
শ্রেণি – অষ্টম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – ভারতীয় সংবিধান – গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার | varotio songbidhan (Chapter 9)
এই পর্বে রইল অষ্টম শ্রেণির ইতিহাস বিভাগের নবম অধ্যায় – ভারতীয় সংবিধান – গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার অধ্যায় থেকে রইল সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। স্বাধীন ভারতের সংবিধানের মূল রুপকার হলেন – ক) জওহরলাল নেহেরু খ) বি আর আম্বেদকর গ) রাজেন্দ্র প্রসাদ ঘ) মহাত্মা গান্ধী
উত্তর – স্বাধীন ভারতের সংবিধানের মূল রুপকার হলেন – খ) বি আর আম্বেদকর।
২। ভারতীয় সংবিধানে ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধান অনুকরণে, সেটি হল – ক) মার্কিন যুক্তরাষ্ট্র খ) ইংল্যান্ড গ) আয়ারল্যান্ড ঘ) ফ্রান্স।
উত্তর – ভারতীয় সংবিধানে ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধান অনুকরণে, সেটি হল – ক) মার্কিন যুক্তরাষ্ট্র।
৩। ভারতীয় সংবিধানে ‘মন্ত্রীসভা পরিচালিত শাসনব্যবস্থা’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধান অনুকরণে, সেটি হল – ক) মার্কিন যুক্তরাষ্ট্র খ) ইংল্যান্ড গ) আয়ারল্যান্ড ঘ) ফ্রান্স।
উত্তর – সংবিধানে ‘মন্ত্রীসভা পরিচালিত শাসনব্যবস্থা’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধান অনুকরণে, সেটি হল – খ) ইংল্যান্ড।
৪। ভারতীয় সংবিধানে ‘নির্দেশমূলক নীতি’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধান অনুকরণে, সেটি হল – ক) মার্কিন যুক্তরাষ্ট্র খ) ইংল্যান্ড গ) আয়ারল্যান্ড ঘ) ফ্রান্স।
উত্তর – ভারতীয় সংবিধানে ‘নির্দেশমূলক নীতি’ সংযোজিত হয়েছে যে দেশের সংবিধান অনুকরণে, সেটি হল – গ) আয়ারল্যান্ড।
৫। ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলংকরণ করেছিলেন – ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) নন্দলাল বসু গ) অবনীন্দ্রনাথ ঠাকুর ঘ) জওহরলাল নেহেরু।
উত্তর – ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলংকরণ করেছিলেন – খ) নন্দলাল বসু।
৬। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন – ক) রাষ্ট্রপতি খ) রাজ্যপাল গ) উপরাষ্ট্রপতি ঘ) স্পিকার।
উত্তর – পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন – গ) উপরাষ্ট্রপতি।
৭। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত করা হয় – ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে খ) ১৯৫০ খ্রিস্টাব্দে গ) ১৯৬৯ খ্রিস্টাব্দে ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে।
উত্তর – পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত করা হয় – গ) ১৯৬৯।
৮। ভারতে পৌর শাসনব্যবস্থা তৈরি হয়েছে – ক) কার্জনের আমলে খ) রিপনের আমলে গ) জওহরলাল নেহেরুর আমলে ঘ) ইন্দিরা গান্ধির আমলে।
উত্তর – ভারতে পৌর শাসনব্যবস্থা তৈরি হয়েছে – খ) রিপনের আমলে।
৯। চিপকো আন্দোলন হয়েছিল – ক) জলের অধিকার নিয়ে খ) জঙ্গলের অধিকার নিয়ে গ) জমির অধিকার নিয়ে ঘ) ফসলের ভাগ নিয়ে।
উত্তর – চিপকো আন্দোলন হয়েছিল – খ) জঙ্গলের অধিকার নিয়ে।
১০। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয় – ক) ১৯৬০-এর দশকে খ) ১৯৭০-এর দশকে গ) ১৯৮০-এর দশকে ঘ) ১৯৯০-এর দশকে।
উত্তর – সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয় – গ) ১৯৮০-এর দশকে।
আরো পড়ো → আদাব গল্পের প্রশ্ন উত্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ভারতীয় সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়?
উত্তর – ১৯৪৯ খ্রিষ্টাব্দের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়।
২। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর – ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর।
৩। কোন দিনটিতে ভারতে ‘সাধারণতন্ত্র দিবস’ পালিত হয়?
উত্তর – ২৬ জানুয়ারি দিনটি ভারতে ‘সাধারণতন্ত্র দিবস’ পালিত হয়।
৪। রাষ্ট্রপতি ভারতীয় জনগণের দ্বারা কিভাবে নির্বাচিত হন?
উত্তর – রাষ্ট্রপতি ভারতীয় জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।
৫। ভারতে কেন্দ্রীয় আইনসভা কি নামে পরিচিত?
উত্তর – ভারতে কেন্দ্রীয় আইনসভা সংসদ বা পার্লামেন্ট নামে পরিচিত।
৬। ভারতের আইনসভা কটি কক্ষ বিশিষ্ট?
উত্তর – ভারতের আইনসভা দুটি কক্ষ বিশিষ্ট?
৭। ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষের নাম কি?
উত্তর – ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষের নাম রাজ্যসভা।
৮। ভারতীয় কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষের নাম কি?
উত্তর – ভারতীয় কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষের নাম লোকসভা।
৯। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উত্তর – ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন।
১০। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর – পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্লচন্দ্র ঘোষ।
১১। রাজ্যপালদের কে নিয়োগ করেন?
উত্তর – বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন।
১২। কত খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে নারী – পুরুষের স্মান অধিকার দেওয়া হয়েছে?
উত্তর – ২০০৫ খ্রিষ্টাব্দে সংবিধানগতভাবে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে নারী – পুরুষের স্মান অধিকার দেওয়া হয়েছে।
১৩। পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন, তাহলে তিনি কোন আইনবলে সুরক্ষা পেতে পারেন?
উত্তর – পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন, তাহলে তিনি পারিবারিক হিংসারোধ আইনের দ্বারা সুরক্ষা পেতে পারেন।
১৪। কোথায় প্রথম তেভাগা আন্দোলনের সুচনা হয়েছিল?
উত্তর – দিনাজপুর জেলার রামচন্দ্রপুর গ্রামের তেভাগা আন্দোলনের সুচনা হয়েছিল।
১৫। চিপকো আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল?
উত্তর – উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চলে চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল।
আরো পড়ো → সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।