নোটবই – প্রশ্ন উত্তর | Noteboi Question-Answer|সপ্তম শ্রেণী | Bengali

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
noteboi-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – নোটবই | Noteboi

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য সুকুমার রায় রচিত নোটবই থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘নোট বই’ কবিতার কবি হলেন – ক) সুকান্ত ভট্টাচার্য খ) সুকুমার রায় গ) অজিত দত্ত ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর – ‘নোট বই’ কবিতার কবি হলেন – খ) সুকুমার রায়।

২। “কাল থেকে মনে মোর লেগে আছে খটকা” – খটকা কি নিয়ে? ক) তেজ পাতায় তেজ কেন? খ) ঝোলাগুড় কীসে দেয়? গ) কাতুকুতু দিলে গোরু কেন ছটফট করে? ঘ) কোনোটিই নয়
উত্তর – “কাল থেকে মনে মোর লেগে আছে খটকা” – খটকা খ) ঝোলাগুড় কীসে দেয়? এই নিয়ে।

৩। “জবাবটা জেনে নেব …………… খুঁচিয়ে।” ক) বড়দাকে খ) মেজদাকে গ) সেজদাকে ঘ) ছোড়দাকে
উত্তর – “জবাবটা জেনে নেব খ) মেজদাকে খুঁচিয়ে।”


আরো পড়ো → কার দৌড় কদ্দুর – প্রশ্ন উত্তর

৪। ‘দুন্দুভি’ শব্দের অর্থ – ক) কাঠ খ) কাঁসা গ) ঘণ্টা ঘ) ঢাক
উত্তর – ‘দুন্দুভি’ শব্দের অর্থ – ঘ) ঢাক।

৫। রামাকে কি আনতে বলা হয়েছে? ক) নোট বই খ) টর্চ গ) লণ্ঠন ঘ) কলম
উত্তর – রামাকে গ) লণ্ঠন আনতে বলা হয়েছে।

 

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘নোট বই’ কবিতায় বক্তা কোন সব কথা লিখে রাখতে পছন্দ করেন?
উত্তর – ‘নোট বই’ কবিতায় বক্তা যে সব ‘ভালো কথা’ শোনেন সেগুলিই লিখে রাখতে পছন্দ করেন।

২। “নিয়ে আয় লণ্ঠন” – কে লণ্ঠন নিয়ে আসবে?
উত্তর – রামা ছুটে লণ্ঠন নিয়ে আসবে।

৩। ‘নোট বই’ কবিতার লোকটি মেজদার কাছ থেকে কীসের উত্তর জানবেন?
উত্তর – ‘নোট বই’ কবিতার লোকটি মেজদার কাছ থেকে ঝোলাগুড় কীসে দেয় সাবান না পটকায় – এই প্রশ্নের উত্তর জানবেন।


আরো পড়ো → দিল্লী সুলতানি [অধ্যায় 4] প্রশ্ন উত্তর

৪। ‘নোট বই’ কি ধরনের লেখাতে ভরা?
উত্তর – ‘নোট বই’ কিলবিল লেখাতে ভরা।

৫। ‘নোট বই’ পড়লে কি কি জানা যায়?
উত্তর – ‘নোট বই’ পড়লে ফড়িঙের কটা ঠ্যাং, আরোশলা কি কি খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গোরু কেন ছটফট করে ইত্যাদি জানা যায়।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel