
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – আদাব | Adab
এই পর্বে রইল অষ্টম শ্রেণির বাংলা রচনা – আদাব – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। যে গ্রন্থটি সমরেশ বসু রচনা করেছেন – ক) বলাকা খ) জগদ্দল গ) দমকল ঘ) গোলাপলতা
উত্তর – যে গ্রন্থটি সমরেশ বসু রচনা করেছেন, সেটি হল খ) জগদ্দল।
২। ‘আদাব’ গল্পের সময়কাল – ক) ১৯৪২ – ৪৩ খ্রিস্টাব্দ খ) ১৯৪৩ – ৪৪ খ্রিস্টাব্দ গ) ১৯৪৪ – ৪৫ খ্রিস্টাব্দ ঘ) ১৯৪৬ – ৪৭ খ্রিস্টাব্দ
উত্তর – ‘আদাব’ গল্পের সময়কাল ঘ) ১৯৪৬ – ৪৭ খ্রিস্টাব্দ।
৩। ‘আদাব’ গল্পের নায়ের মাঝির বাড়ি – ক) ঢাকায় খ) সুবইডায় গ) নারাইণগঞ্জে ঘ) কলকাতায়
উত্তর – ‘আদাব’ গল্পের নায়ের মাঝির বাড়ি খ) সুবইডায়।
৪। ‘আদাব’ গল্পে বিবি-বাচ্চার জন্য পোশাক কিনেছিল – ক) মাঝি খ) সুতাকলের শ্রমিক গ) মাঝি ও সুতাকলের শ্রমিক উভয়েই ঘ) কোনোটিই নয়
উত্তর – ‘আদাব’ গল্পে বিবি-বাচ্চার জন্য পোশাক কিনেছিল – ক) মাঝি।
৫। ভাঙা ডাস্টবিনের আড়ালে আত্মগোপন করেছিল – ক) একজন খ) দুজন গ) তিনজন ঘ) চারজন
উত্তর – ভাঙা ডাস্টবিনের আড়ালে আত্মগোপন করেছিল – খ) দুজন।
অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১। সমরেশ বসুর ছদ্মনাম কি?
উত্তর – সাহিত্যিক সমরেশ বসুর ছদ্মনাম ‘কালকূট’।
২। সমরেশ বসুর লেখা দুটি উপন্যাসের নাম লেখ।
উত্তর – সমরেশ বসুর লেখা দুটি উপন্যাস হল ‘মহাকালের রথের ঘোড়া’, ‘জগদ্দল’।
৩। ‘আদাব’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর – ‘আদাব’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ‘পরিচয়’ পত্রিকায় ১৯৪৬ খ্রিস্টাব্দের শারদীয়া সংখ্যায়।
৪। আদাব গল্পে কোন সময়কালের কথা বলা হয়েছে?
উত্তর – আদাব গল্পে ১৯৪৬ – ৪৭ খ্রিস্টাব্দ অর্থাৎ স্বাধীনতার প্রাক-মুহূর্তের কথা বলা হয়েছে।
৫। ‘ডাস্টবিনের দূই পাশে দুটি প্রাণী’ – প্রাণী দুটির পরিচয় দাও।
উত্তর – ডাস্টবিনের দুই পাশের ‘প্রাণী’ দুজন হল – একজন নৌকার মাঝি এবং অন্যজন সুতাকলের মজুর।
৬। ‘ওইটার মধ্যে কি আছে?’ – বক্তা কীসের প্রতি ইংগিত করে?
উত্তর – বক্তা সুতামজুর মাঝির বগলে চেপে রাখা পুঁটুলিতার প্রতি ইংগিত করে।
৭। ‘আদাব’ গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে?
উত্তর – ‘আদাব’ গল্পে ‘বুড়িগঙ্গা’ নদীর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
৮। সুতামজুর কোথায় কাজ করতেন?
উত্তর – সুতামজুর নারাইণগঞ্জের সুতাকলে কাজ করতেন।
৯। ‘রিভলবার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল’ – কে বেরিয়ে গেল?
উত্তর – একজন ইংরেজ অশ্বারোহী হাতে রিভলভার নিয়ে তীব্র বেগে বেরিয়ে গিয়েছিল।
১০। ‘সুতা-মজুর গলা বাড়িয়ে দেখল’ – সুতাকলের মজুর কি দেখল?
উত্তর – সুতাকলের মজুর দেখল একজন পুলিশ অফিসার রিভলবার হাতে রাস্তায় ওপর লাফিয়ে পড়ল।
আরো পড়ো → জেলখানার চিঠি প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।