স্বাধীনতা সংগ্রামে নারী প্রশ্ন উত্তর |Swadhinata Sangrame Nari Question Answer |সপ্তম শ্রেণী | Bengali

মাধ্যমিকে নম্বর বাড়ানোর উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
swadhinata-sangrame-nari-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় –  স্বাধীনতা সংগ্রামে নারী | Swadhinata Sangrame Nari

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য সমরেশ বসু রচিত স্বাধীনতা সংগ্রামে নারী গল্পের প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ননীবালা দেবী কার কাছে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন ক) অমরেন্দ্র চ্যাটার্জি খ) যাদুগোপাল মুখার্জি গ) ভোলানাথ চ্যাটার্জি
উত্তর – ননীবালা দেবী ক) অমরেন্দ্র চ্যাটার্জি-র কাছে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন।

২। ননীবালা দেবী কোথায় অমরেন্দ্র চ্যাটার্জি ও তাঁর কয়েকজন সহকর্মীকে আশ্রয় দিয়েছিলেন? ক) রিষড়াতে খ) চুঁচুড়াতে গ) চন্দননগরে
উত্তর – ননীবালা দেবী ক) রিষড়াতে অমরেন্দ্র চ্যাটার্জি ও তাঁর কয়েকজন সহকর্মীকে আশ্রয় দিয়েছিলেন।

৩। চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী কোথায় গিয়েছিলেন? ক) পেশোয়ারে খ) কাশীতে গ) রিষড়াতে
উত্তর – চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী ক) পেশোয়ারে গিয়েছিলেন।

৪। কাশীর ডেপুটি পুলিশ সুপার যিনি ননীবালা দেবীকে জেরা করেছিলেন, তিনি হলেন – ক) জিতেন ব্যানার্জি খ) হিতেন ব্যানার্জি গ) যতীন ব্যানার্জি
উত্তর – কাশীর ডেপুটি পুলিশ সুপার যিনি ননীবালা দেবীকে জেরা করেছিলেন, তিনি হলেন – ক) জিতেন ব্যানার্জি।

৫। পুলিশ সুপার গোল্ডির কাছে ননীবালা দেবী কার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন? ক) সারদামণি দেবী খ) ভগিনী নিবেদিতা গ) দুকড়িবালা দেবী
উত্তর – পুলিশ সুপার গোল্ডির কাছে ননীবালা দেবী ক) সারদামণি দেবীর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।


আরো পড়ো → মুঘল সাম্রাজ্যের সংকট প্রশ্ন উত্তর

৬। ননীবালা দেবী কোন বয়সে বিধবা হয়েছিলেন – ক) ১২ বছর খ) ১৪ বছর গ) ১৬ বছর ঘ) ১৮ বছর
উত্তর – ননীবালা দেবী গ) ১৬ বছর বয়সে বিধবা হয়েছিলেন।

৭। ননীবলা দেবীকে কাশীর জেল থেকে নিয়ে আশা হয় – ক) আলিপুর জেলে খ) পেশোয়ারের জেলে গ) প্রেসিডেন্সি জেলে ঘ) দমদম জেলে।
উত্তর – ননীবলা দেবীকে কাশীর জেল থেকে গ) প্রেসিডেন্সি জেলে নিয়ে আশা হয়।

৮। “এই মহীয়সী ছিলেন সেই পরিণতিস্মভবা মেঘ।” – এখানে মহীয়সী হলেন – ক) দুকড়িবালা দেবী খ) ননীবালা দেবী গ) কমলা দেবী ঘ) মাতঙ্গিনী দেবী।
উত্তর – “এই মহীয়সী ছিলেন সেই পরিণতিস্মভবা মেঘ।” – এখানে মহীয়সী হলেন খ) ননীবালা দেবী।


আরো পড়ো → ভানুসিংহের পত্রাবলী প্রশ্ন উত্তর

৯। দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেন – ক) হাওড়ায় খ) হুগলীতে গ) কাশীতে ঘ) বীরভূমে।
উত্তর – দুকড়িবালা দেবী ঘ) বীরভূমে জন্মগ্রহণ করেন।

১০। কোন বিপ্লবী গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? ক) প্রবোধ মিত্র খ) অমর চ্যাটার্জী গ) হরিদাস দত্ত ঘ) ক্ষুদিরাম বসু
উত্তর – গ) হরিদাস দত্ত বিপ্লবী গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। অমরেন্দ্র চ্যাটার্জি কে ছিলেন?
উত্তর – অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন ননীবালা দেবীর ভ্রাতুস্পুত্র এবং তাঁর বিপ্লবের দীক্ষাগুরু।

২। ননীবালা দেবী কিভাবে রামবাবুর কাছ থেকে গোপন কথা জেনে এসেছিলেন?
উত্তর – ননীবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে গোপন কথা জেনে এসেছিলেন।

৩। ননীবালা দেবী কার সাথে পেশোয়ারে পালিয়ে গিয়েছিলেন?
উত্তর – ননীবালা দেবী তাঁর বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্রের সাথে পেশোয়ারে পালিয়ে গিয়েছিলেন।

৪। কলকাতার প্রেসিডেন্সি জেলে কে ননীবালা দেবীকে জেরা করতেন?
উত্তর – কলকাতার প্রেসিডেন্সি জেলে আইবি পুলিশের স্পেশাল সুপার গোল্ডি সাহেব ননীবালা দেবীকে জেরা করতেন।

৫। চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী কোথায় যান?
উত্তর – চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী পেশোয়ারে গিয়েছিলেন।

wbporashona-to-the-point-ebook

৬। “পুলিশের দৃষ্টি পড়ল এখানেও” – তল্লাশির সময়ে কে পলাতক হন আর কে গ্রেফতার হন?
উত্তর – তল্লাশির সময়ে অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেফতার হন।

৭। ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ রচনাটি লেখিকার কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর – ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ রচনাটি লেখিকার ‘স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী’ নামক গ্রন্থ থেকে সংকলিত।

৮। পুলিশ কোন্‌ অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেফতার করেছিলেন? বিচারে তাঁর কি শাস্তি হয়?
উত্তর – বোনপো বিপ্লবী নিবারণ ঘটকের চুরি করে আনা সাতটা মসার পিস্তল লুকিয়ে রাখার অভিযোগে পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেফতার করেছিলেন।
বিচারে দুকড়িবালা দেবীর দু-বছরের সশ্রম কারাদন্ডের সাজা হয়।


আরো পড়ো → আফ্রিকা মহাদেশ প্রশ্ন উত্তর

৯। কার কাছ থেকে দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পান?
উত্তর – মাইনিং ক্লাসের ছাত্র ও তাঁর বোনপো নিবারণ ঘটকের কাছ থেকে দুকড়িবালা দেবী বিপ্লবের অণুপ্রেরণা লাভ করেন।

১০। দুকড়িবালা দেবী কবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন?
উত্তর – দুকড়িবালা দেবী ১৯১৮ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জেল থেকে ছাড়া পেয়েছিলেন।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook