তাপ প্রশ্ন উত্তর | ভৌতবিজ্ঞান | Tap Question Answer | Class 9 | WBBSE

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
Tap Question Answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – তাপ – প্রশ্ন উত্তর – Tap Question Answer (Chapter 6)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – তাপ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। নীচের কোনটি উচ্চ অবস্থান্তর? (ক) বাষ্পীভবন (খ) ঘনীভবন (গ) কঠিনীভবন (ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) বাষ্পীভবন উচ্চ অবস্থান্তর।

2। তাপ হল একপ্রকার (ক) বল (খ) উষ্ণতা (গ) শক্তি (ঘ) পদার্থ
উত্তর – তাপ হল একপ্রকার (গ) শক্তি।

3। 0°C থেকে 4°C তাপমাত্রা প্রসারের মধ্যে জলের আয়তন (ক) কমে (খ) বাড়ে (গ) উভয়ই (ঘ) একই থাকে
উত্তর – 0°C থেকে 4°C তাপমাত্রা প্রসারের মধ্যে জলের আয়তন (ক) কমে।

4। লীন তাপের CGS একক – (ক) জুল প্রতি কিগ্রা (খ) জুল প্রতি গ্রাম (গ) ক্যালোরি প্রতি গ্রাম (ঘ) ক্যালোরি প্রতি কিগ্রা
উত্তর – লীন তাপের CGS একক – (গ) ক্যালোরি প্রতি গ্রাম।

5। জলের ব্যতিক্রান্ত প্রসারণ লক্ষ করা যায় (ক) 10°C – 14°C-এ (খ) 4°C-এ (গ) 0°C – 10°C-এ (ঘ) 0°C – 4°C-এ
উত্তর – জলের ব্যতিক্রান্ত প্রসারণ লক্ষ করা যায় (ঘ) 0°C – 4°C-এ।

6। শিশির জমার উপযোগী নয় কোনটি? (ক) মেঘলা আকাশ (খ) স্থির বায়ু (গ) বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য (ঘ) মেঘমুক্ত পরিষ্কার আকাশ
উত্তর – শিশির জমার উপযোগী নয় – (ক) মেঘলা আকাশ।

7। 10 g জলে 420 J তাপ সরবরাহ করা হলে জলের তাপমাত্রা বৃদ্ধি পাবে – (ক) 1°C (খ) 4.2°C (গ) 32°C (ঘ) 10°C
উত্তর – 10 g জলে 420 J তাপ সরবরাহ করা হলে জলের তাপমাত্রা বৃদ্ধি পাবে (ঘ) 10°C.

8। শীতপ্রধান দেশে হ্রদের উপরিতল বরফে রূপান্তরিত হলে, হ্রদের তলদেশে জলের তাপমাত্রা – (ক) 2°C (খ) 4°C (গ) 1°C (ঘ) 0°C
উত্তর – শীতপ্রধান দেশে হ্রদের উপরিতল বরফে রূপান্তরিত হলে, হ্রদের তলদেশে জলের তাপমাত্রা – (খ) 4°C.

9। 0°C-এ রাখা 100g বরফকে গলাতে তাপ লাগবে – (ক) 80 cal তাপ ছাড়বে (খ) 80 cal (গ) 8 cal (ঘ) তাপ লাগবে না, নিজেই গলবে
উত্তর – 0°C-এ রাখা 100g বরফকে গলাতে তাপ লাগবে – (গ) 8 cal.

10। লোহা, পারদ, জল ও বায়ুর মধ্যে আপেক্ষিক তাপ সর্বোচ্চ (ক) লোহার (খ) পারদের (গ) জলের (ঘ) বায়ুর
উত্তর – লোহা, পারদ, জল ও বায়ুর মধ্যে আপেক্ষিক তাপ সর্বোচ্চ (গ) জলের।


আরো পড়ো → শক্তির ক্রিয়া – কার্য, ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। ঊর্ধ্বপাতন কি?
উত্তর – তাপ প্রয়োগে কঠিন পদার্থের সরাসরি গ্যাসীয় অবস্থায় পৌঁছে যাওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে।

2। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির নাম কি?
উত্তর – বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির নাম হল হাইগ্রোমিটার।

3। CGS পদ্ধতিতে তাপের একক কি?
উত্তর – CGS পদ্ধতিতে তাপের একক ক্যালোরি (Cal)।

4। SI পদ্ধতিতে তাপের একক কি?
উত্তর – SI পদ্ধতিতে তাপের একক জুল (J)।

5। বরফের গলনের লীন তাপ কত?
উত্তর – বরফের গলনের লীন তাপ 80 cal/g.

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6। জল খুব ভালো কুল্যান্ট হিসেবে কাজ করে কোন ধর্মের প্রভাবে?
উত্তর – জল খুব ভালো কুল্যান্ট হিসেবে কাজ করে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার প্রভাবে।

7। সম্পৃক্ত বাষ্প কি চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে?
উত্তর – না, সম্পৃক্ত বাষ্প চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না।

8। লীন তাপ একটি পদার্থের তাপমাত্রার কিরূপ পরিবর্তন ঘটায়?
উত্তর – লীন তাপ একটি পদার্থের তাপমাত্রার কোনোরূপ পরিবর্তন ঘটায় না।

9। কোনো বস্তুর তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ ধারকত্ব বলতে কি বোঝ?
উত্তর – কোনো বস্তুর তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ ধারকত্ব বলতে বোঝায় কোনো বস্তুর একক উষ্ণতা (1 K বা 1°C) বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ।

10। 1 kcal তাপ কি পরিমাণ কার্যের বিনিময়ে উৎপন্ন হবে?
উত্তর – 1 kcal তাপ উৎপন্ন করতে কৃতকার্য = 1000 x 4.2 J = 4200 J.


আরো পড়ো → পরিবেশ ও তার সম্পদ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel