
শ্রেণি – দশম | বিভাগ – দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – বাংলা ভাষায় বিজ্ঞান
প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির বাংলা বিভাগের বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করা হল।
প্রশ্ন – বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের বিষয়বস্তু নিজের ভাষায় লেখ।
উত্তর – আলোচ্য প্রবন্ধটি রাজশেখর বসুর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘বিচিন্তা’ থেকে নেওয়া হয়েছে।
বিজ্ঞানমূলক রচনার ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হওয়া উচিৎ সহজ ভাষায় বিজ্ঞানের মূল ব্যাপারটি পাঠকের কাছে উপস্থাপন করা। কিন্তু বহুক্ষেত্রে লেখকের সদিচ্ছা থাকলেও লেখাগুলি অনেক সময় পাঠকের কাছে দুর্বোধ্য ও জটিল হয়ে যায়। এর অন্যতম কারণ আমাদের উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার প্রভাব। যেহেতু লেখকদের অধিকাংশই ইংরেজি ভাষায় বিজ্ঞান অধ্যয়ন এবং চর্চা করেন, তাই মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও এর প্রভাব লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, মাতৃভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে আরো একটি বাধা হল সঠিক পরিভাষার অভাব।
বিজ্ঞানে পরিভাষার গুরুত্ব অপরিসীম। কারণ পরিভাষার মধ্যামে বৈজ্ঞানিক অর্থ সংক্ষেপিত এবং সুনির্দিষ্ট করা হয়, যেমন photosynthesis শব্দটির বাংলা পরিভাষা ‘সালোকসংশ্লেষ’ – এই শব্দটির অর্থ বলতে উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া বোঝানো হয় যার মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য তৈরি করে এবং পরিবেশে অক্সিজেন নির্গত করে। এবার লেখার ক্ষেত্রে প্রতিবার এই প্রক্রিয়া উল্লেখ করে বারবার সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে পরিভাষা ‘সালোকসংশ্লেষ’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রাবন্ধিক খুব যত্ন সহকারে আমাদের বুঝিয়েছেন যে কিভাবে পরিভাষা সংক্রান্ত সমস্যাকে অতিক্রম করা যায়। আরো একটি বিশেষ ব্যাপার তিনি উল্লেখ করেছেন তা হল বাংলা ভাষার সাবলীলতা বজায় রেখে বিজ্ঞান রচনা। কারণ প্রতিটা ভাষার একটি নিজস্ব শৈলী (style) আছে, যা বজায় না রাখলে লেখা দুর্বোধ্য এবং জটিল হয়ে যায়। এছাড়াও প্রাবন্ধিক তুলনার মাধ্যমে বুঝিয়েছেন যে পাশ্চাত্যের বিজ্ঞান সংক্রান্ত লেখার পাঠক এবং আমাদের দেশের পাঠকদের মধ্যে অনেকটাই তফাৎ আছে, তাই তাদের জন্য বিজ্ঞান বিশ্লেষণের পদ্ধতিও ভিন্ন হওয়া একান্ত প্রয়োজন।
সর্বোপরি বলা যায় এই বলা যায় যে ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটি মাতৃভাষায় বিজ্ঞান রচনার জন্য একটি আদর্শ গাইডলাইন।
আরো পড়ো → বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।