
শ্রেণি – অষ্টম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ | Samprodayikota theke deshvag (Chapter 8)
এই পর্বে রইল অষ্টম শ্রেণির ইতিহাস বিভাগের অষ্টম অধ্যায় – সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ থেকে রইল সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ফারসির বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃত দেওয়া হয় – ক) ১৮৮৫ খ্রিষ্টাব্দে খ) ১৮৩৭ খ্রিষ্টাব্দে গ) ১৯৩২ খ্রিষ্টাব্দে ঘ) ১৮৯৮ খ্রিষ্টাব্দে
উত্তর – ফারসির বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃত দেওয়া হয় খ) ১৮৩৭ খ্রিষ্টাব্দে।
২। অল ইন্ডিয়া মুসলিম লিগ গড়ে উঠেছিল – ক) ১৮৯৮ খ্রিষ্টাব্দে খ) ১৯০৪ খ্রিষ্টাব্দে গ) ১৯০৬ খ্রিষ্টাব্দে ঘ) ১৯০৮ খ্রিষ্টাব্দে
উত্তর – অল ইন্ডিয়া মুসলিম লিগ গড়ে উঠেছিল গ) ১৯০৬ খ্রিষ্টাব্দে।
৩। ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তাঁ আমারা’ – এই দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন – ক) মহম্মদ ইকবাল খ) মহম্মদ আলি জিন্নাহ গ) সৌকত আলি ঘ) ওয়াহাজিব হাসান
উত্তর – ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তাঁ আমারা’ – এই দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন – ক) মহম্মদ ইকবাল।
৪। কত খ্রিষ্টাব্দে ‘ভারত শাসন আইন’ পাস হয়? ক) ১৯৩২ খ্রিষ্টাব্দে খ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে গ) ১৯৪২ খ্রিষ্টাব্দে ঘ) ১৯৪৫ খ্রিষ্টাব্দে
উত্তর – ক) ১৯৩২ খ্রিষ্টাব্দে ‘ভারত শাসন আইন’ পাস হয়
৫। ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন – ক) স্যার সিকান্দর হায়াৎ খান খ) চক্রবর্তী রাজাগোপালাচারী গ) মোতিলাল নেহেরু ঘ) মহম্মদ ইকবাল
উত্তর – ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন – ক) স্যার সিকান্দর হায়াৎ খান।
৬। কবে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়? ক) ১৯৪২ খ্রিষ্টাব্দের ৮ মার্চ খ) ১৯৮২ খ্রিষ্টাব্দের ১৮ এপ্রিল গ) ১৯৪২ খ্রিষ্টাব্দের ২০ জুলাই ঘ) ১৯৮২ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট
উত্তর – ঘ) ১৯৮২ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়।
৭। কে সি আর ফর্মুলা প্রত্যাখান করেন – ক) ফজলুল হক খ) মহম্মদ আলি জিন্নাহ গ) রহমৎ আলি ঘ) সৌকত আলি
উত্তর – কে সি আর ফর্মুলা প্রত্যাখান করেন খ) মহম্মদ আলি জিন্নাহ।
৮। ক্যাবিনেট মিশন কত খ্রিষ্টাব্দে ভারতে আসে – ক) ১৯৪৩ খ্রিষ্টাব্দে খ) ১৯৪৪ খ্রিষ্টাব্দে গ) ১৯৪৫ খ্রিষ্টাব্দে ঘ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে।
উত্তর – ঘ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে আসে।
৯। ক্রিপস মিশন কত খ্রিষ্টাব্দে ভারতে আসে? ক) ১৯৩২ খ্রিষ্টাব্দে খ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে গ) ১৯৪২ খ্রিষ্টাব্দে ঘ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
উত্তর – গ) ১৯৪২ খ্রিষ্টাব্দে ক্রিপস মিশন কত খ্রিষ্টাব্দে ভারতে আসে।
১০। র্যাডক্লিফ লাইন তৈরি করেন – ক) স্যার সিরিল র্যাডক্লিফ খ) র্যামসে ম্যাকডোনান্ড গ) লর্ড ওয়াভেল ঘ) লর্ড মাউন্টব্যাটেন।
উত্তর – র্যাডক্লিফ লাইন তৈরি করেন – ক) স্যার সিরিল র্যাডক্লিফ।
আরো পড়ো → হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। উত্তর – পশ্চিম ভারতের কোন প্রদেশের উপর দিয়ে ভারতভাগের সীমারেখা টানা হয়েছিল?
উত্তর – উত্তর – পশ্চিম ভারতের পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে ভারতভাগের সীমারেখা টানা হয়েছিল।
২। সৈয়দ আহমদ খান কোন জাতীয় সংগঠন ‘সংখ্যাধিক্য হিন্দুদের প্রতিনিধি সভা’ বলে উল্লেখ করেছেন?
উত্তর – সৈয়দ আহমদ খান জাতীয় কংগ্রেসকে ‘সংখ্যাধিক্য হিন্দুদের প্রতিনিধি সভা’ বলে উল্লেখ করেছেন।
৩। ‘অল ইন্ডিয়া মুসলিম লিগ’ কোথায় প্রথম গড়ে উঠেছিল?
উত্তর – ‘অল ইন্ডিয়া মুসলিম লিগ’ ঢাকায় প্রথম গড়ে উঠেছিল।
৪। দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন কে?
উত্তর – স্যর সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন।
৫। কবে থেকে খিলাফৎ আন্দোলনের সূত্রপাত ঘটে?
উত্তর – ১৯১৮ খ্রিস্টাব্দ থেকে খিলাফৎ আন্দোলনের সূত্রপাত ঘটে।
৬। হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর – মদনমোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন।
৭। মহম্মদ আলি জিন্নাহ্ কত খ্রিষ্টাব্দে প্রথম দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লেখেন?
উত্তর – ১৯৪০ খ্রিষ্টাব্দে মহম্মদ আলি জিন্নাহ্ প্রথম দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লেখেন।
৮। সি আর ফর্মুলা কবে প্রস্তাবিত হয়?
উত্তর – ১৯৪৪ খ্রিষ্টাব্দে সি আর ফর্মুলা প্রস্তাবিত হয়।
৯। ‘শের-ই-বেঙ্গল’ কাকে বলা হত?
উত্তর – ফজলুল হক-কে ‘শের-ই-বেঙ্গল’ বলা হত।
১০। ভারত বিভাজনের খসড়া কারা তৈরি করেন?
উত্তর – ভি পি মেনন এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ভারত বিভাজনের খসড়া তৈরি করেন।
আরো পড়ো → ওশিয়ানিয়া প্রশ্ন উত্তর
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২/৩]
১। স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু – মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল?
উত্তর – ১৯০৫ খ্রিষ্টাব্দে লর্ড কার্জনের বাংলা ভাগের প্রতিবাদে স্বদেশী আন্দোলন হয়েছিল। স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে হিন্দু-মুসলমান সম্পর্ক প্রভাবিত হয়েছিল।
প্রভাবগুলি হল
ক) স্বদেশী আন্দোলনকে ঘিরে হিন্দু – মুসলমান সম্পর্ক জটিল হয়েছিল। এই সময় বঙ্গভঙ্গ – বিরোধী হিন্দু নেতারা বলেন যে, হিন্দুদের তুলনায় মুসলমানদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে। ফলে এই সময় বাঙালি পরিচয়ের পরিবর্তে হিন্দু – মুসলমান পরিচয় বড়ো হয়ে ওঠে।
খ) বঙ্গভঙ্গ – বিরোধীদের গরিব চাষিদের বিদেশি কাপড় বর্জন করার জন্য জোর করার ফলেও হিন্দু – মুসলমান সম্পর্ককে তিক্ত হয়েছিল।
২। ভারতীয় মুসলমানরা খিলাফৎ আন্দোলন শুরু করেছিল কেন?
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ছিল ইংল্যান্ডের প্রতিপক্ষ। তুরস্কের সুলতান ইসলাম ধর্মীয় জগতের গুরু বা ‘খলিফা’ ছিলেন। আবার ভারত ইংল্যান্ডের শাসনাধীন ছিল। তাই আনুগত্যের প্রশ্নে ভারতীয় মুসলমানরা সমস্যায় পড়ে। ১৯১৯ খ্রিষ্টাব্দে ভারতীয় মুসলমানেরা খিলাফৎ আন্দোলন শুরু করে।
খিলাফৎ আন্দোলনের কারণ
ক) খলিফার মর্যাদা রক্ষা – প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় ঘটে। ইংল্যান্ড তুর্কি সাম্রাজ্যের ব্যবচ্ছেদ করে ও কিছু অংশ দখল করে। এর ফলে তুর্কি সুলতান বা খলিফার মর্যাদাহানি ঘটে।
খ) পবিত্র স্থান রক্ষা – মুসলমানদের পবিত্র তীর্থস্থানগুলি ইংল্যান্ড এবং মিত্রশক্তির অধীনে আসে, যা মুসলমানদের স্বার্থে আঘাত করে।
গ) প্রতিশ্রুতি ভঙ্গ – যুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ভারতীয় মুসলমান নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খলিফার মর্যাদাহানি করা হবে না। কিন্তু যুদ্ধ শেষে এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
মূলত এই সকল কারণে ইসলামের নিরাপত্তার প্রশ্নে ভারতীয় মুসলমানেরা খিলাফৎ আন্দোলন শুরু করে।
আরো পড়ো → অণুজীবের জগৎ প্রশ্ন উত্তর
৩। মাইন্টব্যাটেন পরিকল্পনা কি?
উত্তর – ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি লর্ড লুই মাউন্টব্যাটেনকে ভারতের ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব দিয়ে পাঠান। তিনিই ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম বড়োলাট।
মাউন্টব্যাটেনের পরিকল্পনা
ভারতের বড়োলাট লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত।
প্রস্তাবগুলি হল
ক। ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করা হবে।
খ। সীমানা নির্ধারণের জন্য একটি সীমান্ত কমিশন নিযুক্ত হবে।
গ। উত্তর – পশ্চিম সীমান্ত প্রদেশ এবং শ্রীহট্ট জেলায় গণভোট হবে।
আরো পড়ো → ভারতীয় সংবিধান অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।