জল প্রশ্ন উত্তর | ভৌতবিজ্ঞান | Water Question Answer | Class 9 | WBBSE

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
Jol Question Answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – জল – প্রশ্ন উত্তর – Jol Question Answer (Chapter 4.6)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – জল থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। জল একটি – (ক) জৈব দ্রাবক (খ) নন-পোলার দ্রাবক (গ) পোলার দ্রাবক (ঘ) কোনোটিই নয়
উত্তর – জল একটি (গ) পোলার দ্রাবক।

2। আয়নমুক্ত জলের খরতার মাত্রা – (ক) 0 (খ) 7 (গ) 3 (ঘ) 1
উত্তর – আয়নমুক্ত জলের খরতার মাত্রা – (ক) 0।

3। জলকে পরিস্রুত করতে কোনটি ব্যবহৃত হয়? (ক) অতিবেগুনি রশ্মি (খ) অবলোহিত রশ্মি (গ) গামা রশ্মি (ঘ) X-রশ্মি
উত্তর – জলকে পরিস্রুত করতে (ক) অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়।

4। পানীয় জলে কোন দূষকের প্রভাবে ‘ব্ল্যাকফুট’ রোগ দেখা দেয়? (ক) NO3 (খ) F (গ) PO3-4 (ঘ) AsO3-3
উত্তর – পানীয় জলে (ঘ) AsO3-3 দূষকের প্রভাবে ‘ব্ল্যাকফুট’ রোগ দেখা দেয়।

5। কোন তরলের আপেক্ষিক তাপ সবেচেয় বেশি – (ক) জল (খ) পারদ (গ) কেরোসিন (ঘ) পেট্রোল
উত্তর – (ক) জল-এর আপেক্ষিক তাপ সবেচেয় বেশি।

6। জলে অস্থায়ী খরতা সৃষ্টিকারী একটি লবণ হল – (ক) CaCl2 (খ) CaSO4 (গ) Ca(HCO3)2 (ঘ) MgCl2
উত্তর – জলে অস্থায়ী খরতা সৃষ্টিকারী একটি লবণ হল – (গ) Ca(HCO3)2

7। পানীয় জলের pH-এর অনুমোদনযোগ্য সীমা – (ক) 5.5-7.0 (খ) 7-10 (গ) 3-9 (ঘ) 6.5-8.5
উত্তর – পানীয় জলের pH-এর অনুমোদনযোগ্য সীমা (ঘ) 6.5-8.5.

8। জলের স্থায়ী ও অস্থায়ী খরতা একই সঙ্গে দূর করা যায় – (ক) অতিবেগুনি রশ্মির সাহায্যে (খ) ক্লোরিনেশন পদ্ধতিতে (গ) আয়ন বিনিময় পদ্ধতিতে (ঘ) স্ফুটন পদ্ধতিতে
উত্তর – জলের স্থায়ী ও অস্থায়ী খরতা একই সঙ্গে দূর করা যায় – (গ) আয়ন বিনিময় পদ্ধতিতে।

9। ডিটারজেন্টে উপস্থিত কোন জাতীয় যৌগ মূলত জলদূষণ ঘটায়? (ক) কার্বনেট যৌগ (খ) ক্লোরাইড যৌগ (গ) সালফেট যৌগ (ঘ) ফসফেট যৌগ
উত্তর – ডিটারজেন্টে উপস্থিত (ঘ) ফসফেট যৌগ মূলত জলদূষণ ঘটায়।

10। ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় – (ক) খর জল (খ) পাতিত জল (গ) মৃদু জল (ঘ) আয়নমুক্ত জল
উত্তর – ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় (খ) পাতিত জল।


আরো পড়ো → মিশ্রণের উপাদানের পৃথক্‌করণ প্রশ্ন উত্তর

11। মিনামাটা রোগের সৃষ্টি হয় – (ক) পারদ দূষণে (খ) আর্সেনিক দূষণে (গ) ফসফেট দূষণে (ঘ) ফ্লুরাইড দূষণে
উত্তর – মিনামাটা রোগের সৃষ্টি হয় – (ক) পারদ দূষণে।

12। জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন উষ্ণতা পাল্লার মধ্যে? (ক) 4°C থেকে 8°C (খ) 0°C থেকে 2°C (গ) 0°C থেকে 4°C (ঘ) 0°C থেকে 10°C
উত্তর – জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় (গ) 0°C থেকে 4°C উষ্ণতা পাল্লার মধ্যে।

13। কাগজ শিল্প থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থে থাকে (ক) ক্যাডমিয়াম (খ) লেড (গ) নিকেল (ঘ) মার্কারি
উত্তর – কাগজ শিল্প থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থে (ঘ) মার্কারি থাকে।

14। আয়নমুক্ত জলে – (ক) H+ ও OH উভয় আয়ন থাকে (খ) শুধুমাত্র OH আয়ন থাকে (গ) শুধুমাত্র H+ আয়ন থাকে (ঘ) কোনো আয়ন থাকে না
উত্তর – আয়নমুক্ত জলে – (ক) H+ ও OH উভয় আয়ন থাকে।

15। দাঁতের ক্ষয় করে জলে উপস্থিত (ক) ব্রোমাইড (খ) ফ্লুরাইড (গ) ক্লোরাইড (ঘ) আয়োডাইড
উত্তর – দাঁতের ক্ষয় করে জলে উপস্থিত (খ) ফ্লুরাইড।
wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। একটি সালফেটঘটিত লবণের উদাহরণ দাও যা জলে স্থায়ী খরতা সৃষ্টি করে।
উত্তর – একটি সালফেটঘটিত লবণ হল ম্যাগনেশিয়াম সালফেট (MgSO4), যা জলে স্থায়ী খরতা সৃষ্টি করে।

2। জলে কোন হ্যালোজেন মৌল যোগ করে জলকে জীবাণুমুক্ত করা হয়?
উত্তর – জলে হ্যালোজেন মৌল ক্লোরিন যোগ করে জলকে জীবাণুমুক্ত করা হয়।

3। ভারী জলের সংকেত লেখো।
উত্তর – ভারী জলের সংকেত হল D2O।

4। কলিফর্ম কাউন্টে গণ্য করা হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর – কলিফর্ম কাউন্টে গণ্য করা হয় এমন একটি ব্যাকটেরিয়া হল ই-কলি (E.coli).

5। আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়?
উত্তর – আর্সেনিক দূষণের ফলে আর্সেনিকোসিস রোগ হয়।

6। জলের ক্লোরিনেশন করা হয় কেন?
উত্তর – জলে উপস্থিত জীবাণু ধ্বংস করার জন্য জলের ক্লোরিনেশন করা হয়।

7। পাতিত জলের খরতার মাত্রা কত?
উত্তর – পাতিত জলের খরতার মাত্রা শূন্য।

8। কোন ধাতুকল্প-ঘটিত যৌগ পানীয় জল দূষণের জন্য দায়ী?
উত্তর – আর্সেনিক ধাতুকল্প-ঘটিত যৌগ পানীয় জল দূষণের জন্য দায়ী।

9। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়?
উত্তর – 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়।

10। পানীয় জল প্রস্তুতির একটি পদ্ধতির নাম লেখো।
উত্তর – পানীয় জল প্রস্তুতির একটি পদ্ধতির নাম হল ‘ক্লোরিনেশন’।

11। ফ্লুরাইড-ঘটিত জলদূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো।
উত্তর – ফ্লুরাইড-ঘটিত জলদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল ফ্লুরোসিস।

12। ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিন জলের কোন প্রকার খরতা দূর করে?
উত্তর – ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিন জলের স্থায়ী ও অস্থায়ী উভয়ই খরতা দূর করে।


আরো পড়ো → জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel