শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – ওশিয়ানিয়া | Oceania (Chapter – 11)
এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের একাদশ অধ্যায় – ওশিয়ানিয়া – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। ওশিয়ানিয়া মহাদেশটি –
(ক) সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে (খ) সামান্য অংশ দক্ষিণ গোলার্ধে (গ) প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত
উত্তর – ওশিয়ানিয়া মহাদেশটি (ক) সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে।
2। ওশিনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ –
(ক) মাউন্ট উইলহেলম (খ) মাউন্ট কোসিয়াস্কো (গ) মাউন্ট কুক (ঘ) মাউন্টা এগমন্ট
উত্তর – ওশিনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ (ক) মাউন্ট উইলহেলম।
3। ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশটি হল –
(ক) অস্ট্রেলিয়া (খ) নিউজিল্যান্ড (গ) নাউরু (ঘ) গুয়াম
উত্তর – ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশটি হল (গ) নাউরু।
4। ‘নেশিয়া’ কথার অর্থ –
(ক) কালো (খ) ক্ষুদ্র (গ) দেশ (ঘ) দ্বীপ
উত্তর – ‘নেশিয়া’ কথার অর্থ (গ) দেশ।
5। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী –
(ক) গণ্ডার (খ) ক্যাঙারু (গ) হাতি (ঘ) সিংহ
উত্তর – অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী (খ) ক্যাঙারু।
6। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে বলে –
(ক) ডাউনস (খ) সাভানা (গ) ভেল্ড (ঘ) প্রেইরি
উত্তর – অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে বলে (ক) ডাউনস।
7। পৃথিবীর বৃহত্তম প্রবাল দ্বীপ হল –
(ক) গ্রে আর সেলউইন (খ) সামোয়া (গ) গ্রেট বেরিয়ার রিফ (ঘ) কার্পেন্টারিয়া সমভূমি
উত্তর – পৃথিবীর বৃহত্তম প্রবাল দ্বীপ হল (গ) গ্রেট বেরিয়ার রিফ।
8। ওশিয়ানিয়া মহাদেশের দ্বীপের সংখ্যা প্রায় –
(ক) ৫ হাজার (খ) ১০ হাজার (গ) ১৫ হাজার (ঘ) ২০ হাজার
উত্তর – ওশিয়ানিয়া মহাদেশের দ্বীপের সংখ্যা প্রায় (খ) ১০ হাজার।
9। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
(ক) এশিয়া (খ) উত্তর আমেরিকা (গ) ওশিয়ানিয়া (ঘ) আফ্রিকা
উত্তর – পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ (গ) ওশিয়ানিয়া।
10। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ –
(ক) মাউন্ট কুক (খ) মাউন্ট সেন্ট হেলেম (গ) কোসিয়াস্কো (ঘ) মাউন্ট এল্ব্রুস
উত্তর – নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ (ক) মাউন্ট কুক।
আরো পড়ো → অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর আলোচনা
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৩]
1। মারে – ডার্লিং অববাহিকার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে আলোচনা করো।
উত্তর – অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যভাগে মারে ও তার প্রধান উপনদী ডার্লিং সহ একাধিক উপনদীর দ্বারা গঠিত সমভূমিটি মারে – ডার্লিং অববাহিকা নামে খ্যাত। এই মারে – ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার প্রধান কৃষি ও পশুপালনে সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলে গম, যব, ওট, ভুট্টা, রাই ইত্যাদি বিভিন্ন ফসল, এছাড়াও ন্যাসপাতি, পিচ, কমলালেবু, আঙুর ইত্যাদি ফল উৎপাদিত হয়।
পশুপালনে এই স্থান অত্যন্ত উন্নত। পশম উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। ডাউনস তৃণভূমি লিংকন, মার্স ইত্যাদি বহু ভালো জাতের ভেড়া পাওয়া যায়। এছাড়াও কুইন্সল্যান্ড ও নিউ সাউথওয়েলসে মাংস, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়।
2। গ্রেট বেরিয়ার রিফ সম্পর্কে সংক্ষিপ্ত ঢীকা লেখো।
উত্তর – অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের সব থেকে আকর্ষণীয় স্থান গ্রেট বেরিয়ার রিফ। এটি বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ। অস্ট্রেলিয়ার উপকূল ভাগ থেকে প্রায় 80-200 কিমি দূরত্বে প্রবাল কীট জমে জমে সমুদ্রের মধ্যে যে প্রবাল প্রাচীর সৃষ্টি হয়েছে তা সমুদ্রের উপকূলের সমান্তরালে প্রায় 2000 কিমি প্রসারিত হয়েছে। বিভিন্ন জলযান যেমন জাহাজ ইত্যাদি চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রবাল প্রাচীরকে গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়।
3। অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয় কেন?
উত্তর – সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া, যার আয়তন 44 লক্ষ বর্গকিমি। ক্ষুদ্রাকৃতি হলেও ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই মহাদেশ ছোটো বড় মিলিয়ে প্রায় ১০০০০ দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। তবে এই মহাদেশের মধ্যে সব থেকে বড় দেশটি হল অস্ট্রেলিয়া, এই ক্ষুদ্র মহাদেশের বুকে এই বৃহৎ দ্বীপটি প্রায় ওশিয়ানিয়ার সিংহভাগ গ্রহণ করে রেখেছে তাই অস্ট্রেলিয়ার বিশালতার সাথে মহাদেশের তুলনা টেনে একে দ্বীপ মহাদেশ বলা হয়।
4। ‘মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি – ব্যাখ্যা করো।
উত্তর – হ্যাঁ, প্রশ্নে উক্ত উক্তি সত্য। মৌনালোয়ার উচ্চতা 9170 মিটার, সেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। সেই দিক থেকে বিচার করলে অবশ্যই মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। কিন্তু এই মৌনালোয়ার মোট উচ্চতার 4170 রয়েছে সমুদ্র গহ্বরে এবং বাকি অংশ বা 5000 মিটার রয়েছে সমুদ্রের ওপরে। এখন পর্বতের উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ট থেকে, তাই সেই বিচারে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ।
আরো পড়ো → উত্তর আমেরিকা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।