পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া – প্রশ্ন উত্তর | Poromanu Anu O Rasayonik Bikriya Class 7 – Question Answer

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
Poromanu-Anu-O-Rasayonik-Bikriya-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বিজ্ঞান| অধ্যায় – পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া | Poromanu Anu O Rasayonik Bikriya

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1. ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় – ক) অ্যানায়ন খ) ক্যাটায়ন গ) প্রোটন ঘ) ইলেকট্রন
উত্তরঃ ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় – খ) ক্যাটায়ন।

2. N2 + 3H2  2NH3 এই বিক্রিয়াটি হল – ক) প্রত্যক্ষ সংযোগ খ) বিয়োজন গ) প্রতিস্থাপন ঘ) কোনোটিই নয়
উত্তরঃ . N2 + 3H2 → 2NH3 এই বিক্রিয়াটি হল – ক) প্রত্যক্ষ সংযোগ।

3. কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 6 হলে তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হবে – ক) 6 খ) 12 গ) 18 ঘ) 20
উত্তরঃ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 6 হলে তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হবে – ক) 6।

4. পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকে থাকে – ক) ইলেকট্রন ও নিউট্রন খ) প্রোটন ও নিউট্রন গ) ইলেকট্রন ও প্রোটন ঘ) কোনোটিই নয়
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকে থাকে – খ) প্রোটন ও নিউট্রন।

5. ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় – ক) অ্যানায়ন খ) ক্যাটায়ন গ) প্রোটন ঘ) ইলেকট্রন
উত্তরঃ ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় – ক) অ্যানায়ন।


আরো পড়ো → তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

6. পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম হল – ক) Na খ) Ca গ) Cu ঘ) K
উত্তরঃ পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম হল – গ) Cu।

7. পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকের মোট প্রোটন সংখ্যাকে বলে – ক) পারমাণবিক গুরুত্ব খ) ভরসংখ্যা গ) পরমাণু-ক্রমাঙ্ক ঘ) কোনোটিই নয়
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকের মোট প্রোটন সংখ্যাকে বলে – গ) পরমাণু-ক্রমাঙ্ক।

8. নুনের NaCl জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় – ক) Na+ ও Cl2 আয়ন খ) Na2+ ও Cl আয়ন গ) Na2+ ও Cl2 আয়ন ঘ) Na+ ও Cl আয়ন
উত্তরঃ নুনের NaCl জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় – ঘ) Na+ ও Cl আয়ন।


আরো পড়ো → ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা

9. পরমাণুর কেন্দ্রককে ঘিরে বিভিন্ন পথে ঘুরে বেড়ায় – ক) প্রোটন খ) নিউট্রন গ) ইলেকট্রন ঘ) কোনোটিই নয়
উত্তরঃ পরমাণুর কেন্দ্রককে ঘিরে বিভিন্ন পথে ঘুরে বেড়ায় – গ) ইলেকট্রন।

10. কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় – ক) ক্যাটায়ন খ) অ্যানায়ন গ) মূলক ঘ) কোনোটিই নয়
উত্তরঃ কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় – ক) ক্যাটায়ন।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১. পরমাণুর নিউক্লিয়াস কোন চার্জযুক্ত হয়?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত হয়।

২. নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো।
উত্তরঃ নিউট্রনবিহীন একটি পরমাণু হল সাধারণ হাইড্রোজেন।

৩. পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন দুটি মৌলের নাম লেখো।
উত্তরঃ পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন দুটি মৌল হল – নাইট্রোজেন (N) ও কপার (Cu)।

৪. একটি ধনাত্মক তড়িৎধর্মী মূলকের সংকেত লেখো।
উত্তরঃ একটি ধনাত্মক তড়িৎধর্মী মূলক NH+4 (অ্যামোনিয়াম মূলক)

৫. একটি ঋণাত্মক তড়িৎধর্মী মূলকের সংকেত লেখো।
উত্তরঃ একটি ঋণাত্মক তড়িৎধর্মী মূলক হল OH (হাইড্রক্সিল মূলক)।


আরো পড়ো → পাগলা গণেশ প্রশ্ন উত্তর

৬. শূন্যযোজী তিনটি মৌলের নাম লেখো।
উত্তরঃ শূন্যযোজী তিনটি মৌল হল – হিলিয়াম, নিয়ন ও আর্গন।

৭. A ও B মৌলের যোজ্যতা যথাক্রমে 2 এবং 3 হলে A ও B মৌল দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কি হবে?
উত্তরঃ A ও B মৌলের যোজ্যতা যথাক্রমে 2 এবং 3 হলে A ও B মৌল দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হবে A3B2.

৮. পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি?
উত্তরঃ পরমাণুর সবচেয়ে হালকা কণা হল ইলেকট্রন।

৯. Na এবং Na+-এ প্রোটন সংখ্যার কি পার্থক্য রয়েছে?
উত্তরঃ Na এবং Na+ উভয়ক্ষেত্রেই প্রোটন সংখ্যা 11।

১০. পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর চিহ্ন লেখো।
উত্তরঃ পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতু হল – কপার (Cu) ও আয়রন (Fe)।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel