
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – পথচলতি | Pathchalti
এই পর্বে রইল অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে পথচলতি গল্পের সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ‘পথচল্তি’ প্রবন্ধটি লিখেছেন – ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায় খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) দেবকুমার চট্টোপাধ্যায়
উত্তর – ‘পথচল্তি’ প্রবন্ধটি লিখেছেন – ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
২। উর্দু ভাষায় প্রবেশ ঘটেছে – ক) আরবি ভাষা খ) পাঞ্জাব ভাষা গ) বাংলা ভাষা ঘ) ফরাসি ভাষা
উত্তর – উর্দু ভাষায় প্রবেশ ঘটেছে – ক) আরবি ভাষা।
৩. আগা-সাহেব টাকা ধার দিতেন – ক) মজুরদের খ) কৃষকদের গ) মজুতদারদের ঘ) জমিদারদের
উত্তর – আগা-সাহেব টাকা ধার দিতেন – খ) কৃষকদের।
৪. ‘পশতু ভাষা’ মূলত যে দেশের ভাষা – ক) ভারতের খ) পাকিস্তানের গ) আফগানিস্তানের ঘ) নেপালের
উত্তর – ‘পশতু ভাষা’ মূলত যে দেশের ভাষা – গ) আফগানিস্তানের।
৫। আগা-সাহেবের বাংলাদেশের যে অঞ্চলে ব্যবসা ছিল – ক) ঢাকায় খ) বরিশালে গ) কুমিল্লায় ঘ) চট্টগ্রামে
উত্তর – আগা-সাহেবের বাংলাদেশের যে অঞ্চলে ব্যবসা ছিল – খ) বরিশালে।
অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১। ‘পথচল্তি’ প্রবন্ধের কথক কোথা থেকে কোথায় ফিরেছিলেন?
উত্তর – ‘পথচল্তি’ প্রবন্ধের কথক গয়া থেকে কলকাতায় ফিরেছিলেন।
২। বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল?
উত্তর – বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের পটুয়াখালিতে।
৩। ‘বাবু, বাংলাদেশের থুন নি আইছ’- উক্তিটির বক্তা কে?
উত্তর – ‘বাবু, বাংলাদেশের থুন নি আইছ’- উক্তিটির বক্তা হলেন বৃদ্ধ পাঠান আগা-সাহেব।
৪। ‘তসবিহ’ শব্দের অর্থ কি?
উত্তর – ‘তসবিহ’ শব্দের অর্থ হল মালা জপ করা।
৫। পশতু ভাষায় সর্বশ্রেষ্ঠ কবির নাম কি?
উত্তর – পশতু ভাষায় সর্বশ্রেষ্ঠ কবির নাম খুশ-হাল খাঁ খট্টক।
আরো পড়ো → পরবাসী কবিতার প্রশ্ন উত্তর
৬। আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয়?
উত্তর – আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে ‘নব্বদ্-ও-নও অসমা-ই-হাসানা’ বলা হয়।
৭। লেখকের কোন ট্রেন ধারার কথা ছিল?
উত্তর – লেখকের দেহরা-দুন এক্সপ্রেস ট্রেন ধারার কথা ছিল।
৮। ‘গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বললে’- ছোকরা কি বলেছিল?
উত্তর – ‘গাড়ির ভিতর থেকে একটি ছোকরা বললে’- ছোকরাটি কথককে বলেছিল – ‘ম্যান ফওরসি মী-দত্তনম; চি খাহি?’ অর্থাৎ আমি ফরাসি জানি-কী চাও?
৯। আদাম খাঁ ও দুরখানির কিসসার কাহিনি কেমন?
উত্তর – আদাম খাঁ ও দুরখানির কিসসার কাহিনি হল ‘দিল-ভাঙা’।
১০। লেখকের সামনের বেঞ্চিতে বসা দুজন পাঠান কার সম্পর্কে আলোচনা করছিল?
উত্তর – লেখকের সামনের বেঞ্চিতে বসা দুজন পাঠান লেখকের সম্পর্কেই নিজেদের মধ্যে আলোচনা করছিল।
আরো পড়ো → পদার্থের গঠন প্রশ্ন উত্তর
১১। পাঠানদের মাতৃভাষা কি?
উত্তর – পাঠানদের মাতৃভাষা হল ‘পশতু’ ভাষা।
১২। খুশ-হাল খাঁ খট্টক কে ছিলেন?
উত্তর – খুশ-হাল খাঁ খট্টক ছিলেন পশতু ভাষার শ্রেষ্ঠ কবি।
১৩। এই পাঠ্যে কোন মাসিকপত্রের উল্লেখ আছে?
উত্তর – ‘পথচল্তি’ পাঠ্যে যে মাসিকপত্রের উল্লেখ আছে তার নাম ‘প্রবর্তক’।
১৪। লেখকদের কামরাটিতে কতজন পাঠান ছিল?
উত্তর – লেখকদের কামরাটিতে প্রায় ১৬ জন পাঠান ছিল।
১৫। রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খেয়েছিলেন?
উত্তর – রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট ‘রোটা’ ও ‘কাবাব’ খেয়েছিলেন।
আরো পড়ো → চিঠি প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।