নদীর বিদ্রোহ গল্পের বিষয়বস্তু | WBBSE Class 10 Bengali

মাধ্যমিকে নম্বর বাড়ানোর উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
nodir-bidroho-bisoybostu-in-bengali
শ্রেণি – দশম | বিভাগ –  দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – নদীর বিদ্রোহ

প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির বাংলা বিভাগের নদীর বিদ্রোহ গল্পের বিষয়বস্তু আলোচনা করা হল।

প্রশ্ন – নদীর বিদ্রোহ গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখ।

উত্তর – নদীর বিদ্রোহ ছোট গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘সরীসৃপ’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রকৃতি ও যন্ত্র – সভ্যতা, এই দুটি সত্ত্বার পারস্পরিক দ্বন্দ্ব এবং একটি মানুষের মনে তার প্রতিফলনের প্রতিচ্ছবি উঠে এসেছে এই গল্পে।

আধুনিক সভ্য মানুষ, তার প্রয়োজনে বা অপ্রয়োজনে প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে। সে প্রকৃতির সমস্যার কথা ভেবেও দেখে না। কিন্তু মানুষ যখন সভ্যতার জয়গান ভুলে আবার প্রকৃতিকে প্রাধান্য দেয়, তখন সভ্যতা তার সেই ভাবনাকে পিষে দেয়।

একটি ছোট রেলষ্টেশনের স্টেশন মাস্টার নদেরচাঁদ। নদীর সাথে তাঁর এক অদ্ভুত সম্পর্ক আছে। নদীকে সে ছোটবেলা থেকে ভালোবাসে। নদী যখন বর্ষার জলে পুষ্ট হয়ে ওঠে তখন সে যেমন আনন্দ পায়, আবার সেই নদী যখন অনাবৃষ্টিতে ক্ষীণরূপ ধারণ করে তখন নদেরচাঁদের মন কেঁদে ওঠে। তার দেশে যে ছোট নদী আছে, তাকে ঘিরেই নদেরচাঁদের প্রকৃতি প্রেমের শুরু, দেশের ছোট নদীকে ঘিরেই সে বড় হয়েছে।

একজন সাধারণ মানুষ আধুনিক স্থাপত্য যেমন ব্রিজ নিয়ে গর্ব অনুভব করে। প্রকৃতিপ্রেমী নদেরচাঁদও তার ব্যাতিক্রম নয়। নদীর উপর গড়ে ওঠা ব্রিজ তার বড় প্রিয়।

chapter-test-bengli-2026

প্রবল বর্ষায় নদেরচাঁদের প্রিয় শান্ত নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন রুদ্ররূপী নদী নদেরচাঁদের মনে ভয়ের সঞ্চার করে। এযেন নদীরুপী প্রকৃতির দুঃখ, আক্রোশের বহিঃপ্রকাশ, রুষ্ট নদী তার গতিপথ রুদ্ধকারী ব্রিজের বিরুদ্ধে যেন বিদ্রোহ ঘোষণা করে। নদীর এই সত্ত্বা নদেরচাঁদ উপলব্ধী করে সহানুভূতিশীল হয়। নদেরচাঁদ মনে মনে ব্রিজের প্রয়োজনীয়তা নিয়ে ভাবিত হয়।  কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির কাছে প্রকৃতি সর্বদাই ব্রাত্য। তাই মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন রেলগাড়ি তার ভাবনাকে পিষে দিয়ে চলে যায়।

আরো পড়ো → নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook