অ্যাসিড, ক্ষার ও লবণ প্রশ্ন উত্তর | Acid Khar Lobon Question Answer | WBBSE Class 9 | ভৌতবিজ্ঞান

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
acid-khar-lobon-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – অ্যাসিড, ক্ষার ও লবণ – প্রশ্ন উত্তর – Acid Khar Lobon Question Answer (Chapter 4.4)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী- (ক) CH4 (খ) CCl4 (গ) HCl (ঘ) NH3
উত্তর – একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেটি হল – (ঘ) NH3.

2। রাসায়নিক পদার্থের রাজা (King of Chemicals) বলা হয় কোনটিকে? (ক) NaOH (খ) HNO3 (গ) HCl (ঘ) H2SO4
উত্তর – (খ) HNO3-কে রাসায়নিক পদার্থের রাজা (King of Chemicals) বলা হয়।

3। কৃষিজমির মাটির অম্লতা বৃদ্ধি পেলে যা যোগ করা উচিত, তা হল – (ক) ব্লিচিং পাউডার (খ) তুঁতে (গ) চুন (ঘ) গোবর সার
উত্তর – কৃষিজমির মাটির অম্লতা বৃদ্ধি পেলে যা যোগ করা উচিত, তা হল – (গ) চুন।

4। স্টার্চ থেকে গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হয় – (ক) HCl (খ) KOH (গ) NaOH (ঘ) Al(OH)3
উত্তর – স্টার্চ থেকে গ্লুকোজ তৈরিতে (ক) HCl ব্যবহৃত হয়।

5। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল – (ক) CH4 (খ) NO2 (গ) N2O (ঘ) O3
উত্তর – অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল – (খ) NO2

6। অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় – (ক) Ca(OH)2 (খ) Mg(OH)2 (গ) ZnO (ঘ) NaOH
উত্তর – অ্যান্টাসিড হিসেবে (খ) Mg(OH)2 ব্যবহৃত হয়।

7। 25°C উষ্ণতায় pH স্কেল হয় – (ক) 0-10 (খ) 0-14 (গ) 0-12 (ঘ) 1-14
উত্তর – 25°C উষ্ণতায় pH স্কেল হয় – (খ) 0-14

8। বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায় – (ক) HCl (খ) H2SO4 (গ) NaOH (ঘ) HNO3
উত্তর – বলয় পরীক্ষার সাহায্যে (ঘ) HNO3-কে শনাক্ত করা যায়।

9। N2O5 একটি – (ক) আম্লিক অক্সাইড (খ) ক্ষারকীয় অক্সাইড (গ) উভধর্মী অক্সাইড (ঘ) প্রশম অক্সাইড
উত্তর – N2O5 একটি (ক) আম্লিক অক্সাইড।

10। অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হল- (ক) কপার (খ) ম্যাগনেসিয়াম (গ) জিংক (ঘ) আয়রন
উত্তর – অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হল – (গ) জিংক।


আরো পড়ো → মোলের ধারণা

11। বেকিং পাউডার হল একটি – (ক) অ্যাসিড (খ) ক্ষার (গ) অ্যাসিড লবণ (ঘ) লবণ
উত্তর – বেকিং পাউডার হল একটি – (গ) অ্যাসিড লবণ।

12। একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির pH মাত্রা –
(ক) 7 (খ) 4 (গ) >7 (ঘ) <7

উত্তর – একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির pH মাত্রা – (ক) 7

13। কোন অ্যাসিড নিরুদক – (ক) গাঢ় H2PO4 (খ) গাঢ় H2SO4 (গ) গাঢ় HNO3 (ঘ) গাঢ় HCl
উত্তর – (খ) গাঢ় H2SO4 অ্যাসিড নিরুদক।

14। অম্লবৃষ্টি ফলে কৃষিজমির pH (ক) বাড়ে (খ) কমে (গ) অপরিবর্তিত থাকে (ঘ) কখনো বাড়ে কখনো কমে
উত্তর – অম্লবৃষ্টি ফলে কৃষিজমির pH (খ) কমে।

15। সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ ক্ষারীয়, কারণ এটি – (ক) তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ (খ) মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের লবণ (গ) তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের লবণ (ঘ) মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ
উত্তর – সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ ক্ষারীয়, কারণ এটি – (ঘ) মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ।


আরো পড়ো → জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। ‘মিল্ক অব ম্যাগনেশিয়া’ কি?
উত্তর – ‘মিল্ক অব ম্যাগনেশিয়া’ হল ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের জলীয় প্রলম্বন।

2। স্টোন ক্যান্সার কি?
উত্তর – অম্লবৃষ্টির ফলে মার্বেলের গায়ে যে ক্ষত সৃষ্টি হয়, তাকে স্টোন ক্যান্সার বলে।

3। জল কি ধরনের অক্সাইড?
উত্তর – জল (H2O) প্রশম অক্সাইড।

4। সাধারণত বৃষ্টির জলের pH এর মান কত?4
উত্তর – সাধারণত বৃষ্টির জলের pH এর মান 5.6.

5। প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
উত্তর – প্রশমন বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়।

6। স্বর্ণকারদের দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়?
উত্তর – স্বর্ণকারদের দোকান থেকে নাইট্রোজেন অক্সাইড (NO2) গ্যাস নির্গত হয়।

7। দ্রবণটি কীরূপ হবে, যদি দ্রবণের pH এর মান 7-এর বেশি হয়?
উত্তর – দ্রবণের pH এর মান 7-এর বেশি হয়, তবে দ্রবণটি ক্ষারীয় হবে।

8। কোন লবণে ধাতু অনুপস্থিত থাকে?
উত্তর – অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl) লবণে ধাতু অনুপস্থিত থাকে।


আরো পড়ো → কার্য, ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর

9। জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে অ্যাসিড আয়নিত হবে না?
উত্তর – বেঞ্জিন একটি অধ্রুবীয় প্রকৃতির দ্রাবক হওয়ায়; জল ও বেঞ্জিনের মধ্যে বেঞ্জিন অ্যাসিড আয়নিত হবে না।

10। অ্যাকোয়া রিজিয়া কাকে বলে?
উত্তর – এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড (HNO3) ও তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)-এর মিশ্রণকে অ্যাকোয়া রিজিয়া বলে। এই মিশ্রণকে আবার অম্লরাজ বা রয়্যাল ওয়াটার বলা হয়।


আরো পড়ো → দ্রবণ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel