চিঠি – প্রশ্ন উত্তর | Chithi Question Answer | Class 8 | Bengali

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
chithi-class-8-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – চিঠি | Chithi

এই পর্বে রইল অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। মাইকেল মধুসূদন দত্ত যে শতকের কবি ছিলেন – ক) অষ্টাদশ শতক খ) উনবিংশ শতক গ) বিংশ শতক ঘ) একবিংশ শতক
উত্তর – মাইকেল মধুসূদন দত্ত খ) উনবিংশ শতকের কবি ছিলেন।

২। মধুসূদন দত্ত ছাত্র ছিলেন – ক) বিদ্যাসাগর কলেজের খ) রিপন কলেজের গ) হিন্দু কলেজের ঘ) সুরেন্দ্রনাথ কলেজের
উত্তরঃ মধুসূদন দত্ত গ) হিন্দু কলেজের ছাত্র ছিলেন।

৩। কোনটি মধুসূদনের রচনা নয় – ক) পদ্মাবতী খ) শর্মিষ্ঠা গ) রত্নাবলী ঘ) বলাকা
উত্তর – মধুসূদনের রচনা নয় – ঘ) বলাকা।

৪। পাঠ্যাংশের ‘চিঠি’ গদ্যাংশ সাহিত্যের কোন রীতির অন্তর্গত – ক) কাব্য খ) নাটক গ) গল্প ঘ) প্রবন্ধ
উত্তর – পাঠ্যাংশের ‘চিঠি’ গদ্যাংশ সাহিত্যের ঘ) প্রবন্ধ রীতির অন্তর্গত।

৫। আলোচ্য পাঠ্যাংশে মধুসূদনের চিঠির সংখ্যা – ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি
উত্তর – আলোচ্য পাঠ্যাংশে মধুসূদনের চিঠির সংখ্যা – গ) তিনটি।

অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। ‘মেঘনাদবধ কাব্য’-এর ষষ্ঠ সর্গের চরণ সংখ্যা কত?
উত্তর – ‘মেঘনাদবধ কাব্য’-এর ষষ্ঠ সর্গের চরণ সংখ্যা প্রায় ৭৫০।

২। ‘চিঠি’ রচনায় মধুসূদন দত্ত কাকে ‘স্বর্গীয় কবি’ বলেছেন?
উত্তর – ‘চিঠি’ রচনায় মাইকেল মধুসূদন দত্ত কবি মিলটনকে ‘স্বর্গীয় কবি’ বলেছেন।

৩। পাঠ্য দ্বিতীয় চিঠিটি মাইকেল মধুসূদন দত্ত কাকে উদ্দেশ্য করে লিখেছেন?
উত্তর – পাঠ্য দ্বিতীয় চিঠিটি মাইকেল মধুসূদন দত্ত বন্ধু গৌরদাস বসাককে উদ্দেশ্য করে লিখেছেন।

৪। ‘অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন’- এখানে কোন বইটির কথা বলা হয়েছে?
উত্তর – ‘অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন’- এখানে মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাথবধ কাব্য’-এর কথা বলা হয়েছে।

৫। ‘এর সেলুনগুলো এমন’- এখানে কার কথা বলা হয়েছে?
উত্তর – ‘এর সেলুনগুলো এমন’- এখানে ‘সীলোন’ জাহাজের সেলুনের কথা বলা হয়েছে।

আরো পড়ো → সবুজ জামা – প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel