পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | Class 7 Science Chapter 6 | Question Answer

মাধ্যমিকে নম্বর বাড়াবার উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
poribesher-sojib-upadan-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বিজ্ঞান| অধ্যায় – পরিবেশের সজীব উপাদান | Poribesher Sojib Upadan

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বিজ্ঞান বিভাগের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। মুলত্রের কাজ হল – ক) খাদ্য উৎপাদন করা খ) মূলের অগ্রভাগকে রক্ষা করা গ) খাদ্য সঞ্চয় করা ঘ) জল শোষণ করা
উত্তর – মুলত্রের কাজ হল খ) মূলের অগ্রভাগকে রক্ষা করা।

২। গুচ্ছ মূল দেখা যায় – ক) আমগাছে খ) পাইন গাছে গ) ধানগাছে ঘ) মটর গাছে
উত্তর – গুচ্ছ মূল দেখা যায় গ) ধানগাছে।

৩। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হল – ক) পর্ব খ) কক্ষ গ) পর্বমধ্য ঘ) বিটপ
উত্তর – কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হল ক) পর্ব।

৪। একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ হল – ক) বক ফুল খ) মটর ফুল গ) কুমড়ো ফুল ঘ) অপরাজিতা ফুল
উত্তর – একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ হল গ) কুমড়ো ফুল।

৫। ফুলের সর্বাপেক্ষা বাইরের স্থবক হল – ক) বৃতি খ) পুষ্পাক্ষ গ) দলমণ্ডল ঘ) পুংস্থবক
উত্তর – ফুলের সর্বাপেক্ষা বাইরের স্থবক হল ক) বৃতি।


আরো পড়ো → জীবনযাত্রা ও সংস্কৃতি অধ্যায়ের প্রশ্ন উত্তর

৬। ফুলের ডিম্বক রূপান্তরিত হয়ে পরিণত হয় – ক) ফলে খ) বীজে গ) বীজত্বকে ঘ) ফলত্বকে
উত্তর – ফুলের ডিম্বক রূপান্তরিত হয়ে পরিণত হয় খ) বীজে।

৭। স্কুটেলাম দেখা যায় – ক) ভুট্টা বীজে খ) মটর বীজে গ) কুমড়ো বীজে ঘ) রেড়ি বীজে
উত্তর – স্কুটেলাম দেখা যায় – ক) ভুট্টা বীজে।

৮। আমের আঁটি হল – ক) অন্তত্বক খ) বহিত্বক গ) মধ্যত্বক ঘ) ফলত্বক
উত্তর – আমের আঁটি হল – ক) অন্তত্বক।

৯। পাখির সাহায্যে পরাগযোগ ঘটে – ক) বিগোনিয়া খ) পলাশ গ) শিমূল ঘ) সবকটিই
উত্তর – পাখির সাহায্যে পরাগযোগ ঘটে – ঘ) সবকটিই।

১০। ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, সেটি হল – ক) বৃতি খ) দলমণ্ডল গ) পরাগধানী ঘ) ডিম্বাশয়
উত্তর – ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, সেটি হল – ঘ) ডিম্বাশয়।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। কাগজ তৈরি হয় কোন গাছের কান্ড থেকে?
উত্তর – বাঁশগাছের কান্ড থেকে কাগজ তৈরি হয়।

২। পর্বমধ্য কাকে বলে?
উত্তর – উদ্ভিদের দুইটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে।

৩। কান্ডের যে অংশ থেকে পাঠা জন্মায় থাকে কি বলে?
উত্তর – কান্ডের যে অংশ থেকে পাতা জন্মায় তাকে পর্ব বলা হয়।

৪। রূপান্তরিত কাণ্ডের উদাহরণ দাও।
উত্তর – কুমড়োর শাখাআকর্ষ এবং বেলের শাখাকণ্টক হল রূপান্তরিত বায়বীয় কান্ড।

৫। মাটির ক্ষয় রোধ করতে কোন কোন গাছ লাগানো যেতে পারে?
উত্তর – মাটির ক্ষয় রোধ করতে সুপারি, তাল, নারকেল, ইউক্যালিপ্টাস, আকাশমণি প্রভৃতি গাছ লাগানো যেতে পারে।

wbporashona-to-the-point-ebook

৬। কোন কোন গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর – নারকেল ও শালগাছের পাতাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

৭। একটি অবৃন্তক পত্রের উদাহরণ দাও।
উত্তর –একটি অবৃন্তক পত্রের উদাহরণ হল শিয়ালকাঁটা গাছের পাতা।

৮। কোন গাছের পাতার সিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে?
উত্তর – নারকেল গাছের শুকনো পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে।

৯। কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে?
উত্তর – বিভিন্ন পতঙ্গ শ্রেণির প্রাণী গাছের পাতায় ডিম পারে। যেমন রেশম মঠ তুঁতগাছের পাতায় এবং প্রজাপতি বিভিন্ন গাছের পাতায় ডিম পাড়ে।

১০। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখ।
উত্তর – অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটা পাতা হল ফনীমনসার পাতা, যা কাঁটায় রূপান্তরিত হয়।


আরো পড়ো → পরিবেশবান্ধব শক্তি প্রশ্ন উত্তর 

১১। আমের কোন অংশ আমরা খাই?
উত্তর – আমের রসালো মধ্যত্বক আমরা খাই।

১২। একটি স্বপরাগী আর একটি ইতরপরাগী ফুলের নাম লেখো।
উত্তর – একটি স্বপরাগী ফুলের নাম সন্ধ্যামালতী, আর একটি ইতরপরাগী ফুলের নাম পেঁপে।

১৩। ফুলের পরাগ মানবদেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে?
উত্তর – ফুলের পরাগ বা রেণু থেকে অনেকের অ্যালার্জি, শ্বাসকষ্ট এবং চর্মরোগ-ও হতে পারে। যেমন – পার্থেনিয়াম উদ্ভিদের রেণু আমাদের শ্বাসকষ্টের একটি অন্যতম কারণ।

১৪। আমের বীজে কটি বীজপত্র থাকে?
উত্তর – আমের বীজে দুটি বীজপত্র থাকে।

১৫। Hilum কি? কোন বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত?
উত্তর – মটর বীজ বা ছোলা বীজের বীজত্বকে উপস্থিত একটি দাগ হল hilum (হাইলাম) বা ডিম্বকনাভি।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook