কর্ভাস গল্প অবলম্বনে জাদুকর অর্গাসের চরিত্রের বর্ণনা | Corvus Question Answer | WBBSE Class 9

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
corvus-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – কর্ভাস (Corvus) | সহায়ক পাঠ

শুরু হল নতুন বিভাগ – প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির সহায়ক পাঠ থেকে কর্ভাস গল্পের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।


প্রশ্নঃ কর্ভাস গল্প অবলম্বনে জাদুকর অর্গাসের চরিত্রের বর্ণনা দাও

উত্তরঃ সত্যজিৎ রায় রচিত ‘কর্ভাস’ গল্পের খল চরিত্র হল হল জাদুকর অর্গাস। গল্পে আমরা তার চেহারা এবং চরিত্রের একটি সুস্পষ্ট ধারণা পাই।

জাদুকর অর্গাসের চেহারার বর্ণনা

জাদুকর অর্গাস একজন লম্বা মানুষ তার উচ্চতা প্রায় সাড়ে ছয় ফিট, তার নাকের গড়ন টিয়াপাখির মতো, তিনি মাঝখানে সিঁথি করে টান করে পিছনে চুল আঁচড়ান। তার চেহারায় বিশেষ ভাবে নজরকাড়ে মাইনাস পাওয়ারের চশমা, চশমার পাওয়ার এতটাই বেশি যে মণি দুটিকে তীক্ষ্ণ বিন্দুর মত মনে হয়। এছাড়াও জাদু দেখানোর সময় অর্গাস তাঁর শীর্ণ হাতদুটিকে বিশেষভাবে ব্যবহার করেন।

জাদুকর অর্গাসের চারিত্রিক বর্ণনা

লোভী – জাদুকর অর্গাস তাঁর খেলায় পাখিদের বিশেষভাবে ব্যবহার করেন। প্রফেসর শঙ্কুর কর্ভাস নামক পাখিটিকে জাদুকর অর্গাস তাঁর জাদুর খেলায় ব্যবহার করবেন বলে নিতে চান। কর্ভাসের মতো শিক্ষিত একটি পাখিকে তিনি সার্কাসে ব্যবহার করলে তাঁর সুনাম বৃদ্ধি পাবে এই লোভে তিনি প্রফেসর শঙ্কুর কাছ থেকে কর্ভাসকে নিতে চান।

অসৎ – জাদুকর অর্গাস একজন অসৎ মানুষ; প্রফেসর শঙ্কু কর্ভাস-কে কাছছাড়া করবেন না তা স্পষ্টভাবে বলে দিলেও অর্গাস তা অসৎভাবে ছিনিয়ে নিতে চান। প্রথমে তিনি প্রফেসর শঙ্কুকে হিপনোটাইজ করে বিফল হন; এবং পরে হোটেলের বয়দের হিপনোটাইজ করে কর্ভাস-কে হটেল থেকে চুরি করেন।

দাম্ভিক – প্রফেসর শঙ্কু কর্ভাস-কে কাছছাড়া করতে না চাইলে অর্গাস তাঁর অর্থের দম্ভ প্রকাশ করেন এবং বহু টাকার মূল্যে কর্ভাস-কে কিনতে। তিনি প্রফেসর শঙ্কুকে বঝানোর চেষ্টা করেন যে তিনিই বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর, কর্ভাস তার কাছেই থাকা উচিৎ।

এভাবেই গল্পে জাদুকর অর্গাসের চরিত্রের খল-দিকগুলি ফুটে উঠেছে।


আরো পড়ো → কর্ভাস গল্পের প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel