ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা প্রশ্ন উত্তর | Varoter Rajnoitik Itihaser Koyekti Dhara – Question Answer | Class 7

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
varoter-rajnoitik-itihaser-koyekti-dhara-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – ইতিহাস| অধ্যায় – ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা | Varoter Rajnoitik Itihaser Koyekti Dhara

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ইতিহাস বিষয় থেকে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| ‘হর্ষচরিত’-এর রচিয়তা হলেন – ক) বানভট্ট খ) দীনবন্ধু মিত্র গ) কালিদাস ঘ) অশ্বঘোষ
উত্তর – ‘হর্ষচরিত’-এর রচিয়তা হলেন – ক) বানভট্ট।

২| বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে পরিচিত ছিল -ক) নারকেল নামে খ) হরিকেল নামে গ) হ্যারিকেন নামে ঘ) বরেন্দ্র নামে।
উত্তর – বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে পরিচিত ছিল – খ) হরিকেল নামে।

৩| শশাঙ্কের সময় কামরূপের রাজা ছিলেন – ক) ভাস্করবর্মা খ) গ্রহবর্মা গ) অনন্তবর্মা ঘ) চন্দ্রবর্মা
উত্তর – শশাঙ্কের সময় কামরূপের রাজা ছিলেন – ক) ভাস্করবর্মা।

৪. প্রাচীন বাংলার বদ্বীপ এলাকায় কোন অঞ্চলটি গড়ে ওঠে? ক) বঙ্গাল খ) পুন্ড্রবর্ধন গ) বরেন্দ্র ঘ) বঙ্গ
উত্তর – প্রাচীন বাংলার বদ্বীপ এলাকায় ঘ) বঙ্গ অঞ্চলটি গড়ে ওঠে।

৫| দন্তিদুর্গ ছিলেন – ক) চোল বংশভুক্ত খ) রাষ্ট্রকূট বংশভুক্ত গ) পাল বংশভুক্ত ঘ) সেন বংশভুক্ত
উত্তর – দন্তিদুর্গ ছিলেন – খ) রাষ্ট্রকূট বংশভুক্ত।


আরো পড়ো → ছন্দে শুধু কান রাখো প্রশ্ন উত্তর

৬| ত্রিশক্তির সংগ্রামে জড়িয়ে পড়েছিল – ক) পাল, কৈবর্ত, সেন খ) পাল, গুর্জর-প্রতিহার, রাষ্ট্রকূট গ) চোল, পান্ড্য, পাল ঘ) চোল, পাল, রাষ্ট্রকূট
উত্তর – ত্রিশক্তির সংগ্রামে জড়িয়ে পড়েছিল – খ) পাল, গুর্জর-প্রতিহার, রাষ্ট্রকূট।

৭| বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় – ক) আনুমানিক ৭৪০ খ্রিস্টাব্দে খ) আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দে গ) আনুমানিক ৭৭৪ খ্রিস্টাব্দে  ঘ) আনুমানিক ৮০৬ খ্রিস্টাব্দে
উত্তর – বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় – খ) আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দে।

৮| কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে? ক) গোদাবরী খ) কৃষ্ণা গ) কাবেরী ঘ) তুঙ্গভদ্রা
উত্তর – গ) কাবেরী নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে।

৯| ইসলামীয় সাল গণনাকে বলা হয় – ক) বঙ্গাব্দ খ) শকাব্দ গ) হিজরি ঘ) খ্রিস্টাব্দ
উত্তর – ইসলামীয় সাল গণনাকে বলা হয় – গ) হিজরি

১০| মহম্মদ ঘোরি দ্বিতীয় তরাইনের যুদ্ধে পরাজিত করেন – ক) কুতুবউদ্দিন আইবককে  খ) সুলতান মামুদকে গ) রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে ঘ) বখতিয়ার খলজিকে
উত্তর – মহম্মদ ঘোরি দ্বিতীয় তরাইনের যুদ্ধে পরাজিত করেন – গ) রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে।

সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি রচনা করেন …………… (বানভট্ট/সন্ধ্যাকর নদী/কোটিল্য)।
উত্তর – ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি রচনা করেন কোটিল্য

২| বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় …………… (ঐতরেয় আরণ্যক/আইন-ই-আকবরি/অর্থশাস্ত্র)।
উত্তর – বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক

৩| ‘সকলোত্তরপথনাথ’ উপাধি নিয়েছিলেন …………… (শশাঙ্ক/হর্ষবর্ধন/ধর্মপাল)।
উত্তর – ‘সকলোত্তরপথনাথ’ উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন

৪| সেন রাজা …………… (বিজয় সেনের/বল্লাল সেনের/লক্ষ্মণ সেনের) আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে।
উত্তর – সেন রাজা লক্ষ্মণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে।

৫| কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ……………(ভীম/রামপাল/প্রথম মহীপাল)।
উত্তর – কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম


আরো পড়ো → তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল?
উত্তর – প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম ছিল পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুহ্ম, গৌড়, সমতট ও হরিকেল।

২| শশাঙ্কের আমলে কোন অঞ্চল থেকে কোন অঞ্চল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্গত হয়েছিল?
উত্ত – শশাঙ্কের আমলে পুন্ড্রবর্ধন (উত্তর বঙ্গ) থেকে ওড়িশার পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্গত হয়েছিল।

৩| কর্ণসুবর্ণকে রাজধানী করেছিলেন এমন পরপর তিনজন শাসকের নাম লেখো।
উত্তর – কর্ণসুবর্ণকে রাজধানী করেছিলেন এমন পরপর তিনজন শাসক হলেন – শশাঙ্ক, ভাস্করবর্মা এবং জয়নাগ।

৪| শশাঙ্কের আমলে কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল না?
উত্তর – শশাঙ্কের আমলে রূপোর মুদ্রা প্রচলিত ছিল না।

৫| বাংলায় কবে মাৎস্যন্যায় যুগ শুরু হয়েছিল?
উত্তর – শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগে বাংলায় মাৎস্যন্যায় যুগ শুরু হয়েছিল।

৬| প্রাচীন বাংলার ‘বরেন্দ্র’ বলতে কোন ভৌগোলিক অঞ্চলকে বোঝাত?
উত্তর – প্রাচীন বাংলার ‘বরেন্দ্র’ বলতে ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝাত।

৭| কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো।
উত্তর – কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতা ছিলেন দিব্য (দিব্বোক), রুদোক এবং ভীম।

৮| পাল রাজবংশের সময়কাল কত?
উত্ত- পাল রাজবংশের সময়কাল ৭৫০-১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৯| হিউয়েন সাং (সুয়ান জাং) কে ছিলেন?
উত্তরঃ হিউয়েন সাং (সুয়ান জাং) ছিলেন একজন চৈনিক পর্যটক, যিনি হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন।

১০| কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তরঃ বাংলার উত্তরভাগে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল।

১১| দন্তিদুর্গ কে ছিলেন?
উত্তর – দন্তিদুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা।

১২| ত্রিশক্তি সংগ্রামের মূলকেন্দ্র কোনটি ছিল?
উত্তর – ত্রিশক্তি সংগ্রামের মূলকেন্দ্র ছিল কনৌজ।

১৩| ‘দার-উল-ইসলাম’ বলতে কি বোঝায়?
উত্তর – যে সব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে, সেগুলি হল ‘দার-উল-ইসলাম’।

১৪| হিজরি কি?
উত্তরঃ হজরত মহম্মদ তার অনুগামীদের নিয়ে ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় চলে আসেন, ওই সময় থেকে হিসাব করে ইসলামীয় সাল গণনা শুরু হয়, যাকে হিজরি বলে।

১৫. সুলতান মামুদ কোথাকার শাসক ছিলেন?
উত্তরঃ সুলতান মামুদ গজনির শাসক ছিলেন।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel