
শ্রেণি – সপ্তম| বিভাগ – বিজ্ঞান| অধ্যায় – আলো | Light (alo)
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের ভৌত পরিবেশে – আলো অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। অমসৃণ প্রতিফলক থেকে আলোর – ক) নিয়মিত প্রতিফলন হয় খ) বিক্ষিপ্ত প্রতিফলন হয় গ) প্রতিফলন হয় না ঘ) কোনোটিই নয়
উত্তর – অমসৃণ প্রতিফলক থেকে আলোর – খ) বিক্ষিপ্ত প্রতিফলন হয়।
২। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় – ক) ছায়া খ) প্রতিকৃতি গ) প্রতিবিম্ব ঘ) প্রচ্ছায়া
উত্তর – সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় – খ) প্রতিকৃতি।
৩। রংধনু সৃষ্টির কারণ আলোর – ক) নিয়মিত প্রতিফলন খ) বিক্ষিপ্ত প্রতিফলন গ) প্রতিসরণ ঘ) বিচ্ছুরণ
উত্তর – রংধনু সৃষ্টির কারণ আলোর – ঘ) বিচ্ছুরণ।
৪। অপসারী আলোকরশ্মিগুচ্ছ – ক) আঁকাবাঁকা পথে ছড়িয়ে পড়ে খ) সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে গ) সমান্তরালভাবে এগিয়ে চলে ঘ) একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়
উত্তর – অপসারী আলোকরশ্মিগুচ্ছ – খ) সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।
৫। রংধনুতে কোন বর্ণটি থাকে না? ক) বাদামি খ) বেগুনি গ) আসমানি ঘ) সবুজ
উত্তর – রংধনুতে ক) বাদামি বর্ণটি থাকে না।
আরো পড়ো → কার দৌড় কদ্দুর গল্পের প্রশ্ন উত্তর
৬। ছায়ার আংশিক আলোকিত অঞ্চলকে বলে – ক) প্রচ্ছায়া খ) উপচ্ছায়া গ) আলোক-উৎস ঘ) প্রতিকৃতি
উত্তর – ছায়ার আংশিক আলোকিত অঞ্চলকে বলে – খ) উপচ্ছায়া।
৭। সূর্যের আলোর বিচ্ছুরণে পাওয়া যায় – ক) 5 টি রঙ খ) 6 টি রঙ গ) 7 টি রঙ ঘ) 8 টি রঙ
উত্তর – সূর্যের আলোর বিচ্ছুরণে পাওয়া যায় – গ) 7 টি রঙ।
৮. আলো গমন করে – ক) বক্ররেখায় খ) সরলরেখায় গ) যে-কোনো রেখায় ঘ) কোনোটিই নয়
উত্তর – আলো গমন করে – খ) সরলরেখায়।
৯। বর্ণালি সৃষ্টি হয় আলোর – ক) প্রতিফলন ধর্মের জন্য খ) প্রতিসরণ ধর্মের জন্য গ) বিচ্ছুরণ ধর্মের জন্য ঘ) কোনোটিই নয়
উত্তর – বর্ণালি সৃষ্টি হয় আলোর – গ) বিচ্ছুরণ ধর্মের জন্য।
১০। ছায়া পড়ার কারণ – ক) আলোর বিচ্ছুরণ ধর্ম খ) আলোর প্রতিফলন ধর্ম গ) আলোর প্রতিসরণ ধর্ম ঘ) আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম
উত্তর – ছায়া পড়ার কারণ – ঘ) আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। দেহের ভাঙা হাড়ের ছবি তোলা যায় কোন রশ্মির সাহায্যে?
উত্তর – দেহের ভাঙা হাড়ের ছবি তোলা যায় এক্স রশ্মির সাহায্যে।
২। সূচিছিদ্র ক্যামেরায় আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়েছে?
উত্তর – সূচিছিদ্র ক্যামেরায় আলোর সরলরেখায় গমন করার ধর্মকে কাজে লাগানো হয়েছে।
৩। প্রতিফলিত রশ্মি কাকে বলে?
উত্তর – প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যে আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে, সেই আলোকরশ্মিকে প্রতিফলিত রশ্মি বলে।
৪। প্রতিফলন কোণ কাকে বলে?
উত্তর – প্রতিফলিত রশ্মি প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাকে প্রতিফলন কোণ বলে।
৫। ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রমাণ করে?
উত্তর – ছায়ার সৃষ্টি প্রমাণ করে আলো সরলরেখা বরাবর চলে।
আরো পড়ো → দিল্লী সুলতানি [অধ্যায় 4] প্রশ্ন উত্তর
৬। আপতন বিন্দু কাকে বলে?
উত্তর – প্রতিফলকের যে বিন্দুতে কোনো আলোকরশ্মি এসে আপতিত হয় সেই বিন্দুকে আপতন বিন্দু বলে।
৭। আপতন কোণ কাকে বলে?
উত্তর – আপতিত রশ্মি প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাকে আপতন কোণ বলে।
৮। প্রচ্ছায়া কাকে বলে?
উত্তর – ছায়ার যে অংশটি গাঢ় অন্ধকারাচ্ছন্ন তাকে বলে প্রচ্ছায়া।
৯। কোন কোন গাছের ফুল ফোটা দিনের দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধির ওপর নির্ভরশীল?
উত্তর – টম্যাটো, সূর্যমুখী গাছের ফুল ফোটা দিনের দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধির ওপর নির্ভরশীল।
১০। দুটি স্বচ্ছ মাধ্যমের নাম লেখো।
উত্তর – দুটি স্বচ্ছ মাধ্যম হল স্বচ্ছ কাচ ও বায়ু।
আরো পড়ো → ভূমিরূপ প্রশ্ন উত্তর
১১। সিনেমার পর্দায় আলোর কোন ধরনের প্রতিফলনকে কাজে লাগানো হয়?
উত্তর – সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলনকে কাজে লাগানো হয়।
১২। আপতিত রশ্মি কাকে বলে?
উত্তর – প্রতিফলের ওপর যে আলোকরশ্মি আপতিত হয় সেই আলোকরশ্মিকে আপতিত রশ্মি বলে।
১৩। উপচ্ছায়া কাকে বলে?
উত্তর – ছায়ার যে অংশটি আংশিক অন্ধকারাচ্ছন্ন তাকে উপচ্ছায়া বলে।
১৪। সমতল দর্পণে কি ধরনের প্রতিফলন হয়?
উত্তর – সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন হয়।
১৫। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই?
উত্তর – আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।