মিশ্রণের উপাদানের পৃথক্‌করণ – প্রশ্ন উত্তর | Misroner Upadaner Prithokikoron Question Answer

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
Misroner Upadaner Prithokokoron
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – মিশ্রণের উপাদানের পৃথক্‌করণ – প্রশ্ন উত্তর – Misroner Upadayaner Prithokokoron Question Answer (Chapter 5)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – মিশ্রণের উপাদানের পৃথক্‌করণ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটি হল – (ক) পেট্রোল > ডিজেল > কেরোসিন (খ) ডিজেল > পেট্রোল > কেরোসিন (গ) পেট্রোল = ডিজেল > কেরোসিন (ঘ) ডিজেল > কেরোসিন > পেট্রোল
উত্তর – স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটি হল -(ঘ) ডিজেল > কেরোসিন > পেট্রোল।

2। পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতায় LPG উৎপন্ন হয়? (ক) 50°C-এর ওপরে (খ) 30°C-এর নীচে (গ) 30°C-এর ওপরে (ঘ) 95°C – 100°C উষ্ণতায়
উত্তর – পেট্রোলিয়ামের আংশিক পাতনে (খ) 30°C-এর নীচে উষ্ণতায় LPG উৎপন্ন হয়।

3। প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হওয়ার কারণ – (ক) চাপ কমালে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় (খ) চাপ কমালে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় (গ) চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় (ঘ) চাপ কমালে জলের স্ফুটনাঙ্ক একই থাকে
উত্তর – প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হওয়ার কারণ – (গ) চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।

4। মিশ্র পদার্থের উদাহরণ হল – (ক) পেট্রোলিয়াম (খ) বেঞ্জিন (গ) টলুইন (ঘ) জল
উত্তর – মিশ্র পদার্থের উদাহরণ হল – (খ) বেঞ্জিন।

5। দার্জিলিং-এ জলের স্ফুটনাঙ্ক – (ক) 100°C-এর বেশি (খ) 100°C (গ) 100°C-এর কম (ঘ) বলা সম্ভব নয়
উত্তর – দার্জিলিং-এ জলের স্ফুটনাঙ্ক – (গ) 100°C-এর কম।

6। পাতন স্তম্ভ ব্যবহার করা হয় – (ক) আংশিক পাতন প্রক্রিয়ায় (খ) পাতন প্রক্রিয়ায় (গ) বিয়োজী ফানেল (ঘ) ঘনীভবন প্রক্রিয়ায়
উত্তর – পাতন স্তম্ভ ব্যবহার করা হয় – (খ) পাতন প্রক্রিয়ায়।

7। পেট্রোলিয়ামের যে অংশটি সর্বোচ্চ উষ্ণতায় পাতিত হয় – (ক) গ্যাসোলিন (খ) কেরোসিন (গ) বিটুমেন (ঘ) ডিজেল
উত্তর – পেট্রোলিয়ামের যে অংশটি সর্বোচ্চ উষ্ণতায় পাতিত হয় – (গ) বিটুমেন।

8। ইথার (A), জল (B) ও ক্লোলোফর্মের (C) ঘনত্বের ক্রম হল – (ক) A > C > B (খ) C > A > B (গ) C > B > A (ঘ) A = B > C
উত্তর – ইথার (A), জল (B) ও ক্লোলোফর্মের (C) ঘনত্বের ক্রম হল – (গ) C > B > A।

9। ক্লোরোফর্ম ও বেঞ্জিনের মিশ্রণ পৃথক করা যায় – (ক) পরিস্রাবণ পদ্ধতিতে (খ) আংশিক পাতন দ্বারা (গ) বিয়োজী ফানেলের সাহায্যে (ঘ) পাতন পদ্ধতিতে
উত্তর – ক্লোরোফর্ম ও বেঞ্জিনের মিশ্রণ পৃথক করা যায় – (খ) আংশিক পাতন দ্বারা।

10। পৃথক্‌করণ ফানেলের সাহায্যে পৃথক করা যায় না – (ক) জল + বেঞ্জিন (খ) H2O + CHCl3 (গ) জল + ইথাইল অ্যালকোহল (ঘ) H2O + CCl4
উত্তর – পৃথক্‌করণ ফানেলের সাহায্যে পৃথক করা যায় না – (গ) জল + ইথাইল অ্যালকোহল।


আরো পড়ো → অ্যাসিড, ক্ষার ও লবণ প্রশ্ন উত্তর

11। আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায় – (ক) ঘোলাজলের উপাদানগুলি (খ) আলকাতরা ও বেঞ্জিনের মিশ্রণ (গ) সমুদ্রের জলের উপাদানগুলি (ঘ) তেল ও জলের মিশ্রণ
উত্তর – আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায় – (খ) আলকাতরা ও বেঞ্জিনের মিশ্রণ।

12। কোন পদ্ধতির সাহায্যে ক্লোরোফর্ম ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা সম্ভব? (ক) পরিস্রাবণ (খ) সাধারণ পাতন (গ) বিয়োজী ফানেলের সাহায্যে (ঘ) আংশিক পাতন
উত্তর – (গ) বিয়োজী ফানেলের সাহায্যে ক্লোরোফর্ম ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা সম্ভব।

13। বালি ও নিশাদলকে পৃথক করা যায় যে প্রক্রিয়ায় – (ক) ঊর্ধ্বপাতন (খ) আস্রাবণ (গ) পরিস্রাবণ (ঘ) পাতন
উত্তর – বালি ও নিশাদলকে পৃথক করা যায় (ক) ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়।

14। তরলের ওপর চাপ বৃদ্ধি করলে ঐ তরলের স্ফুটনাঙ্ক – (ক) বৃদ্ধি পায় (খ) কমে (গ) প্রথমে কমে পরে বৃদ্ধি পায় (ঘ) অপরিবর্তিত থাকে
উত্তর – তরলের ওপর চাপ বৃদ্ধি করলে ঐ তরলের স্ফুটনাঙ্ক – (ক) বৃদ্ধি পায়।

15। সমুদ্রজল থেকে সাধারণ লবণ প্রস্তুতির জন্য ব্যবহৃত পদ্ধতি হল – (ক) পাতন (খ) আংশিক পাতন (গ) বাষ্পীভবন (ঘ) পরিস্রাবণ
উত্তর – সমুদ্রজল থেকে সাধারণ লবণ প্রস্তুতির জন্য ব্যবহৃত পদ্ধতি হল – (গ) বাষ্পীভবন।


আরো পড়ো → জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। অবশেষ (residue) কাকে বলে?
উত্তর – পাতন প্রক্রিয়ার পর পাতন ফ্লাস্কে যে কঠিন পদার্থ পড়ে থাকে, তাকে অবশেষ (residue) বলে।

2। ন্যাপথা কি?
উত্তর – পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রায় 120°C উষ্ণতায় প্রাপ্ত 7 থেকে 14টি কার্বন (C)-পরমাণুযুক্ত পাতিত অংশকে ন্যাপথা বলে।

3। দুটি তরলের মিশ্রণকে কি কি পদ্ধতিতে পৃথক করা যাবে?
উত্তর – দুটি তরলের মিশ্রণকে পাতন, আংশিক পাতন পদ্ধতিতে অথবা বিয়োজী ফানেলের সাহায্যে পৃথক করা যাবে।

4। পেট্রোলিয়ামের পরিশোধনে সবচেয়ে কম তাপমাত্রায় কি পাওয়া যায়?
উত্তর – পেট্রোলিয়ামের পরিশোধনে সবচেয়ে কম তাপমাত্রায় (প্রায় 20°C) পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়।

5। একটি অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ দাও।
উত্তর – একটি অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ হল – 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% জলের মিশ্রণ।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6। সেপারেটরি ফানেল কি?
উত্তর – সেপারেটরি ফানেল হল একটি লম্বাটে বা গোলকাকৃতির কাচপাত্র, যার নীচের দিকে স্টপকক্‌যুক্ত একটি সরু নল থাকে।

7। জ্বালানি হিসেবে ব্যবহার ছাড়াও পেট্রোলের আরো একটি ব্যবহার লেখো।
উত্তর – জ্বালানি হিসেবে ব্যবহার ছাড়াও পেট্রোল জামাকাপড় ড্রাইওয়াশ করতে ব্যবহার করা হয়।

8। কোন ক্ষেত্রে দুটি তরলের মিশ্রণ পৃথক করবে আংশিক পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর – যখন পরস্পর দ্রবণীয় দুটি তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 20°C-এর কম হয় তখন তাদের মিশ্রণ থেকে উপাদান তরল দুটিকে পৃথক করতে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়।

9। মিশ্রণের উপাদানের পৃথক্‌করণ বলতে কি বোঝো?
উত্তর – একধিক পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলিকে যে পদ্ধতিতে সহজ উপায়ে পৃথক করা হয়, সেই পদ্ধতিকে মিশ্রণের উপাদানের পৃথক্‌করণ বলা হয়।

10। সেপারেটরি ফানেলের সাহায্যে তরলের মিশ্রণ পৃথক করার জন্য দুটি প্রয়োজনীয় শর্ত লেখো।
উত্তর – সেপারেটরি ফানেলের সাহায্যে তরলের মিশ্রণ পৃথক করার জন্য দুটি প্রয়োজনীয় শর্ত হল – i) তরলগুলির ঘনত্ব আলাদা হবে এবং ii) তরলগুলি অমিশ্রণীয় হবে।


আরো পড়ো → দ্রবণ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel