শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – ছন্দে শুধু কান রাখো | Chonde Sudhu Kan Rakho Kobita
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| গণেশ ছবি আঁকছিল কীসের সাহায্যে? ক) রঙ-তুলি খ) পেনসিল গ) যান্ত্রিক বাটালি ঘ) কলম
উত্তরঃ গণেশ ছবি আঁকছিল গ) যান্ত্রিক বাটালি-র সাহায্যে।
২| ‘পাগলা গণেশ’ একটি ……………… বিষয়ক গল্প। ক) বিজ্ঞান খ) কল্পবিজ্ঞান গ) রূপকথা
উত্তরঃ ‘পাগলা গণেশ’ একটি খ) কল্পবিজ্ঞান বিষয়ক গল্প।
৩| পৃথিবীতে যা আবিষ্কারের হিড়িক পড়ে গেছে – ক) মৃত্যুঞ্জয় টনিক খ) যান্ত্রিক বাটালি গ) উড়ান যন্ত্র ঘ) নতুন গ্রহ
উত্তরঃ পৃথিবীতে গ) উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে।
৪| ‘অবজার্ভেটরি’-র বাংলা প্রতিশব্দ – ক) পরীক্ষাগার খ) গবেষণাগার গ) নিরীক্ষণাগার
উত্তরঃ ‘অবজার্ভেটরি’-র বাংলা প্রতিশব্দ – গ) নিরীক্ষণাগার।
৫| অধ্যাপক গণেশ সায়েন্স কলেজে যে বিষয় পড়াতেন – ক) মাইক্রো ইলেকট্রনিক্স খ) মাইক্রোবায়োলজি গ) বায়োটেকনোলজি ঘ) ইলেকট্রনিক্স
উত্তরঃ অধ্যাপক গণেশ সায়েন্স কলেজে ক) মাইক্রো ইলেকট্রনিক্স বিষয় পড়াতেন।
আরো পড়ো → ছন্দে শুধু কান রাখো প্রশ্ন উত্তর
৬| পাগলা গণেশের বয়স হল – ক) ১৫০ বছর খ) ২০০ বছর গ) ২৫০ বছর ঘ) ৩৫০ বছর
উত্তরঃ পাগলা গণেশের বয়স হল – খ) ২০০ বছর।
৭| সভ্যসমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ ক) হিমালয়ের গিরিগুহায় খ) গভীর জঙ্গলে গ) মহাকাশে আশ্রয় নিয়েছিলেন
উত্তরঃ সভ্যসমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ ক) হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন।
৮| গল্পে যে খ্রিস্টাব্দের কাহিনির উল্লেখ আছে – ক) ৩৫৫৩ খ্রিস্টাব্দ খ) ৩৫৫৭ খ্রিস্টাব্দ গ) ৩৫৭৯ খ্রিস্টাব্দ ঘ) ৩৫৮৯ খ্রিস্টাব্দ
উত্তরঃ গল্পে ঘ) ৩৫৮৯ খ্রিস্টাব্দের কাহিনির উল্লেখ আছে।
৯| গণেশের লেখা কবিতায় শিশুকে বলা হয়েছে – ক) জগদীশ খ) ভোলানাথ গ) সারথি ঘ) দেবাদিদেব
উত্তরঃ গণেশের লেখা কবিতায় শিশুকে বলা হয়েছে – খ) ভোলানাথ।
১০| গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল – ক) ৩৫৮৯ খ) ৩৪৩৯ গ) ৩৫০০ সালে
উত্তরঃ গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল – খ) ৩৪৩৯ সালে।
আরো পড়ো → ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা প্রশ্ন উত্তর
১১| গণেশের ছোটো ছেলের বয়স – ক) একশো আটষট্টি বছর খ) একশো সত্তর বছর গ) একশো ছেষট্টি বছর ঘ) একশো একাত্তর বছর
উত্তরঃ গণেশের ছোটো ছেলের বয়স – ক) একশো আটষট্টি বছর।
১২| পাগলা গণেশ আশ্রয় নিয়েছিলেন কোন গিরিগুহায়? ক) আল্পস পর্বতের খ) আন্দিজ পর্বতের গ) হিমালয় পর্বতের ঘ) রকি পর্বতের
উত্তরঃ পাগলা গণেশ আশ্রয় নিয়েছিলেন গ) হিমালয় পর্বতের গিরিগুহায়।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| ‘পাগলা গণেশ’ গল্পে যে সকল উড়ান যন্ত্রের পরিচয় আছে সেগুলির পরিচয় দাও।
উত্তরঃ ‘পাগলা গণেশ’ গল্পে ডাইনিদের বাহন ডান্ডাওলা ঝাঁটা, নারদের ঢেঁকি, কার্পেট, কার্তিকের বাহন ময়ূরের মতো দেখতে উড়ান যন্ত্রের পরিচয় যায়।
২| “…এবং এখনও অনেকে যাচ্ছে”- কোথায় যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তরঃ প্রশ্নে উদ্ধৃত অংশে মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে মানুষের যাওয়ার কথা বলা হয়েছে।
৩| সভ্যসমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে পাগলা গণেশ কোথায় আশ্রয় নিয়েছিলেন?
উত্তরঃ সভ্যসমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে পাগলা গণেশ হিমালয়ের একটি গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন।
৪| গণেশ কেন অমর হয়ে গেলেন?
উত্তরঃ মৃত্যুঞ্জয় টনিক খেয়ে গণেশ অমর হয়ে গিয়েছিলেন।
৫| “ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন?”- কোন কাজকে ‘বিকট শব্দ’ বলা হয়েছে?
উত্তরঃ গণেশের গলা ছেড়ে গাওয়া গান শুনে দুজন মানুষ সেটা ‘বিকট শব্দ’ বলে মনে করেছিল, কারণ তারা গান শুনতে অভ্যস্ত ছিল না।
আরো পড়ো → পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন উত্তর
৬| ‘অবজার্ভেটরি’-র বাংলা প্রতিশব্দ লেখো।
উত্তরঃ ‘অবজার্ভেটরি’-র কথাটির বাংলা প্রতিশব্দ হল মানমন্দির।
৭| পাগলা গণেশের বয়স কত?
উত্তরঃ পাগলা গণেশের বয়স দুশো বছর।
৮| পাগলা গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন?
উত্তরঃ পাগলা গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণাকেন্দ্রে কাজ করতেন।
আরো পড়ো → তাপ সপ্তম শ্রেণি প্রশ্ন উত্তর
৯|“আকাশে একটি পিপে ভাসছিল”- এই পিপে থেকে কে নামল?
উত্তরঃ আকাশে ভাসমান পিপে থেকে নেমেছিল একজন পুলিশম্যান।
১০| “গণেশ খুব খুশি।”- গণেশ খুশি কেন?
উত্তরঃ একদিন গণেশের পুলিশম্যান ছাত্রটি তার চার সহকর্মীর সঙ্গে এসে বলে যে তারা কবিতা, গান, ছবি বিষয়গুলি বুঝতে চায়। সে কথা শুনেই গণেশ খুব খুশি হয়।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।