পরিবেশ ও তার সম্পদ প্রশ্ন উত্তর | Poribesh o Tar Sompod Question Answer

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
Poribesh-o-Tar-Sompod-Question-Answer
শ্রেণি – নবম | বিভাগ – জীবনবিজ্ঞান | অধ্যায় – পরিবেশ ও তার সম্পদ – প্রশ্ন উত্তর – Poribesh o Tar Sompod Question Answer (Chapter 5)

এই পর্বে রইল নবম শ্রেণির জীবনবিজ্ঞান বিভাগের অধ্যায় – পরিবেশ ও তার সম্পদ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। মানবদেহের ত্বকে মেলানিন উৎপাদন ________ দ্বারা নিয়ন্ত্রিত হয়। (ক) আলো (খ) আর্দ্রতা (গ) তাপমাত্রা (ঘ) বায়ুপ্রবাহ
উত্তর – মানবদেহের ত্বকে মেলানিন উৎপাদন (ক) আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়।

2। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলে – (ক) নাইট্রিফিকেশন (খ) ডিনাইট্রিফিকেশন (গ) অ্যামোনিফিকেশন (ঘ) সিমবায়োসিস
উত্তর – শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে (ঘ) সিমবায়োসিস বলে।

3। প্রদত্ত কোনটি ধনাত্মক আন্তঃক্রিয়া নয়? (ক) কমেনসালিজম (খ) প্রোটোকোঅপারেশন (গ) প্যারাসিটিজম (ঘ) মিউচুয়ালিজম
উত্তর – (গ) প্যারাসিটিজম – ধনাত্মক আন্তঃক্রিয়া নয়।

4। একটি পরিযায়ী মাছ হল – (ক) ইলিশ (খ) গলদা চিংড়ি (গ) বাটা (ঘ) রুই
উত্তর – একটি পরিযায়ী মাছ হল – (ক) ইলিশ

5। পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ হল – (ক) 2.8% (খ) 2.15% (গ) 0.3% (ঘ) 97.2%
উত্তর – পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ হল – (গ) 0.3%

6। একটি + – আন্তঃক্রিয়া হল – (ক) পরজীবিতা (খ) স্বভোজীতা (গ) প্রতিযোগিতা (ঘ) প্রোটোকোঅপারেশন
উত্তর – একটি + – আন্তঃক্রিয়া হল – (ক) পরজীবিতা

7। জেরোফাইট হল একপ্রকার – (ক) মেসোথার্ম (খ) সাইক্লোথার্ম (গ) হেকিস্টোথার্ম (ঘ) মেগাথার্ম
উত্তর – জেরোফাইট হল একপ্রকার – (ঘ) মেগাথার্ম

8। ফাইটোপ্ল্যাঙ্কটন হল – (ক) প্রোটোজোয়া (খ) ডায়ানোফ্লাহেলেট (গ) সাইক্লপস (ঘ) ডাফনিয়া
উত্তর – ফাইটোপ্ল্যাঙ্কটন হল – (খ) ডায়ানোফ্লাহেলেট।

9। একটি সম্প্রদায় হল – (ক) জীবনের জালক (খ) স্বভোজী ও পরভোজী (গ) উদ্ভিদ ও প্রাণীর সমষ্টি (ঘ) একটি স্থানে বসবাসকারী প্রজাতি সমষ্টি
উত্তর – একটি সম্প্রদায় হল – (ঘ) একটি স্থানে বসবাসকারী প্রজাতি সমষ্টি।

10। জলের অপচয় আটকাতে ব্যক্তিগত স্তরে যা করা দরকার – (ক) আগাম জলসঞ্চয় করে রাখা (খ) জলের অনাবশ্যক ব্যবহার কমানো (গ) নদীদূষণ রোধ করা (ঘ) কোনোটিই নয়
উত্তর – জলের অপচয় আটকাতে ব্যক্তিগত স্তরে যা করা দরকার – (খ) জলের অনাবশ্যক ব্যবহার কমানো।


আরো পড়ো → জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। জীববিদ্যার কোন শাখায় জীব ও জড়ের আন্তঃসম্পর্ক সম্বন্ধে আলোচনা ও অধ্যয়ন করা হয়?
উত্তর – জীববিদ্যার যে শাখায় জীব ও জড়ের আন্তঃসম্পর্ক সম্বন্ধে আলোচনা ও অধ্যয়ন করা হয়, তা হল বাস্তুবিদ্যা বা ইকোলজি।

2। কমেনসালিজমে দুটি আন্তঃক্রিয়া কীরূপ হয়?
উত্তর – কমেনসালিজমে একটি প্রজাতির লাভ হয় এবং অপর প্রজাতির লাভ বা ক্ষতি কোনোটিই হয় না, অর্থাৎ এটি +0 সন্নিবেশ।

3। অ্যালেনের সূত্রের উদাহরণ দাও।
উত্তর – অ্যালেনের সূত্রের উদাহরণ হল – আর্কটিক ফক্সের কানের দৈর্ঘ্য মরু অঞ্চলের ডেসার্ট ফক্সের তুলনায় অনেক ছোটো হয়।

4। দুটি বিকল্প শক্তির নাম লেখো।
উত্তর – দুটি বিকল্প শক্তি হল – সৌরশক্তি এবং বায়ুশক্তি।

5। হাইড্রোফাইট কাকে বলে?
উত্তর – যেসব উদ্ভিদ জলে বসবাস করে, সেসব উদ্ভিদকে হাইড্রোফাইট বলা হয়। যেমন – পদ্ম, কচুরিপানা ইত্যাদি।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6। CNG-এর সম্পূর্ণ নাম কি?
উত্তর – CNG-এর সম্পূর্ণ নাম কমপ্রেসড ন্যাচরাল গ্যাস (Compressed Natural Gas)।

7। জাঙ্গল উদ্ভিদ কাকে বলে?
উত্তর – যেসব উদ্ভিদ শুষ্ক মরু পরিবেশে অভিযোজিত হয় সেই উদ্ভিদদের জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলা হয়। যেমন – ক্যাকটাস, ফণীমনসা ইত্যাদি

8। যে সমস্ত উদ্ভিদ আলোতে জন্মায়, তাদের কি বলা হয়?
উত্তর – যে সমস্ত উদ্ভিদ আলোতে জন্মায়, তাদের হেলিওফাইট বলা হয়।

9। হ্যালোফাইট কাকে বলে?
উত্তর – যেসব উদ্ভিদ সমুদ্র তীরবর্তী অঞ্চলে অর্থাৎ লবনাক্ত মাটিতে অভিযোজিত সেই সমস্ত উদ্ভিদকে হ্যালোফাইট বলা হয়। যেমন – গরান, সুন্দরী ইত্যাদি।

10। CFL-এর পুরো নাম কি?
উত্তর – CFL-এর পুরো নাম কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (Compact Fluroscent Lamp)।

11। জুপ্ল্যাঙ্কটন কাকে বলে?
উত্তর – জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীদের জুপ্ল্যাঙ্কটন বলা হয়। যেমন – মশার লার্ভা, ডাফনিয়া ইত্যাদি।

12। \(D = \frac{Nd}{t}\) এখানে D এবং Nd কি প্রকাশ করে?
উত্তর – \(D = \frac{Nd}{t}\) এখানে D = মৃত্যুহার বা মর্টালিটি রেট এবং Nd = মৃত সদস্যের সংখ্যা প্রকাশ করে।

13। LPG-এর সম্পূর্ণ নাম কি?
উত্তর – LPG-এর সম্পূর্ণ নাম লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquefied Petroleum Gas)।

14। ডেট্রিটাস কি?
উত্তর – মৃত জীবদেহ ও কঠিন বর্জ্য বস্তুকে ডেট্রিটাস বলে। যেমন – ঝরাপাতা, মল, মৃত জীবদেহাংশ ইত্যাদি।

15। ভারতের দুটি পারমাণবিক কেন্দ্রের নাম লেখো।
উত্তর – ভারতের দুটি পারমাণবিক কেন্দ্র হল – তামিলনাড়ুর কালপাক্কাম এবং মহারাষ্ট্রের তারাপুর।


আরো পড়ো → জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel