ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর | Vangar Gan Kobita Question Answer | WBBSE Class 9

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
Vangar Gan Kobita Question Answer
শ্রেণি – নবম | বিভাগ – বাংলা | ভাঙার গান – প্রশ্ন উত্তর – Vangar Gan Question Answer

এই পর্বে রইল নবম শ্রেণির বাংলা বিভাগের ভাঙার গান কবিতা থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। “গাজনের বাজনা বাজা!”- ‘গাজন’ অনুষ্ঠিত হয় – (ক) শ্রাবন মাসে (খ) চৈত্র মাসে (গ) বৈশাখ মাসে (ঘ) আশ্বিন মাসে
উত্তর – “গাজনের বাজনা বাজা!”- ‘গাজন’ অনুষ্ঠিত হয় – (খ) চৈত্র মাসে।

2। “মার হাঁক হৈদরী হাঁক,” – এখানে ‘হৈদরী হাঁক’ হল – (ক) হৃদয়ের হাঁক (খ) ভয়ংকর হাঁক (গ) স্বাধীনতার হাঁক (ঘ) হায়দার আলির হাঁক
উত্তর – “মার হাঁক হৈদরী হাঁক,” – এখানে ‘হৈদরী হাঁক’ হল – (খ) ভয়ংকর হাঁক।

3। “শিকল-পুজোর পাষাণ-বেদী”-তে কি পড়ে আছে? (ক) জমাট রক্ত (খ) চোখের জল (গ) তরল রক্ত (ঘ) লাল রক্ত
উত্তর – ‘শিকল-পুজোর পাষাণ-বেদী’-তে (ক) জমাট রক্ত পড়ে আছে।

4। “ভগবান পরবে ফাঁসি?”- কে ভগবানকে ফাঁসি পরাতে চায়? (ক) জনগণ (খ) বিপ্লবী (গ) তরুণ (ঘ) শাসক
উত্তর – “ভগবান পরবে ফাঁসি?”- (ঘ) শাসক ভগবানকে ফাঁসি পরাতে চায়।

5। ‘ভাঙার গান’ কবিতাটি কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে, তা হল – (ক) সাম্যবাদী (খ) ছায়ানট (গ) ভাঙার গান (ঘ) সর্বহারা
উত্তর – ‘ভাঙার গান’ কবিতাটি কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে, তা হল – (গ) ভাঙার গান।

6। “ওরে ও পাগল ভোলা”- ভোলা কে? (ক) পবনদেব (খ) ব্রহ্মা (গ) বিষ্ণু (ঘ) মহেশ্বর
উত্তর – “ওরে ও পাগল ভোলা”- ভোলা হল – (ঘ) মহেশ্বর।

7। “গাজনের বাজনা বাজা!/ কে মালিক? কে সে রাজা?”- ‘গাজন’ কি? (ক) সংগীত-বিশেষ (খ) প্রলয় বিষাণ (গ) উৎসব-বিশেষ (ঘ) বাদ্যযন্ত্র-বিশেষ
উত্তর – “গাজনের বাজনা বাজা!/ কে মালিক? কে সে রাজা?”- ‘গাজন’ (ক) সংগীত-বিশেষ।

8। “ডাক ওরে ডাক/মৃত্যুকে ডাক” – মৃত্যুকে যেদিকে ডাকার কথা বলা হয়েছে – (ক) জীবন পানে (খ) হৃদয় পানে (গ) মাটির পানে (ঘ) মানুষ পানে
উত্তর – “ডাক ওরে ডাক/মৃত্যুকে ডাক” – মৃত্যুকে যেদিকে ডাকার কথা বলা হয়েছে – (ক) জীবন পানে।

9। “ওরে ও তরুণ ঈশান”- ‘ঈশান’ শব্দের অর্থ – (ক) ইন্দ্র (খ) শিব (গ) বিষ্ণু (ঘ) ইন্দ্র
উত্তর – “ওরে ও তরুণ ঈশান”- ‘ঈশান’ শব্দের অর্থ – (খ) শিব।

10। “দে রে দে প্রলয়-দোলা”- প্রলয় দোলা দেবে – (ক) পবন দেব (খ) বিষ্ণু (গ) পাগলা ভোলা (ঘ) নারায়ণ
উত্তর – “দে রে দে প্রলয়-দোলা”- প্রলয় দোলা দেবে – (গ) পাগলা ভোলা।


আরো পড়ো → আমরা কবিতার প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। ‘ঈশান’ শব্দের দুটি অর্থ লেখো।
উত্তর – ‘ঈশান’ শব্দের একটি অর্থ শিব এবং অপর একটি ‘ঈশান’ শব্দের অর্থ উত্তর-পূর্ব দিক, যা দশটি দিকের একটি।

2। “কাটাবি কাল বসে কি?” – কখন আর বসে থাকা যায় না?
উত্তর – কালবৈশাখী নৃত্যরত অর্থাৎ ধ্বংসের সময় সমাগত আর বসে থাকা যায় না বলে কবি মন্তব্য করেছেন।

3। “শিকল-পুজোর পাষাণ-বেদী”-তে কাদের রক্ত জমাট হয়ে আছে?
উত্তর – “শিকল-পুজোর পাষাণ-বেদী”-তে ব্রিটিশ সরকার দ্বারা অত্যাচারিত ভারতের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট হয়ে আছে।

4। “ভগবান পরবে ফাঁসি?”- ভগবান ফাঁসি পরবে কেন
উত্তর – সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারের প্রতিবাদ ও স্বাধীনতার জন্য আন্দোলনের কারণেই ‘ভগবান’ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়।

5।”শিখায় এ হীন তথ্য কে রে?” – ‘হীন তথ্য’ বলতে কি বোঝানো হয়েছে?
উত্তর – ‘হীন তথ্য’ বলতে কবি বুঝিয়েছেন যে ভগবানের মতো অমর স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিয়ে তাঁদের স্বপ্নকে ধ্বংস করা যায়।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

6। “হা হা হা পায় যে হাসি”- কবির হাসি পাওয়ার কারণ কি?
উত্তর – কবি কাজী নজরুল ইসলামের হাসি পাওয়ার কারণ হল অত্যাচারী ইংরেজ শাসক ভগবানতুল্য মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের ফাঁসি দিতে চায়।

7। “শিকল-পুজোর পাষাণ-বেদী”- বলতে কবি কি বুঝিয়েছেন?
উত্তর – “শিকল-পুজোর পাষাণ-বেদী”- বলতে কবি কাজী নজরুল ইংরেজের অত্যাচারের প্রতীক কারাগারকে বুঝিয়েছেন।

8। “মার হাঁক হৈদরী হাঁক”- ‘হৈদরী হাঁক’ বলতে কি বোঝানো হয়েছে?
উত্তর – হজরত মহম্মদের জামাতা হায়দার যেমন শত্রুর উদ্দেশ্যে হাড় হিম-করা হাঁক দিতেন, এরকমই হাঁককে বোঝানো হয়েছে।

9। “ওরে ও তরুণ ঈশান”- তরুণ ঈশানকে কবি কি করতে বলেছেন?
উত্তর – তরুণ ঈশানকে কবি প্রলয় বিষাণ অর্থাৎ ধ্বংস ঘোষণাকারী শিঙা বাজাতে বলেছেন।

10। “কে দেয় সাজা/মুক্ত স্বাধীন সত্যকে রে?”- ‘মুক্ত স্বাধীন সত্য’ কি?
উত্তর – স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং তারা তা অর্জন করবেই – এটি হল ‘মুক্ত স্বাধীন সত্য’।


আরো পড়ো → নোঙর প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel