
শ্রেণি – দশম | বিভাগ – দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – আয় আরো বেঁধে বেঁধে থাকি
প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির বাংলা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সারাংশ আলোচনা।
প্রশ্ন – আয় আরো বেঁধে বেঁধে থাকি সারাংশ আলোচনা করো।
উত্তর – আলোচ্য ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবি শঙ্খ ঘোষ রচিত ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি মানবতার জয়গান গেয়েছেন।
মানব সভ্যতা গড়ে ওঠার জন্ম নিয়েছে সাম্রাজ্যবাদী শক্তি এবং সেই প্রাচীনকাল থেকে মানব সভ্যতাকে বার বার ধ্বংসের মুখে নিয়ে এসেছে এই শক্তি। এই সাম্রাজ্যবাদীর দল নিজ সাম্রাজ্য বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে একে একে অন্য সভ্যতাকে গ্রাস করে। সাম্রাজ্যবাদী গ্রাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখবো এই ঘটনা ঘটছে দীর্ঘকাল ধরে। প্রাচীন ইনকা সভ্যতার উপর স্প্যানিশদের আক্রমণ, ভারতবর্ষের উপর শক্, হুন, মুঘল বা ব্রিটিশদের আক্রমণ, এইগুলি কয়েকটি উদারহণ মাত্র। হাজার – হাজার বছর ধরে এর পুনরাবৃত্তি ঘটেছে এবং আজও প্রতিনিয়ত ঘটে চলেছে।
একটা সাম্রাজ্যবাদী শক্তি আক্রমণে সবচয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের, তারা লুন্ঠিত হয়, ধ্বংস হয়, সভ্যতা লাঞ্চিত হয়, কৃষ্টি-সংস্কৃতি দলিত হয়। কবির ভাষায় ‘আমরা’ হল সাধারণ মানুষ। সাধারণ মানুষের সর্বত্রই বিপদ, তাদের ডান পাশে ‘ধ্বস’, বাম পাশে ‘গিরিখাদ’, মাথায় উপর ‘বোমারু বিমান’ আর পায়ে ‘হিমানী’ অর্থাৎ বরফের বাঁধ। তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।
এর থেকে মুক্তির উপায় কি? কবি এর উত্তর কবি দিয়েছেন, ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি…’ কথার মধ্যে দিয়ে। ‘বেঁধে’ থাকার অর্থ সঙ্ঘবদ্ধ থাকা। সাধারণ মানুষ আজ বেঁচে আছে ধ্বংসের মাঝে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ‘শিশুরা’ ক্রমশ ‘শবে’ বা মৃতদেহে পরিণত হচ্ছে। সাধারণ মানুষের কোনো ইতিহাস হয় না, কারণ ইতিহাস শুধুমাত্র ‘রাষ্ট্রনায়ক’ দের জন্য রক্ষিত। সাধারণ মানুষের বাঁচা মরার হিসাব ইতিহাসের পাতায় জমা হয় না। তাই সাধারণ মানুষের হারাবার আর কিছুই নেই, তারা হয় মরে যাবে বা দল বাঁধবে।
এই কঠিন সময়ের পৃথিবীতেও কিছু মানুষ আছেন যারা মনুষ্যত্ব, একতা ও সম্প্রীতির কথা বলেন। তাই কবির ভাষায় আমরা যারা ‘কজন বাকি আছি’ তারা দল বেঁধে ‘হাতে হাত রেখে’ সঙ্ঘবদ্ধ ভাবে ভবিষ্যতের পথ খুঁজবে।
আরো পড়ো → আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।