সুভা গল্পের প্রশ্ন উত্তর |Suva Question Answer | অষ্টম শ্রেণী | Bengali

মাধ্যমিকে নম্বর বাড়ানোর উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
Suva-question-answer-calss-8
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় –  সুভা | Suva

এই পর্বে রইল অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পের সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘সুভা’-রা কতজন বোন – ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
উত্তর – ‘সুভা’-রা খ) তিন বোন।

২। সর্বশী একটি – ক) গাভি খ) বিড়াল গ) কুকুর ঘ) ছাগল
উত্তর – সর্বশী একটি – ক) গাভি।

৩। সুভা যে গ্রামের মেয়ে তার নাম ক) চন্ডীতলা খ) হরিপুর গ) চন্ডীপুর ঘ) হরিতলা
উত্তর – সুভা যে গ্রামের মেয়ে তার নাম গ) চন্ডীপুর।

৪।প্রতাপের প্রধান শখ – ক) বইপড়া খ) দেশভ্রমণ করা গ) ফুটবল খেলা ঘ) ছিপ ফেলে মাছ ধরা।
উত্তর – প্রতাপের প্রধান শখ ঘ) ছিপ ফেলে মাছ ধরা।

৫।সুভার বর কাজ করে – ক) পুবে খ) পশ্চিমে গ) উত্তরে ঘ) দক্ষিনে
উত্তর – সুভার বর কাজ করে খ) পশ্চিমে।

wbporashona-to-the-point-ebook

অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। সুভার প্রকৃত নাম কি?
উত্তর – সুভার প্রকৃত নাম সুভাষিণী।

২। সুভার বাবা কে?
উত্তর – সুভার বাবা ছিলেন বানীকণ্ঠ।

৩। সুভা কোন গ্রামে বাস করত?
উত্তর – সুভা চন্ডীপুর গ্রামের বাস করত।


আরো পড়ো → ভারতীয় সংবিধান অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

৪। কে সুভাকে ‘সু’ বলে ডাকত।
উত্তর – গোঁসাইদের ছোট ছেলে প্রতাপ সুভাকে ‘সু’ বলে ডাকত।

৫। সুভা প্রতাপের জন্য প্রতিদিন কি আনত?
উত্তর – সুভা প্রতাপের জন্য প্রতিদিন একটি করে পান সেজে আনত।

৬। ‘যেন তাহার হইয়া কথা কয়।’ – কে, কার হয়ে কথা কয়?

উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুর ‘সুভা’ গল্পে বলেছেন যে – প্রকৃতি যেন সুভার হয়ে সকল কথা বলে দেয়।

৭। কাজকর্মে অবসর পেলে সুভা কোথায় গিয়ে বসত?
উত্তর – কাজকর্মে যখনই অবসর পেত তখনই সুভা তাদের গ্রামের নদীতীরে গিয়ে বসত।

৮। মৎস্যশিকারের সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ?
উত্তর – মৎস্যশিকারের সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ।

৯। ‘তুমি আমকে যাইতে দিয়ো না মা’ – বক্তা কাকে ‘মা’ বলে সম্বোধন করেন?
উত্তর – প্রশ্নে উদ্ধৃত অংশে বক্তা সুভা জন্মভূমি তথা ধরণিকে ‘মা’ বলে সম্বোধন করেন।

১০। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত সেদিন সুভা কোথায় যেত?
উত্তর – গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত সেদিন সুভা অসময়ে তার মূক বন্ধু অর্থাৎ সর্বশী ও পাংগুলির কাছে যেত।

আরো পড়ো → আদাব গল্পের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook