
শ্রেণি – সপ্তম| বিভাগ – বিজ্ঞান| অধ্যায় – তড়িৎ | Electricity (Torit)
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের ভৌত পরিবেশে – চুম্বক তড়িৎ থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। সুপরিবাহী পদার্থ কাকে বলে?
উত্তর – যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারে, তাকে তড়িতের সুপরিবাহী পদার্থ বলা হয়।
২। তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও।
উত্তর – তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ হল – লোহা ও তামা।
৩। তড়িতের কুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও।
উত্তর – তড়িতের কুপরিবাহী পদার্থের উদাহরণ হল – কাঁচ ও প্লাস্টিক।
৪। তড়িৎপ্রবাহ কাকে বলে?
উত্তর – কোনো পারিবাহীর মধ্য দিয়ে তড়িদাধানের প্রবাহকে তড়িৎপ্রবাহ বলা হয়।
৫। সৌরবিদ্যুৎ কি?
উত্তর – সৌরকোশে সৌরশক্তির অর্থাৎ সূর্যালোকের শোষণ ঘটে এবং আলোকশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়। এই উৎপন্ন তড়িৎশক্তিকে সৌরবিদ্যুৎ বলা হয়।
৬। বালবের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি।
উত্তর – বালবের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি।
৭। ইলেকট্রিক ইস্ত্রিতে কোন উপাদানের তার দিয়ে তৈরি হয়?
উত্তর – ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়।
৮। LED-র মধ্যে তড়িৎপ্রবাহের ফলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর – LED-র মধ্যে তড়িৎপ্রবাহের ফলে তড়িৎশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।
৯। ফিউজ তারের উপাদান কি কি?
উত্তর – ফিউজ তারের উপাদান হল টিন ও সিসা।
১০। নিজের দেহে তড়িৎশক্তি উৎপাদন করতে পারে এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর – জেলিফিস এবং ইলেকট্রিক ইল মাছ নিজের দেহে তড়িৎশক্তি উৎপাদন করতে পারে।
আরো পড়ো → পরিবেশবান্ধব শক্তি অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।