাসের বাক্সে রেখেছিলেন।

৩। পুরন্দর চৌধুরী কোথায় মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন? ক) আলাস্কায় খ) সাহারা মরুভূমিতে গ) লেক শ্রেভারে ঘ) সাইবেরিয়ায়
উত্তর – পুরন্দর চৌধুরী খ) সাহারা মরুভূমিতে মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন।

৪। অসীমা ইতিহাসের ছাত্রী হলেও যা তিনি ভালোই জানেন – ক) বাংলা খ) ইংরেজি গ) ভূগোল ঘ) ভূতত্ত্ব
উত্তর – অসীমা ইতিহাসের ছাত্রী হলেও যা তিনি ভালোই জানেন – গ) ভূগোল।

৫। অসীমার বয়স – ক) ছাব্বিশ খ) সাতাশ গ) আঠাশ ঘ) উনত্রিশ
উত্তর – অসীমার বয়স – খ) সাতাশ।


আরো পড়ো → নোটবই প্রশ্ন উত্তর

৬। পুরন্দর চৌধুরীর তৈরি অ্যালয়টিতে মার্কারির সঙ্গে ক-টি ধাতু মেশানো ছিল? ক) ন-টি খ) এগারোটি গ) বারোটি ঘ) তেরোটি
উত্তর – পুরন্দর চৌধুরীর তৈরি অ্যালয়টিতে মার্কারির সঙ্গে খ) এগারোটি ধাতু মেশানো ছিল।

৭। পুরন্দর চৌধুরী ছিলেন – ক) রসায়নবিজ্ঞানী খ) পদার্থবিজ্ঞানী গ) বৃষ্টিবিজ্ঞানী ঘ) জীববিজ্ঞানী
উত্তর – পুরন্দর চৌধুরী ছিলেন – গ) বৃষ্টিবিজ্ঞানী।

৮। পৃথিবী থেকে সারা বছর ………… কিউবিক মাইল জল বাষ্প হয়ে মেঘ হয়ে উড়ে যায় – ক) নব্বই হাজার খ) পঁচানব্বই হাজার গ) পঁয়তাল্লিশ হাজার ঘ) পঁচাশি হাজার
উত্তর – পৃথিবী থেকে সারা বছর খ) পঁচানব্বই হাজার কিউবিক মাইল জল বাষ্প হয়ে মেঘ হয়ে উড়ে যায়।

৯। ‘মেঘ-চোর’ গল্পে মেঘ-চোর হলেন – ক) কারপভ খ) অসীমা গ) পুরন্দর ঘ) কেউই নয়
উত্তর – ‘মেঘ-চোর’ গল্পে মেঘ-চোর হলেন – গ) পুরন্দর।

১০। পুরন্দর চৌধুরী সাহারা মরুভূমিতে একমাসে কতটা বৃষ্টিপাত ঘটিয়েছিলেন? ক) একশো ইঞ্চি খ) দেড়শো ইঞ্চি গ) দুশো ইঞ্চি ঘ) তিনশো ইঞ্চি
উত্তর – পুরন্দর চৌধুরী সাহারা মরুভূমিতে একমাসে ক) একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘মেঘ-চোর’ কাকে বলা হয়েছে?
উত্তর – ‘মেঘ-চোর’ গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে ‘মেঘ-চোর’ বলা হয়েছে।

২। সাইবেরিয়া থেকে কোথায় মেঘ আনার কথা বলা হয়েছে?
উত্তর – সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ আনার কথা বলা হয়েছে।

৩। পৃথিবীজুড়ে পুরন্দরের কেমন খ্যাতি রয়েছে?
উত্তর – পৃথিবীজুড়ে পুরন্দরের বৃষ্টিবিজ্ঞানী হিসেবে খ্যাতি রয়েছে।

৪। এই গল্পে কজন চরিত্র? তাদের নাম কি?
উত্তর – ‘মেঘ-চোর’ গল্পে মোট চারটি চরিত্রের উল্লেখ আছে। ‘মেঘ-চোর’ গল্পের সক্রিয় চরিত্রগুলির নাম হলেন – বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী এবং অসীমা আর প্রসঙ্গত এসেছে দিক্‌বিজয় এবং বিজ্ঞানী কারপভের নাম।

৫। অসীমা কোন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছে?
উত্তর – অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করেছে।


আরো পড়ো → নদী প্রশ্ন উত্তর

৬। পুরন্দর চৌধুরী কোথায় তাঁর আবিষ্কারের পরীক্ষা করতে চেয়েছিলেন?
উত্তর – আলাস্কার চেম্বারলিন পাহাড়ের কাছে শ্রেভার লেকে পুরন্দর চৌধুরী তাঁর আবিষ্কারের পরীক্ষা করতে চেয়েছিলেন।

৭। কে পুরন্দরকে ‘মেঘ-চোর’ বলে গালাগালি দিত?
উত্তর – বিজ্ঞানী কারপভ পুরন্দরকে ‘মেঘ-চোর’ বলে গালাগালি দিত।

৮। “তাদের দেশে আমি ইচ্ছা করলে একফোঁটাও বৃষ্টি না দিতে পারি।”– কাদের দেশের কথা বলা হয়েছে?
উত্তর – যে বিজ্ঞানীরা পুরন্দরের সঙ্গে শত্রুতা করেছেন বা তাঁর নামে নিন্দে রটিয়েছেন তাঁদের দেশের কথা বলা হয়েছে।

৯। পুরন্দর চৌধুরী বোস্টনে এসেছিলেন কেন?
উত্তর – আবহাওয়া বিষয়ক এক আলোচনায় যোগ দিতে পুরন্দর চৌধুরী বোস্টনে এসেছিলেন।

১০। ‘মেঘ-চোর’-এর মতো তোমার পড়া দু-একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম লেখো।
উত্তর – আমার পড়া কল্পবিজ্ঞান গল্পগুলির মধ্যে দুটি উল্লেখযোগ্য গল্প হল সত্যজিৎ রায়ের ‘বঙ্কুবাবুর বন্ধু’ ও ‘একশৃঙ্গ অভিযান’।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel