দক্ষিণ আমেরিকা – প্রশ্ন উত্তর | South America – Question Answer| অষ্টম শ্রেণী | Geography

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
south-america-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – দক্ষিণ আমেরিকা | South America (Chapter – 10)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের দশম অধ্যায় – দক্ষিণ আমেরিকা – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে প্রভাব সৃষ্টিকারী যে সমুদ্র স্রোতটি পূর্ব উপকূলে ধাক্কা দেয় তা হল –
(ক) শীতল পেরুস্রোত (খ) উষ্ণ পেরুস্রোত (গ) উষ্ণ ব্রাজিল স্রোত (ঘ) শীতল ব্রাজিল স্রোত

উত্তর- দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে প্রভাব সৃষ্টিকারী যে সমুদ্র স্রোতটি পূর্ব উপকূলে ধাক্কা দেয় তা হল (গ) উষ্ণ ব্রাজিল স্রোত।

2। নীচের যে জলবায়ু অঞ্চলে রোজউড, আয়রনউড জাতীয় উদ্ভিদ জন্মাতে পারে তা হল –
(ক) পার্বত্য জলবায়ু (খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু (গ) মরু জলবায়ু (ঘ) নিরক্ষীয় জলবায়ু

উত্তর – নীচের যে জলবায়ু অঞ্চলে রোজউড, আয়রনউড জাতীয় উদ্ভিদ জন্মাতে পারে তা হল (ঘ) নিরক্ষীয় জলবায়ু।

3। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকা যুক্ত যে নদীটি নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হল –
(ক) উরুগুয়ে (খ) ওরিনোকো (গ) আমাজন (ঘ) লা-প্লাটা

উত্তর – দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকা যুক্ত যে নদীটি নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হল গ) আমাজন।

4। জুন -জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হল –
(ক) ভেনেজুয়েলা (খ) গিয়ানা (গ) উরুগুয়ে (ঘ) সুরিনাম

উত্তর – জুন -জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হল (গ) উরুগুয়ে।

5। নীচের কোন্‌ মরুভূমিটিতে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে?
(ক) সোনেরান (খ) প্যাটাগোনিয়া (গ) সাহারা (ঘ) থর

উত্তর – (খ) প্যাটাগোনিয়া মরুভূমিটিতে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে।

6। ‘আন্দিজ পার্বত্য অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ’ -এর মূল কারণ হল –
(ক) অত্যন্ত উঁচু (খ) প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি অঞ্চলের অন্তর্গত (গ) সমুদ্রতীরে অবস্থান (ঘ) অত্যন্ত ধসপ্রবণ

উত্তর- আন্দিজ পার্বত্য অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ’ -এর মূল কারণ হল (খ) প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি অঞ্চলের অন্তর্গত।

7। দক্ষিণ আমেরিকার লা- প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হল –
(ক) গ্রানচাকো (খ) পম্পাস (গ) ল্যানোস (ঘ) সেলভা

উত্তর – দক্ষিণ আমেরিকার লা- প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হল খ) পম্পাস।

8। দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হল –
(ক) উত্তর দিক (খ) দক্ষিণ দিক (গ) পূর্ব দিক (ঘ) পশ্চিম দিক

উত্তর – দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হল (ঘ) পশ্চিম দিক।

9। খনিজ সম্পদের ভান্ডার তেমন না থাকায় কোনো বড়ো শিল্প গড়ে ওঠেনি –
(ক) পম্পাসে (খ) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে (গ) ছোটোনাগপুর মালভূমিতে (ঘ) লণ্ডন অববাহিকায়

উত্তর – খনিজ সম্পদের ভান্ডার তেমন না থাকায় কোনো বড়ো শিল্প গড়ে ওঠেনি (ক) পম্পাসে।

10। পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় সহ ভয়ংকর দুর্ভেদ্য কাঁটা ঝোপঝাড় ও জঙ্গলে ভরা তা হল –
(ক) সাভানা (খ) সেল্ভা (গ) তুন্দ্রা (ঘ) তৈগা

উত্তর – পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় সহ ভয়ংকর দুর্ভেদ্য কাঁটা ঝোপঝাড় ও জঙ্গলে ভরা তা হল (খ) সেল্ভা।

আরো পড়ো → ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ- প্রশ্ন উত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। ঋতু বৈচিত্র্যহীনতা কোন্‌ জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য?
উত্তর – ঋতু বৈচিত্র্যহীনতা নিরক্ষীয় জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য ।

2। আন্দিজ পর্বতের অবস্থানটি উল্লেখ করো।
উত্তর – দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে আন্দিজ পর্বতের অবস্থান।

3। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?
উত্তর – পৃথিবীর উচ্চতম জলপ্রপাত দক্ষিণ আমেরিকার অ্যাঞ্জেল।

4। পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য কোথায় অবস্থিত?
উত্তর- দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকায় পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য সেল্ভা অবস্থিত।

5। পঞ্চদশ শতকের শেষের দিকে কে কোন মহাদেশ আবিষ্কার করেন?
উত্তর – পঞ্চদশ শতকের শেষের দিকে আমেরিগো ভেসপুচি, দক্ষিণ আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।

আরো পড়ো → কি করে বুঝব গল্পের প্রশ্ন উত্তর আলোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২/৩]

1। ’আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির’ – ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
উত্তর – আমাজন পৃথিবীর বৃহত্তম নদী, এই নদী মূলত নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। অধিক মাত্রায় বৃষ্টিপাত ও সূর্য রশ্মি সারাবছর লম্বভাবে পড়ে বলে, এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে। এই অরণ্যের বৃক্ষগুলি আকারে বিরাট এবং পাতা পুরু শক্ত চিরহরিৎ। তাই এই নিবিড় বা ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশ করে না। স্যাঁতস্যাঁতে মাটিতে বহু বিষাক্ত আগাছা, হিংস্র জন্তু জানয়ারবাস করে। বহু স্থানে আজও মানুষের তাই পা পড়েনি। এই সব কারণে আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অত্যন্ত দুর্গম প্রকৃতির।

2। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলা হয় কেন?
উত্তর – পম্পাস শব্দের অর্থ বিস্তীর্ণ তৃণভূমি। দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই বিস্তীর্ণ তৃণভূমিতে ভুট্টা, বার্লি, আখ, তুলো, গম ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। উত্তম আবহাওয়া এবং উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষিজ ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তাই পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলা হয়।

3। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখ।
উত্তর – পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল আমাজন নদী অববাহিকা। এই অঞ্চলের তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য হল –
• এই নদী মূলত নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করায়, অধিক মাত্রায় বৃষ্টিপাত ও সূর্য রশ্মি সারাবছর লম্বভাবে পড়ে বলে, এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে।
• আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় ১০০০ এরও বেশি।
• মোহনা অঞ্চল চওড়া হওয়ায় সমুদ্রের জল প্রচুর পরিমাণে প্রবেশ করে তাই এখানে সমুদ্র স্রোতও বেশি তাই আমাজন নদী অববাহিকায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি।

4। সেল্ভা অরণ্য কাকে বলে?
উত্তর – নিরক্ষরেখার উভয় পাশে আমাজন নদী অববাহিকায়, প্রচুর বৃষ্টিপাত ও সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ার দরুন সেল্ভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। একে সেল্ভা অরণ্য বলা হয়।

আরো পড়ো → উত্তর আমেরিকা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel